ঢাকা ০৬:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

বীরোচিত সংবর্ধনায় বিশ্বজয়ীদের বরণ করল স্পেন

ক্রীড়াঙ্গন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৪৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩ ৮৭ বার পঠিত

স্পেনের নারী খেলোয়াড়দের সম্বর্ধনা

২০১০ সালে কার্লোস পুয়েলের হাত ধরে প্রথমবারের মতো স্বপ্নের বিশ্বকাপ ট্রফির ছোঁয়া পেয়েছিল স্পেন। ১৩ বছর পর ফের বিশ্বজয়ের স্বাদ পেল দেশটি, এবার মেয়েদের হাত ধরে। মাদ্রিদের রাস্তা হয়ে উঠলো উৎসবমুখর। দেশে ফিরে বীরোচিত সংবর্ধনা পেলেন স্পেনের নারী ফুটবলাররা। স্থানীয় সময় মধ্যরাতে বিমান থেকে দেশের মাটিতে পা রাখেন খেলোয়াড়রা।

মাদ্রিদের পুয়েন্তে দেল রে এসপ্লানেডে হয়েছে মূল উৎসব। সেখানে তিল ধারণের ঠাঁই ছিল না। প্রায় তিন ঘণ্টা অপেক্ষার পর স্পেনের বিশ্বজয়ী ২৩ খেলোয়াড়ের দর্শন পান ভক্তরা। সেখানে খেলোয়াড়রাও আনন্দঘন সময় কাটান। ফাইনালে যার হাত ধরে জয় পেয়েছে স্পেন, সেই ওলগা কারমোনা ছিলেন উৎসবের প্রাণ। বিশ্বকাপ জয়ের পরই জীবনের সবচেয়ে বড় দুঃসংবাদ শুনতে হয় তাকে। অসুস্থ বাবার মৃত্যর খবর জানানো হয় তাকে। দেশে ফিরে ভক্তদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেন কারমোনা। ভক্তরাও ‘ওলগা, ওলগা…’ বলে চিৎকার করতে থাকেন। ভক্তদের উদ্দেশ্যে এসময় স্প্যানিশ এই তারকা বলেন, ‘আজ পুরো দেশের জন্য খুবই বিশেষ দিন, কিন্তু আমার জন্য একটু

জটিল। সোমবার ছিল আমার জন্য মিশ্র আবেগের। একদিক দিয়ে এটা ছিল আমার জীবনের সেরা দিন, তারপর সবচেয়ে খারাপ হলো। দেশকে এই আনন্দ এনে দিতে পেরে আমি সত্যিই গর্বিত। এখন আপনাদের বহুল আকাঙ্ক্ষিত তারকা পেলেন।’ এর আগে গত রোববার ফিফা নারী বিশ্বকাপ ২০২৩ এর ফাইনালে মুখোমুখি হয় স্পেন ও ইংল্যান্ড। কারমোনার একমাত্র গোলে ফাইনালে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো নারী বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ করে স্পেন।

 

সারাবেলার সংবাদ/ এম এএইচ/ ২২ আগস্ট ২০২৩

Facebook Comments Box
ট্যাগস :

বীরোচিত সংবর্ধনায় বিশ্বজয়ীদের বরণ করল স্পেন

আপডেট সময় : ০৪:৪৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩

২০১০ সালে কার্লোস পুয়েলের হাত ধরে প্রথমবারের মতো স্বপ্নের বিশ্বকাপ ট্রফির ছোঁয়া পেয়েছিল স্পেন। ১৩ বছর পর ফের বিশ্বজয়ের স্বাদ পেল দেশটি, এবার মেয়েদের হাত ধরে। মাদ্রিদের রাস্তা হয়ে উঠলো উৎসবমুখর। দেশে ফিরে বীরোচিত সংবর্ধনা পেলেন স্পেনের নারী ফুটবলাররা। স্থানীয় সময় মধ্যরাতে বিমান থেকে দেশের মাটিতে পা রাখেন খেলোয়াড়রা।

মাদ্রিদের পুয়েন্তে দেল রে এসপ্লানেডে হয়েছে মূল উৎসব। সেখানে তিল ধারণের ঠাঁই ছিল না। প্রায় তিন ঘণ্টা অপেক্ষার পর স্পেনের বিশ্বজয়ী ২৩ খেলোয়াড়ের দর্শন পান ভক্তরা। সেখানে খেলোয়াড়রাও আনন্দঘন সময় কাটান। ফাইনালে যার হাত ধরে জয় পেয়েছে স্পেন, সেই ওলগা কারমোনা ছিলেন উৎসবের প্রাণ। বিশ্বকাপ জয়ের পরই জীবনের সবচেয়ে বড় দুঃসংবাদ শুনতে হয় তাকে। অসুস্থ বাবার মৃত্যর খবর জানানো হয় তাকে। দেশে ফিরে ভক্তদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেন কারমোনা। ভক্তরাও ‘ওলগা, ওলগা…’ বলে চিৎকার করতে থাকেন। ভক্তদের উদ্দেশ্যে এসময় স্প্যানিশ এই তারকা বলেন, ‘আজ পুরো দেশের জন্য খুবই বিশেষ দিন, কিন্তু আমার জন্য একটু

জটিল। সোমবার ছিল আমার জন্য মিশ্র আবেগের। একদিক দিয়ে এটা ছিল আমার জীবনের সেরা দিন, তারপর সবচেয়ে খারাপ হলো। দেশকে এই আনন্দ এনে দিতে পেরে আমি সত্যিই গর্বিত। এখন আপনাদের বহুল আকাঙ্ক্ষিত তারকা পেলেন।’ এর আগে গত রোববার ফিফা নারী বিশ্বকাপ ২০২৩ এর ফাইনালে মুখোমুখি হয় স্পেন ও ইংল্যান্ড। কারমোনার একমাত্র গোলে ফাইনালে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো নারী বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ করে স্পেন।

 

সারাবেলার সংবাদ/ এম এএইচ/ ২২ আগস্ট ২০২৩

Facebook Comments Box