ঢাকা ০৭:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ৪ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

বিশ্বকাপে মুশফিকের রেকর্ড

ক্রীড়াঙ্গন ডেস্ক
  • আপডেট সময় : ০৯:০৭:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩ ১৭ বার পঠিত

দেশ সেরা ওপেনার তামিম ইকবাল ও বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ছাড়িয়ে বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে রেকর্ড গড়েছেন মুশফিকুর রহিম।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) ভারতের পুনেতে বিশ্বকাপের স্বাগতিক কোহলিদের মুখোমুখি হয় বাংলাদেশ। এদিন ২৫৬ রান করেও ৭ উইকেটে হেরে যায় টাইগাররা।

এই ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি সাকিব আল হাসান। অধিনায়ক সাকিব না থাকায় সুবিধা হয়েছে মুশফিকুর রহিমের। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক বিশ্বকাপে বাংলাদেশি ক্রিকেটার হিসেবে রেকর্ড ৩৩টি ম্যাচ খেলেন।

মুশফিক থেকে ১ ম্যাচ কম খেলে দ্বিতীয় পজিশনে আছেন সাকিব আল হাসান। ক্রিকেট বিশ্বকাপে সাকিব খেলেছেন ৩২টি ম্যাচ।

বিশ্বকাপের এবারের দলে সুযোগ না পাওয়া তামিম ইকবাল খেলেছেন ২৯টি ম্যাচ। দেশের সাবেক সফল অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা খেলেছেন ২৪টি ম্যাচ।

তবে বিশ্বকাপে রেকর্ড ৪৬টি ম্যাচ খেলেছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিং। ৪৫ ম্যাচ খেলেছেন ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার। বিশ্বকাপে ৪০টি করে ম্যাচ খেলেছেন শ্রীলংকান দুুই লিজেন্ডস মাহেলা জয়াবর্ধনে ও মুত্তিয়া মুরালিধরান।

Facebook Comments Box
ট্যাগস :

বিশ্বকাপে মুশফিকের রেকর্ড

আপডেট সময় : ০৯:০৭:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩

দেশ সেরা ওপেনার তামিম ইকবাল ও বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ছাড়িয়ে বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে রেকর্ড গড়েছেন মুশফিকুর রহিম।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) ভারতের পুনেতে বিশ্বকাপের স্বাগতিক কোহলিদের মুখোমুখি হয় বাংলাদেশ। এদিন ২৫৬ রান করেও ৭ উইকেটে হেরে যায় টাইগাররা।

এই ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি সাকিব আল হাসান। অধিনায়ক সাকিব না থাকায় সুবিধা হয়েছে মুশফিকুর রহিমের। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক বিশ্বকাপে বাংলাদেশি ক্রিকেটার হিসেবে রেকর্ড ৩৩টি ম্যাচ খেলেন।

মুশফিক থেকে ১ ম্যাচ কম খেলে দ্বিতীয় পজিশনে আছেন সাকিব আল হাসান। ক্রিকেট বিশ্বকাপে সাকিব খেলেছেন ৩২টি ম্যাচ।

বিশ্বকাপের এবারের দলে সুযোগ না পাওয়া তামিম ইকবাল খেলেছেন ২৯টি ম্যাচ। দেশের সাবেক সফল অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা খেলেছেন ২৪টি ম্যাচ।

তবে বিশ্বকাপে রেকর্ড ৪৬টি ম্যাচ খেলেছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিং। ৪৫ ম্যাচ খেলেছেন ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার। বিশ্বকাপে ৪০টি করে ম্যাচ খেলেছেন শ্রীলংকান দুুই লিজেন্ডস মাহেলা জয়াবর্ধনে ও মুত্তিয়া মুরালিধরান।

Facebook Comments Box