ঢাকা ১১:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ৪ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আওয়ামী দোসরদের গুরুত্বপূর্ণ পদে রেখে সরকার সফল হবে না: তারেক Logo স্বৈরাচারের হিংস্র থাবা থেকে দেশ এখনও মুক্ত নয়: রিজভী Logo হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারকে যেভাবে ইসরায়েল খুঁজে বের করে হত্যা করেছে Logo সোনারগাঁওয়ে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু Logo সংবাদ প্রকাশের পর বৃদ্ধা মহিলার ঠাই হলো স্বামীর বসত ভিটায় Logo সোনারগাঁয়ে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সরকারি হালট দখল করে বালু ভরাট Logo ‘সংস্কারের ধীর গতি’ ও কাজের গুরুত্ব নির্ধারণ নিয়ে সমালোচনা, কী বলছেন উপদেষ্টারা? Logo আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার বিচার কার্যক্রম শুরু আজ Logo বাড়তে পারে ঈদ ও পূজার সরকারি ছুটি Logo আগামী বছর থেকে আবারও মাধ্যমিকে বিভাগ বিভাজন শুরু

বিশ্বকাপের রোমাঞ্চ শুরু আজ

ক্রীড়াঙ্গন ডেস্ক
  • আপডেট সময় : ০১:১৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩ ৩১ বার পঠিত

বিশ্বকাপ সামনে নিয়ে দশ দলের অধিনায়ক। ছবি : আইসিসি

বিশ্বকাপ ক্রিকেট রোমাঞ্চ শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার। ১০ দলের টুর্নামেন্ট। ১০টি স্টেডিয়াম, ৪৫ দিন, ৪৮ ম্যাচের মহারণ। যেখানে কেউ কাউকে এক বিন্দু ছাড় দিতে নারাজ। বিশ্ব আসরে সেরা ১০টি দলও নিজেদের উজাড় করে দিতে প্রস্তুত। ভক্তরা অপেক্ষায় প্রিয় দলের জন্য গলা ফাটাতে।

ভারতে যাওয়ার আগে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানও বলেছিলেন, ‘আমি তো চাইব সবগুলো ম্যাচ জিততে। জানি জিতব না। এটি ক্রিকেটেরই অবিচ্ছেদ্য অংশ। তবু, স্বপ্ন দেখি।’ প্রতিটি দল সেই স্বপ্নকে সঙ্গী করে সেরা যোদ্ধাদের নিয়েই নামবে সবুজ ময়দানে। ৫০ ওভারে প্রতিপক্ষকে নিঃশেষ করার দৃঢ় প্রত্যয়ে পরিকল্পনা আঁটবেন রণাঙ্গণে এগিয়ে থাকার। ১৯৭৫ সালে শুরু হওয়া বিশ্বকাপের এটি ১৩তম আসর। এবারের বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে ভারতে।

উপমহাদেশের পিচ স্পিনবান্ধব হলেও বিশ্বআসরে পেসাররাও যে হুল ফোঁটাবেন, তা বলার অপেক্ষা রাখে না। বোলারের দুর্দান্ত ইয়র্কারে কখনো ব্যাটারের স্ট্যাম্প ভাঙছে, কখনো সেই বলই চমৎকার কাভার ড্রাইভে ব্যাটার পার করছেন সীমানা। বাউন্সারে কখনো নিজেকে রক্ষা করছেন, কখনো সেই একই বলে চোখধাঁধানো পুল-হুকে বোলারের অবাক চাহনি। থার্ড ম্যানে কোনো ফিল্ডারের অসাধারণ ক্যাচ কিংবা সুদূর বাউন্ডারি লাইন থেকে করা সরাসরি হিটে রানআউট। ম্যাচের গতিপথ পালটে দিতে কেবল একটি মোমেন্টামই যথেষ্ট। আর প্রয়োজন চাপের মুখে মনোবল ধরে রেখে প্রতিপক্ষের আত্মবিশ্বাসে চিঁড় ধরানো।

বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। স্বর্ণযুগের ওয়েস্ট ইন্ডিজ ও সর্বজয়ী অস্ট্রেলিয়া ছাড়া কেউই পারেনি শিরোপা ধরে রাখতে। এখন পর্যন্ত বিশ্বকাপ ঘরে তুলেছে ছয়টি দল। সর্বোচ্চ পাঁচবার জিতেছে অস্ট্রেলিয়া। ওয়েস্ট ইন্ডিজ ও ভারত দুবার করে এবং ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও পাকিস্তান জিতেছে একবার। এখানে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডকে দুর্ভাগা বলতেই হয়। ২০০৭ ও ২০১১ বিশ্বকাপে টানা দুবার শ্রীলঙ্কা এবং ২০১৫ ও ২০১৯ বিশ্বকাপে টানা দুবার রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয় নিউজিল্যান্ডকে। ভারতে প্রথমবার এককভাবে অনুষ্ঠিত হতে চলেছে বিশ্বকাপ। আসরের অন্যতম ফেভারিটও তারা।

