ঢাকা ০৭:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ৪ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

বিশ্বকাপ মানেই মাহমুদউল্লাহ রিয়াদের সেঞ্চুরি

ক্রীড়াঙ্গন ডেস্ক
  • আপডেট সময় : ০৮:২৭:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩ ১৯ বার পঠিত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরির পর মাহমুদউল্লাহ রিয়াদের উল্লাস

কদিন আগেও ছিলেন না চন্ডিকা হাথুরুসিংহের পরিকল্পনায়। সেই মাহমুদউল্লাহ রিয়াদ বিশ্বকাপ স্কোয়াড জায়গা পেলেন, প্রথম দুই ম্যাচে নিজেকে চেনালেন। এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তুলে নিলেন রেকর্ড গড়া সেঞ্চুরি। একমাত্র বাংলাদেশি ব্যাটার হিসেবে বিশ্বকাপে তিনটি সেঞ্চুরির রেকর্ড রিয়াদের দখলে।

বাংলায় একটি প্রবাদ আছে, পুরোনো চাল ভাতে বাড়ে! মাহমুদউল্লাহ রিয়াদ সেটিই যেন প্রমাণ করলেন আরও একবার। বিশ্রামের নামে বাদ পড়ার পর ছয় মাস পর দলে ফিরেছেন। জায়গা করে নিয়েছেন বিশ্বকাপে। প্রথম দুই ম্যাচে খেলেছেন ৪১ ও ৪৬ রানের ইনিংস।

তৃতীয় ম্যাচে এসে বাজিমাত করলেন রিয়াদ। দক্ষিণ আফ্রিকার দেওয়া পাহাড়সম লক্ষ্যে সতীর্থরা যখন হতাশায় ভাসিয়েছেন৷ তখনই সব আলো কেড়ে নিয়েছেন রিয়াদ। অসাধারণ ব্যাটিংয়ে খেলেছেন ১১১ রানের দুর্দান্ত ইনিংস। স্ট্রাইক রেট ছিল ১০০।

ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে প্রথম সেঞ্চুরি এসেছিল রিয়াদের ব্যাটে। বিশ্বকাপে টানা দুই ম্যাচে সেঞ্চুরি করা একমাত্র ব্যাটারও রিয়াদ। ওয়ানডে ক্যারিয়ারে যে চারটি সেঞ্চুরি করেছেন রিয়াদ, তার সবকটিই আইসিসির ইভেন্টে।

বাংলাদেশের বিশ্বকাপ ইতিহাসে এখন পর্যন্ত ৬টি ব্যক্তিগত শতক দেখেছে ক্রিকেটবিশ্ব। তার মধ্যে রেকর্ড তিনটি ম্যাজিক ফিগার এসেছে রিয়াদের ব্যাট থেকে। এছাড়া দুটি সেঞ্চুরি আছে সাকিব আল হাসানের, মুশফিকুর রহিম করেছেন একটি।

সারাবেলার সংবাদ/ এমএএইচ/ ২৫ অক্টোবর ২০২৩

Facebook Comments Box
ট্যাগস :

বিশ্বকাপ মানেই মাহমুদউল্লাহ রিয়াদের সেঞ্চুরি

আপডেট সময় : ০৮:২৭:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩

কদিন আগেও ছিলেন না চন্ডিকা হাথুরুসিংহের পরিকল্পনায়। সেই মাহমুদউল্লাহ রিয়াদ বিশ্বকাপ স্কোয়াড জায়গা পেলেন, প্রথম দুই ম্যাচে নিজেকে চেনালেন। এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তুলে নিলেন রেকর্ড গড়া সেঞ্চুরি। একমাত্র বাংলাদেশি ব্যাটার হিসেবে বিশ্বকাপে তিনটি সেঞ্চুরির রেকর্ড রিয়াদের দখলে।

বাংলায় একটি প্রবাদ আছে, পুরোনো চাল ভাতে বাড়ে! মাহমুদউল্লাহ রিয়াদ সেটিই যেন প্রমাণ করলেন আরও একবার। বিশ্রামের নামে বাদ পড়ার পর ছয় মাস পর দলে ফিরেছেন। জায়গা করে নিয়েছেন বিশ্বকাপে। প্রথম দুই ম্যাচে খেলেছেন ৪১ ও ৪৬ রানের ইনিংস।

তৃতীয় ম্যাচে এসে বাজিমাত করলেন রিয়াদ। দক্ষিণ আফ্রিকার দেওয়া পাহাড়সম লক্ষ্যে সতীর্থরা যখন হতাশায় ভাসিয়েছেন৷ তখনই সব আলো কেড়ে নিয়েছেন রিয়াদ। অসাধারণ ব্যাটিংয়ে খেলেছেন ১১১ রানের দুর্দান্ত ইনিংস। স্ট্রাইক রেট ছিল ১০০।

ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে প্রথম সেঞ্চুরি এসেছিল রিয়াদের ব্যাটে। বিশ্বকাপে টানা দুই ম্যাচে সেঞ্চুরি করা একমাত্র ব্যাটারও রিয়াদ। ওয়ানডে ক্যারিয়ারে যে চারটি সেঞ্চুরি করেছেন রিয়াদ, তার সবকটিই আইসিসির ইভেন্টে।

বাংলাদেশের বিশ্বকাপ ইতিহাসে এখন পর্যন্ত ৬টি ব্যক্তিগত শতক দেখেছে ক্রিকেটবিশ্ব। তার মধ্যে রেকর্ড তিনটি ম্যাজিক ফিগার এসেছে রিয়াদের ব্যাট থেকে। এছাড়া দুটি সেঞ্চুরি আছে সাকিব আল হাসানের, মুশফিকুর রহিম করেছেন একটি।

সারাবেলার সংবাদ/ এমএএইচ/ ২৫ অক্টোবর ২০২৩

Facebook Comments Box