বেড়া পৌর পুলিশ হাসেম কর্তৃক এক যুবককে বেদম মারপিট
- আপডেট সময় : ০৭:৪৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪ ৪৩ বার পঠিত
পাবনার বেড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হাসেম (৩৫) নামে কথিত পৌর পুলিশ কর্তৃক মারপিটে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন নরসুন্দর কর্মী আলআমিন (১৯)। ঘটনাটি ঘটেছে গত শনিবার বিকেলে বেড়া দক্ষিন বনগ্রামে দত্তসাইদের বাড়ির নিকট। আহত আলআমিন বেড়া শেখপাড়া এলাকার ঝন্টটু শেখের ছেলে। হাসেম বনগ্রাম চরপাড়া গ্রামের মৃত দাউদ কমিশনারের ছেলে ও বেড়া পৌর পুলিশে কর্মরত।
অভিযোগে জানা গেছে, গত শনিবার বিকেলে নরসুন্দর কর্মী আলআমিন একটি পুরাতন ৮০ সিসি মোটরসাইকেল নিয়ে বেড়া বনগ্রাম সড়ক দিয়ে যাতায়াতের সময় পৌর পুলিশে কর্মরত হাসেমও (৩৫) ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। এ সময় হাসেমের হোন্ডাকে আলআমিন ওভার টেক করলে এতে সে ক্ষিপ্ত হয়ে তাকে দাবড়িয়ে ধরে বনগ্রাম দক্ষিণ পাড়া দত্ত সাইদের বাড়ির সামনে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও লোহার পাইপ দিয়ে আলআমিনকে বেদম মারপিট করে। এতে আলআমিনের হাতে পায়ে ও শরীরে বিভিন্ন জায়গায় জখম হয়। এ সময় তার ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হাসেম দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় আলআমিনের পিতা ঝন্টু শেখ বাদী হয়ে বেড়া মডেল থানা ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দেন।
এ বিষয়ে অভিযুক্ত বেড়া পৌর পুলিশ হাসেমের মুঠো ফোনে জানতে চাইলে তিনি পরিচয় পেয়ে লাইন কেটে দেয়। পরে বার বার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।
এ বিষয়ে জানতে চাইলে, বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম জানান, অভিযোগ এখন হাতে পাইনি। তবে দিয়ে থাকলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।