ঢাকা ১২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

বিএফইউজে নির্বাচন ১৯ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
  • আপডেট সময় : ০৬:৩২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪ ২৮ বার পঠিত

ঢাকা : বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাচন আগামী ১৯ অক্টোবর অনুষ্ঠিত হবে। রোববার (৫ মে) জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত বিএফইউজের নির্বাহী পরিষদের সভায় এ সিদ্ধান্ত হয়।

১৯ অক্টোবর ঢাকাসহ ১৪টি অধিভুক্ত ইউনিয়নে একযোগে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বিএফইউজের সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন বিএফইউজের মহাসচিব দীপ আজাদ। সভায় দশম ওয়েজ বোর্ড নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

তথ্য প্রতিমন্ত্রীর বরাত দিয়ে সভায় জানানো হয়, শিগগিরই দশম ওয়েজ বোর্ড গঠিত হবে। এই ওয়েজ বোর্ড রোয়েদাদে সংবাদপত্র, ইলেক্ট্রনিক মিডিয়া ও অনলাইন অন্তর্ভুক্ত করার দাবি সভায় সর্বসম্মতভাবে গৃহীত হয়।

ওয়েজবোর্ড রোয়েদাদ কোন কোন সংবাদপত্র বাস্তবায়ন করেছে সভায় এ সংক্রান্ত তথ্য লিখিত আকারে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে অবহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

আসন্ন বিএফইউজে নির্বাচনকে ঘিরে অনেক প্রার্থী তাদের পদে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন। এখন পর্যন্ত সভাপতি পদে লড়াইয়ে মাঠে আছেন বর্তমান সভাপতি ওমর ফারুক। এ পদে যাদের নাম শোনা যাচ্ছে তারা হচ্ছে, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ এবং ডিইউজের আরেকজন সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক আবু জাফর সূর্য।

অন্যদিকে এবারও মহাসচিব পদে লড়বেন বর্তমান মহাসচিব দীপ আজাদ। ইতিমধ্যে তার সঙ্গে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন বর্তমান কোষাধ্যক্ষ ও বাসসের সিনিয়র সাংবাদিক খায়রুজ্জামান কামাল এবং বঙ্গবন্ধু সাংবাদিক পরিষদের সদস্য সচিব ও বাসসের বিশেষ প্রতিনিধি আবু সাঈদ।

অনেকের মতে, মহাসচিব পদে এবার প্রার্থী হতে পারেন ডিইউজের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ ও ডিইউজের বর্তমান সভাপতি সোহেল হায়দার চৌধুরী। এর বাইরে আর কোনো প্রার্থীর নাম শোনা যাচ্ছে না।

এদিকে কোষাধ্যক্ষ পদে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন তিনজন। তারা হলেন, বিএফইউজের বর্তমান দফতর সম্পাদক সেবীকা রানী, ডিআরইউ’র সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মদ জামাল হোসাইন ও বাসসের সিনিয়র সাংবাদিক অনুপ কুমার খাস্তগীর।

যুগ্ম মহাসচিব পদে নাম শোনা যাচ্ছে বর্তমান যুগ্ম মহাসচিব শেখ মামুনুর রশিদ, বাংলাদেশ পোস্টের সিটি এডিটর ও ঢাকা সাব এডিটর কাউন্সিলের (ডিএসইসি) সাবেক সভাপতি নাসিমা আক্তার সোমা ও ডিইউজের সাবেক যুগ্ম সম্পাদক গাজী জহিরুল ইসলাম।

Facebook Comments Box
ট্যাগস :

বিএফইউজে নির্বাচন ১৯ অক্টোবর

আপডেট সময় : ০৬:৩২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪

ঢাকা : বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাচন আগামী ১৯ অক্টোবর অনুষ্ঠিত হবে। রোববার (৫ মে) জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত বিএফইউজের নির্বাহী পরিষদের সভায় এ সিদ্ধান্ত হয়।

১৯ অক্টোবর ঢাকাসহ ১৪টি অধিভুক্ত ইউনিয়নে একযোগে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বিএফইউজের সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন বিএফইউজের মহাসচিব দীপ আজাদ। সভায় দশম ওয়েজ বোর্ড নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

তথ্য প্রতিমন্ত্রীর বরাত দিয়ে সভায় জানানো হয়, শিগগিরই দশম ওয়েজ বোর্ড গঠিত হবে। এই ওয়েজ বোর্ড রোয়েদাদে সংবাদপত্র, ইলেক্ট্রনিক মিডিয়া ও অনলাইন অন্তর্ভুক্ত করার দাবি সভায় সর্বসম্মতভাবে গৃহীত হয়।

ওয়েজবোর্ড রোয়েদাদ কোন কোন সংবাদপত্র বাস্তবায়ন করেছে সভায় এ সংক্রান্ত তথ্য লিখিত আকারে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে অবহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

আসন্ন বিএফইউজে নির্বাচনকে ঘিরে অনেক প্রার্থী তাদের পদে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন। এখন পর্যন্ত সভাপতি পদে লড়াইয়ে মাঠে আছেন বর্তমান সভাপতি ওমর ফারুক। এ পদে যাদের নাম শোনা যাচ্ছে তারা হচ্ছে, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ এবং ডিইউজের আরেকজন সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক আবু জাফর সূর্য।

অন্যদিকে এবারও মহাসচিব পদে লড়বেন বর্তমান মহাসচিব দীপ আজাদ। ইতিমধ্যে তার সঙ্গে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন বর্তমান কোষাধ্যক্ষ ও বাসসের সিনিয়র সাংবাদিক খায়রুজ্জামান কামাল এবং বঙ্গবন্ধু সাংবাদিক পরিষদের সদস্য সচিব ও বাসসের বিশেষ প্রতিনিধি আবু সাঈদ।

অনেকের মতে, মহাসচিব পদে এবার প্রার্থী হতে পারেন ডিইউজের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ ও ডিইউজের বর্তমান সভাপতি সোহেল হায়দার চৌধুরী। এর বাইরে আর কোনো প্রার্থীর নাম শোনা যাচ্ছে না।

এদিকে কোষাধ্যক্ষ পদে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন তিনজন। তারা হলেন, বিএফইউজের বর্তমান দফতর সম্পাদক সেবীকা রানী, ডিআরইউ’র সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মদ জামাল হোসাইন ও বাসসের সিনিয়র সাংবাদিক অনুপ কুমার খাস্তগীর।

যুগ্ম মহাসচিব পদে নাম শোনা যাচ্ছে বর্তমান যুগ্ম মহাসচিব শেখ মামুনুর রশিদ, বাংলাদেশ পোস্টের সিটি এডিটর ও ঢাকা সাব এডিটর কাউন্সিলের (ডিএসইসি) সাবেক সভাপতি নাসিমা আক্তার সোমা ও ডিইউজের সাবেক যুগ্ম সম্পাদক গাজী জহিরুল ইসলাম।

Facebook Comments Box