ঢাকা ০৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

বেতন বাড়ছে নারী ফুটবলারদের

ক্রীড়া প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:১৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩ ৫২ বার পঠিত
নারী ফুটবলারদের বেতন বেড়েছে। বুধবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ৩১ নারী ফুটবলারকে চুক্তির আওতায় এনে তাদের বেতন বাড়িয়েছে। একই সঙ্গে কঠোর করেছে আচরণবিধি। এর মধ্যে অধিনায়ক সাবিনা খাতুনসহ ১৫ জন বেতন পাবেন মাসে ৫০ হাজার টাকা করে। বাকি ১৬ জনের মধ্যে ১০ জন ৩০ হাজার টাকা করে এবং ছয়জন প্রতি মাসে ১৮ থেকে ২০ হাজার টাকা করে বেতন পাবেন। ছয় মাসের চুক্তি কার্যকর হবে ১ সেপ্টেম্বর থেকে। আগে সাবিনা বেতন পেতেন ২০ হাজার। অন্যরা ১০ হাজার টাকা করে। এদিকে বেতন বাড়ানোর পর মেয়েদের হাতে কঠোর আচরণবিধি ধরিয়ে দিয়েছে বাফুফে। এখন থেকে অনুশীলন বর্জন, বাফুফেকে না জানিয়ে কোথাও খেলতে যাওয়া— এসব আর চলবে না । কোনো ফুটবলার শৃঙ্খলা ভাঙলে তাকে ক্যাম্প থেকে বের করে দেওয়া হবে বলেও চুক্তিপত্রে শর্তজুড়ে দিয়েছে বাফুফে। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের আশা, ‘মেয়েরা আরও ভালো খেলুক। আমি তাদের আরও দিতে প্রস্তুত। আমি চাই ওরা আরও বেতন দাবি করুক। সামর্থ্য থাকলে আমি ওদের বেতন আরও দিতাম।’ সাবিনাদের পারফরম্যান্স ভালো হলে চুক্তির মেয়াদ বাড়বে বলে জানান সালাউদ্দিন, ‘ফিফা ফান্ড ও পৃষ্ঠপোষকদের কাছ থেকে পাওয়া অর্থে আমরা মেয়েদের সঙ্গে ছয় মাসের চুক্তি করেছি। ওদের পারফরম্যান্স ভালো হলে মেয়াদ বাড়বে।’ জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন বলেন, ‘বেতন বাড়ায় আমরা খুব খুশি। আমাদের আবদার রক্ষা করেছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন স্যার। এখন আমরা আরও সেরাটা দিয়ে মাঠে খেলতে পারবো। কার কত বেতন ৫০ হাজার পাচ্ছেন যারা: সাবিনা খাতুন, রুপনা চাকমা, মাসুরা পারভীন, শামসুন্নাহার, শিউলি আজিম, নিলুফা ইয়াসমিন নিলু, আনাই মোগিনি, মারিয়া মান্দা, মনিকা চাকমা, শামসুন্নাহার জুনিয়র, রিতু পর্ণা চাকমা, সানজিদা আক্তার, মারজিয়া, কৃষ্ণা রানী সরকার ও তহুরা খাতুন। ৩০ হাজার: সোহাগী কিস্কু, স্বপ্না রানী, আফেইদা খাতুন, শাহেদা আক্তার, স্বর্ণা রানী, আকলিমা খাতুন, সুরমা জান্নাত, সাথী বিশ্বাস, সুমাইয়া মাতসুশিমা ও উন্নতি খাতুন। ২০ হাজার: হালিমা আক্তার, কোহাতি কিস্কু, নাসরিন আক্তার ও ইতি খাতুন। ১৫ হাজার: রুপা ও আইরিন খাতুন।
Facebook Comments Box
ট্যাগস :

বেতন বাড়ছে নারী ফুটবলারদের

আপডেট সময় : ০৭:১৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩
নারী ফুটবলারদের বেতন বেড়েছে। বুধবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ৩১ নারী ফুটবলারকে চুক্তির আওতায় এনে তাদের বেতন বাড়িয়েছে। একই সঙ্গে কঠোর করেছে আচরণবিধি। এর মধ্যে অধিনায়ক সাবিনা খাতুনসহ ১৫ জন বেতন পাবেন মাসে ৫০ হাজার টাকা করে। বাকি ১৬ জনের মধ্যে ১০ জন ৩০ হাজার টাকা করে এবং ছয়জন প্রতি মাসে ১৮ থেকে ২০ হাজার টাকা করে বেতন পাবেন। ছয় মাসের চুক্তি কার্যকর হবে ১ সেপ্টেম্বর থেকে। আগে সাবিনা বেতন পেতেন ২০ হাজার। অন্যরা ১০ হাজার টাকা করে। এদিকে বেতন বাড়ানোর পর মেয়েদের হাতে কঠোর আচরণবিধি ধরিয়ে দিয়েছে বাফুফে। এখন থেকে অনুশীলন বর্জন, বাফুফেকে না জানিয়ে কোথাও খেলতে যাওয়া— এসব আর চলবে না । কোনো ফুটবলার শৃঙ্খলা ভাঙলে তাকে ক্যাম্প থেকে বের করে দেওয়া হবে বলেও চুক্তিপত্রে শর্তজুড়ে দিয়েছে বাফুফে। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের আশা, ‘মেয়েরা আরও ভালো খেলুক। আমি তাদের আরও দিতে প্রস্তুত। আমি চাই ওরা আরও বেতন দাবি করুক। সামর্থ্য থাকলে আমি ওদের বেতন আরও দিতাম।’ সাবিনাদের পারফরম্যান্স ভালো হলে চুক্তির মেয়াদ বাড়বে বলে জানান সালাউদ্দিন, ‘ফিফা ফান্ড ও পৃষ্ঠপোষকদের কাছ থেকে পাওয়া অর্থে আমরা মেয়েদের সঙ্গে ছয় মাসের চুক্তি করেছি। ওদের পারফরম্যান্স ভালো হলে মেয়াদ বাড়বে।’ জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন বলেন, ‘বেতন বাড়ায় আমরা খুব খুশি। আমাদের আবদার রক্ষা করেছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন স্যার। এখন আমরা আরও সেরাটা দিয়ে মাঠে খেলতে পারবো। কার কত বেতন ৫০ হাজার পাচ্ছেন যারা: সাবিনা খাতুন, রুপনা চাকমা, মাসুরা পারভীন, শামসুন্নাহার, শিউলি আজিম, নিলুফা ইয়াসমিন নিলু, আনাই মোগিনি, মারিয়া মান্দা, মনিকা চাকমা, শামসুন্নাহার জুনিয়র, রিতু পর্ণা চাকমা, সানজিদা আক্তার, মারজিয়া, কৃষ্ণা রানী সরকার ও তহুরা খাতুন। ৩০ হাজার: সোহাগী কিস্কু, স্বপ্না রানী, আফেইদা খাতুন, শাহেদা আক্তার, স্বর্ণা রানী, আকলিমা খাতুন, সুরমা জান্নাত, সাথী বিশ্বাস, সুমাইয়া মাতসুশিমা ও উন্নতি খাতুন। ২০ হাজার: হালিমা আক্তার, কোহাতি কিস্কু, নাসরিন আক্তার ও ইতি খাতুন। ১৫ হাজার: রুপা ও আইরিন খাতুন।
Facebook Comments Box