ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

বিচারের দাবিতে এবার রাস্তায় নামলেন সাংবাদিকরা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:৩০:২০ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪ ১৪ বার পঠিত

দেশজুড়ে চলমান কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার ঘটনায় প্রতিবাদ জানাচ্ছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ক্রীড়াঙ্গনও এর বাইরে নয়। আন্দোলনের শুরু থেকেই ক্রিকেটাররা সহিংসতা বন্ধের আহবান জানিয়ে আসছেন। শিক্ষার্থী ও সাধারণ মানুষের ওপর দমন-পীড়নের প্রতিবাদে এবার মাঠে নামলেন ক্রীড়া সাংবাদিকরাও।

আজ শনিবার মিরপুর আজ শনিবার (৩ আগস্ট) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনে ক্রীড়া সাংবাদিকরা মানববন্ধন করেছেন। ‘আমরা ক্রীড়া সাংবাদিক’ ব্যানারে মানববন্ধনে বক্তারা বলেন, দেশে নিরীহ শিক্ষার্থী ও সাধারণ জনতার ওপর যে নৃশংসতা হয়েছে, এর উপযুক্ত বিচার করতে হবে। যে দলের লোকই হোক, নৈরাজ্য সৃষ্টি করে জনমনে আতঙ্ক তৈরি কোনোভাবেই কাম্য নয়।

মানববন্ধনে বক্তারা দেশের তারকা ক্রীড়া ব্যক্তিত্বদের অন্যায়ের প্রতিবাদ করার আহবান জানান। কারণ, এই ক্রীড়া ব্যক্তিত্বদেরকেই লাখ লাখ তরুণ আদর্শ মনে করে। অন্যথায় তাদের বর্জন করার হুঁশিয়ারি উচ্চারণ করেন। একইসঙ্গে সাংবাদিকরা বৈষম্যমুক্ত সমাজের প্রত্যাশাও ব্যক্ত করেন।

Facebook Comments Box
ট্যাগস :

বিচারের দাবিতে এবার রাস্তায় নামলেন সাংবাদিকরা

আপডেট সময় : ০৩:৩০:২০ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪

দেশজুড়ে চলমান কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার ঘটনায় প্রতিবাদ জানাচ্ছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ক্রীড়াঙ্গনও এর বাইরে নয়। আন্দোলনের শুরু থেকেই ক্রিকেটাররা সহিংসতা বন্ধের আহবান জানিয়ে আসছেন। শিক্ষার্থী ও সাধারণ মানুষের ওপর দমন-পীড়নের প্রতিবাদে এবার মাঠে নামলেন ক্রীড়া সাংবাদিকরাও।

আজ শনিবার মিরপুর আজ শনিবার (৩ আগস্ট) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনে ক্রীড়া সাংবাদিকরা মানববন্ধন করেছেন। ‘আমরা ক্রীড়া সাংবাদিক’ ব্যানারে মানববন্ধনে বক্তারা বলেন, দেশে নিরীহ শিক্ষার্থী ও সাধারণ জনতার ওপর যে নৃশংসতা হয়েছে, এর উপযুক্ত বিচার করতে হবে। যে দলের লোকই হোক, নৈরাজ্য সৃষ্টি করে জনমনে আতঙ্ক তৈরি কোনোভাবেই কাম্য নয়।

মানববন্ধনে বক্তারা দেশের তারকা ক্রীড়া ব্যক্তিত্বদের অন্যায়ের প্রতিবাদ করার আহবান জানান। কারণ, এই ক্রীড়া ব্যক্তিত্বদেরকেই লাখ লাখ তরুণ আদর্শ মনে করে। অন্যথায় তাদের বর্জন করার হুঁশিয়ারি উচ্চারণ করেন। একইসঙ্গে সাংবাদিকরা বৈষম্যমুক্ত সমাজের প্রত্যাশাও ব্যক্ত করেন।

Facebook Comments Box