কিন্তু, মাঠের খেলায় ফেভারিট শব্দটা শুধুই তাত্ত্বিক। লয়েডের পর একমাত্র অধিনায়ক হিসেবে দুটি বিশ্বকাপ জিতেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি রিকি পন্টিং। পন্টিংয়ের একটি কথা দিয়েই শেষ করা যাক, যে কথাটাই মূলত সর্বজনীন। ‘আমরা শুধু সেরা দলটাকে মাঠে নামানোর চেষ্টা করি। যাতে আমরা জিততে পারি।’ সবাই প্রস্তুত সেরাদের নিয়ে। এবার পালা মাঠের লড়াইয়ের। যে লড়াইয়ে বুঁদ হতে প্রস্তুত পাড়ার গলি থেকে অভিজাত ক্লাবহাউজসহ গোটা ক্রিকেট দুনিয়া।

সারাবেলার সংবাদ/ এমএএইচ/ ৫ অক্টোবর ২০২৩

Facebook Comments Box
ট্যাগস :

বিশ্বকাপের রোমাঞ্চ শুরু আজ

আপডেট সময় : ০১:১৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩

বিশ্বকাপ ক্রিকেট রোমাঞ্চ শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার। ১০ দলের টুর্নামেন্ট। ১০টি স্টেডিয়াম, ৪৫ দিন, ৪৮ ম্যাচের মহারণ। যেখানে কেউ কাউকে এক বিন্দু ছাড় দিতে নারাজ। বিশ্ব আসরে সেরা ১০টি দলও নিজেদের উজাড় করে দিতে প্রস্তুত। ভক্তরা অপেক্ষায় প্রিয় দলের জন্য গলা ফাটাতে।

ভারতে যাওয়ার আগে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানও বলেছিলেন, ‘আমি তো চাইব সবগুলো ম্যাচ জিততে। জানি জিতব না। এটি ক্রিকেটেরই অবিচ্ছেদ্য অংশ। তবু, স্বপ্ন দেখি।’ প্রতিটি দল সেই স্বপ্নকে সঙ্গী করে সেরা যোদ্ধাদের নিয়েই নামবে সবুজ ময়দানে। ৫০ ওভারে প্রতিপক্ষকে নিঃশেষ করার দৃঢ় প্রত্যয়ে পরিকল্পনা আঁটবেন রণাঙ্গণে এগিয়ে থাকার। ১৯৭৫ সালে শুরু হওয়া বিশ্বকাপের এটি ১৩তম আসর। এবারের বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে ভারতে।

উপমহাদেশের পিচ স্পিনবান্ধব হলেও বিশ্বআসরে পেসাররাও যে হুল ফোঁটাবেন, তা বলার অপেক্ষা রাখে না। বোলারের দুর্দান্ত ইয়র্কারে কখনো ব্যাটারের স্ট্যাম্প ভাঙছে, কখনো সেই বলই চমৎকার কাভার ড্রাইভে ব্যাটার পার করছেন সীমানা। বাউন্সারে কখনো নিজেকে রক্ষা করছেন, কখনো সেই একই বলে চোখধাঁধানো পুল-হুকে বোলারের অবাক চাহনি। থার্ড ম্যানে কোনো ফিল্ডারের অসাধারণ ক্যাচ কিংবা সুদূর বাউন্ডারি লাইন থেকে করা সরাসরি হিটে রানআউট। ম্যাচের গতিপথ পালটে দিতে কেবল একটি মোমেন্টামই যথেষ্ট। আর প্রয়োজন চাপের মুখে মনোবল ধরে রেখে প্রতিপক্ষের আত্মবিশ্বাসে চিঁড় ধরানো।

বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। স্বর্ণযুগের ওয়েস্ট ইন্ডিজ ও সর্বজয়ী অস্ট্রেলিয়া ছাড়া কেউই পারেনি শিরোপা ধরে রাখতে। এখন পর্যন্ত বিশ্বকাপ ঘরে তুলেছে ছয়টি দল। সর্বোচ্চ পাঁচবার জিতেছে অস্ট্রেলিয়া। ওয়েস্ট ইন্ডিজ ও ভারত দুবার করে এবং ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও পাকিস্তান জিতেছে একবার। এখানে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডকে দুর্ভাগা বলতেই হয়। ২০০৭ ও ২০১১ বিশ্বকাপে টানা দুবার শ্রীলঙ্কা এবং ২০১৫ ও ২০১৯ বিশ্বকাপে টানা দুবার রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয় নিউজিল্যান্ডকে। ভারতে প্রথমবার এককভাবে অনুষ্ঠিত হতে চলেছে বিশ্বকাপ। আসরের অন্যতম ফেভারিটও তারা।

কিন্তু, মাঠের খেলায় ফেভারিট শব্দটা শুধুই তাত্ত্বিক। লয়েডের পর একমাত্র অধিনায়ক হিসেবে দুটি বিশ্বকাপ জিতেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি রিকি পন্টিং। পন্টিংয়ের একটি কথা দিয়েই শেষ করা যাক, যে কথাটাই মূলত সর্বজনীন। ‘আমরা শুধু সেরা দলটাকে মাঠে নামানোর চেষ্টা করি। যাতে আমরা জিততে পারি।’ সবাই প্রস্তুত সেরাদের নিয়ে। এবার পালা মাঠের লড়াইয়ের। যে লড়াইয়ে বুঁদ হতে প্রস্তুত পাড়ার গলি থেকে অভিজাত ক্লাবহাউজসহ গোটা ক্রিকেট দুনিয়া।

সারাবেলার সংবাদ/ এমএএইচ/ ৫ অক্টোবর ২০২৩

Facebook Comments Box