বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় গঠনের প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে
- আপডেট সময় : ০৫:৫৪:৫০ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪ ৮ বার পঠিত
দেশের বিচার বিভাগের জন্য একটি পৃথক সচিবালয় গঠনের লক্ষ্যে প্রস্তাবনা পাঠানো হয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে।
শনিবার অধস্তন আদালতের বিচারকদের উদ্দেশ্যে বাংলাদেশের ২৫ তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের দেয়া অভিভাষণে পৃথক সচিবালয়ের বিষয়ে পদক্ষেপ গ্রহণের কথা বলা হয়েছিল।
রোববার সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের মতামত নিয়ে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় গঠন সংক্রান্ত প্রস্তাবনাটি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, প্রধান বিচারপতি তার অভিভাষণে বিচার বিভাগের জন্য একটি রোডম্যাপ তুলে ধরেন। যাতে বিচার বিভাগের স্বাধীনতা, স্বতন্ত্রীকরণ ও প্রাতিষ্ঠানিক পৃথকীকরণের বিষয়টি গুরুত্ব পেয়েছে।
শনিবার সুপ্রিম কোর্টের মূল ভবনের ইনার গার্ডেনে বিচারিক আদালতের বিচারকদের উদ্দেশ্যে এ বক্তব্য দেন প্রধান বিচারপতি।