ঢাকা ০২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

বৃষ্টি উপেক্ষা করে এআইইউবির শিক্ষকদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:৩৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪ ১৪ বার পঠিত

ছবি সংগৃহিত

কোটা সংস্কার আন্দোলনে গুলি চালিয়ে হত্যা ও হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন আমেরিকান আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় বাংলাদেশের (এআইইউবি) শিক্ষকরা। হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের পাশাপাশি বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত খুলে দেওয়ার দাবি জানান।

বৃহস্পতিবার তীব্র বৃষ্টি উপেক্ষা করে বিকাল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ৩০০ ফিট রোডে কুড়িলের কাছাকাছি জায়গায় এ মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক খন্দকার তামিম হাসান বলেন, আমরা প্রত্যেকটি হত্যার ন্যায়বিচার চাই। শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তা চাই। আমরা সবার নিরাপত্তা চাই। দ্রুত দেশে শান্তি ফিরে আসুক সেই কামনা করি।

কর্মসূচিতে যোগ দেওয়া বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগের শিক্ষকরা হাতে বিভিন্ন ব্যনার ও পোস্টার নিয়ে ভারি বর্ষণের মধ্যেই দীর্ঘ সময় রাস্তায় দাঁড়িয়েছিলেন। কারও পোস্টারে লেখা ছিল- নৃশংস প্রতিটি খুনের বিচার চাই, খুনিদের বিচার করতেই হবে, রাষ্ট্র কেন খুনি, ছাত্রদের ধরপাকড় বন্ধ করতে হবে ইত্যাদি।

 

Facebook Comments Box
ট্যাগস :

বৃষ্টি উপেক্ষা করে এআইইউবির শিক্ষকদের মানববন্ধন

আপডেট সময় : ১০:৩৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪

কোটা সংস্কার আন্দোলনে গুলি চালিয়ে হত্যা ও হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন আমেরিকান আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় বাংলাদেশের (এআইইউবি) শিক্ষকরা। হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের পাশাপাশি বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত খুলে দেওয়ার দাবি জানান।

বৃহস্পতিবার তীব্র বৃষ্টি উপেক্ষা করে বিকাল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ৩০০ ফিট রোডে কুড়িলের কাছাকাছি জায়গায় এ মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক খন্দকার তামিম হাসান বলেন, আমরা প্রত্যেকটি হত্যার ন্যায়বিচার চাই। শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তা চাই। আমরা সবার নিরাপত্তা চাই। দ্রুত দেশে শান্তি ফিরে আসুক সেই কামনা করি।

কর্মসূচিতে যোগ দেওয়া বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগের শিক্ষকরা হাতে বিভিন্ন ব্যনার ও পোস্টার নিয়ে ভারি বর্ষণের মধ্যেই দীর্ঘ সময় রাস্তায় দাঁড়িয়েছিলেন। কারও পোস্টারে লেখা ছিল- নৃশংস প্রতিটি খুনের বিচার চাই, খুনিদের বিচার করতেই হবে, রাষ্ট্র কেন খুনি, ছাত্রদের ধরপাকড় বন্ধ করতে হবে ইত্যাদি।

 

Facebook Comments Box