ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪, ৫ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

বেইলি রোডে আগুনে নিহত আরও তিনজনকে শনাক্ত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:৫০:২০ পূর্বাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪ ৫২ বার পঠিত

মেহেরুন নেসা জাহান হেলালি (বায়ে), শিশু সন্তান ফাইরুজসহ শাহ জালাল উদ্দিন (ডানে)

বেইলি রোডের আগুনের ঘটনায় মারা যাওয়া আরও তিনজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। নিহতরা তিনজনই একই পরিবারের সদস্য। নিহত মেহেরুন নেসার বাবা মুক্তার আলম হেলালি শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে তাদের মরদেহ শনাক্ত করেন।

যাদের শনাক্ত করা হয়েছে, তারা হলেন শাহ জালাল উদ্দিন (৩৪)। তার বাবার নাম মুক্তিযোদ্ধা ডা. আবুল কাশেম। কক্সবাজার জেলার উখিয়া থানার পূর্ব গোয়ালিয়া গ্রামে তাদের বাড়ি। নিহত শাহ জালাল কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কেরানীগঞ্জের পানগাঁও অফিসে কর্মরত ছিলেন। পরিবার নিয়ে থাকতেন বসুন্ধরা রিভারভিউ এলাকায়। তার সঙ্গে মারা যান স্ত্রী মেহেরুন নেসা জাহান হেলালি (২৪) ও শিশু সন্তান ফাইরুজ কাশেম জামিরা (৩)।

মুক্তার আলম হেলালি সাংবাদিকদের জানান, তার মেয়ে ও মেয়ের জামাই শাহ জালালের তিনদিনের ছুটিতে খাগড়াছড়ি যাওয়ার কথা ছিল। তিনি কয়েকদিন আগে মেয়ের বাসায় আসেন। তার আরেক মেয়ে দিনাও বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিতে ঢাকায় আসেন। ঘটনার সময় ওই মেয়ে রাজধানীর মনিপুরে বান্ধবীর বাসায় ছিলেন।

ঘটনার পর থেকে মোবাইলে না পেয়ে খুঁজতে খুঁজতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মরদেহ দেখে তাদের শনাক্ত করেন।

এর আগে, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম হেদায়েতুল ইসলাম জানান, নিহতদের মধ্যে ৪০ জন শনাক্ত হয়েছে। ৩৯ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে।

নিহত সাংবাদিক দ্য রিপোর্ট ডটকম-এর রিপোর্টার অভিশ্রুতি শাস্ত্রীর (২৫) পরিচয় নিয়ে ধোঁয়াশা তৈরি হওয়ায় তা এখনও হস্তান্তর হয়নি।
রাজধানীর বেইলি রোডের অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। নতুন করে তিনজনের মরদেহ শনাক্তের পর এনিয়ে ৪৩ জনের মরদেহ শনাক্ত হলো। এখনও পরিচয় মেলেনি তিনজনের।
Facebook Comments Box
ট্যাগস :

বেইলি রোডে আগুনে নিহত আরও তিনজনকে শনাক্ত

আপডেট সময় : ০৭:৫০:২০ পূর্বাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪

বেইলি রোডের আগুনের ঘটনায় মারা যাওয়া আরও তিনজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। নিহতরা তিনজনই একই পরিবারের সদস্য। নিহত মেহেরুন নেসার বাবা মুক্তার আলম হেলালি শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে তাদের মরদেহ শনাক্ত করেন।

যাদের শনাক্ত করা হয়েছে, তারা হলেন শাহ জালাল উদ্দিন (৩৪)। তার বাবার নাম মুক্তিযোদ্ধা ডা. আবুল কাশেম। কক্সবাজার জেলার উখিয়া থানার পূর্ব গোয়ালিয়া গ্রামে তাদের বাড়ি। নিহত শাহ জালাল কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কেরানীগঞ্জের পানগাঁও অফিসে কর্মরত ছিলেন। পরিবার নিয়ে থাকতেন বসুন্ধরা রিভারভিউ এলাকায়। তার সঙ্গে মারা যান স্ত্রী মেহেরুন নেসা জাহান হেলালি (২৪) ও শিশু সন্তান ফাইরুজ কাশেম জামিরা (৩)।

মুক্তার আলম হেলালি সাংবাদিকদের জানান, তার মেয়ে ও মেয়ের জামাই শাহ জালালের তিনদিনের ছুটিতে খাগড়াছড়ি যাওয়ার কথা ছিল। তিনি কয়েকদিন আগে মেয়ের বাসায় আসেন। তার আরেক মেয়ে দিনাও বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিতে ঢাকায় আসেন। ঘটনার সময় ওই মেয়ে রাজধানীর মনিপুরে বান্ধবীর বাসায় ছিলেন।

ঘটনার পর থেকে মোবাইলে না পেয়ে খুঁজতে খুঁজতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মরদেহ দেখে তাদের শনাক্ত করেন।

এর আগে, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম হেদায়েতুল ইসলাম জানান, নিহতদের মধ্যে ৪০ জন শনাক্ত হয়েছে। ৩৯ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে।

নিহত সাংবাদিক দ্য রিপোর্ট ডটকম-এর রিপোর্টার অভিশ্রুতি শাস্ত্রীর (২৫) পরিচয় নিয়ে ধোঁয়াশা তৈরি হওয়ায় তা এখনও হস্তান্তর হয়নি।
রাজধানীর বেইলি রোডের অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। নতুন করে তিনজনের মরদেহ শনাক্তের পর এনিয়ে ৪৩ জনের মরদেহ শনাক্ত হলো। এখনও পরিচয় মেলেনি তিনজনের।
Facebook Comments Box