ঢাকা ০২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপির নামে ‘চাঁদাবাজি’ দুই নেতার, প্রতিবাদ একাংশের

মাগুরা প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:৫৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪ ৭ বার পঠিত

মাগুরার মহম্মদপুরে উপজেলা বিএনপি দুই নেতার বিরুদ্ধে দলের নামভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে। সেই সঙ্গে লোকজনকে চাঁদাবাজি ও মামলার হুমকির দিয়ে হয়রানি করছেন তারা। এর প্রতিবাদে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং সাধারণ জনতার ব্যানারে মানববন্ধন করেছে দলের একাংশ।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মহম্মদপুর বাজার ট্রাফিক চত্বরে এই মানববন্ধন হয়।

মহম্মদপুর বিএনপির সাবেক সভাপতি (বর্তমান সদস্য) গোলাম আজম সাবু এবং সাবেক সাধারণ সম্পাদক (বর্তমান সদস্য) জাহাঙ্গীর আলম খাঁন বাচ্চু নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মী ও নির্দোলীয় লোজনের মামলার হুমি ও চাঁদাবাজির অভিযোগ তোলা হচ্ছে বলে জানা গেছে।

মানববন্ধনে মহম্মদপুর বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ মৈমূর আলী মৃধা অভিযুক্ত দুই নেতাকে ইঙ্গিত করে বলেন, ‘বিগত ১৫ বছর যারা বিএনপির সঙ্গে থাকে নাই, রাজপথে থাকে নাই, কোনো মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করে নাই, যারা আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে তাদের হাতকে শক্তিশালী করেছে এবং নিজেরা লাভবান হয়েছে; তারা এই সুন্দর বাংলাদেশে আবার একটি বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছেন। দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজিসহ বিভিন্ন দুর্নীতির চেষ্টা করছেন। আমরা সম্মিলিতভাবে এইসব দুর্নীতিবাজদের, সুযোগ সন্ধানীদের, চাঁদাবাজদের প্রতিহত করব।’

মানববন্ধনে উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ মৈমূর আলী মৃধা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মুকুল, জেলা বিএনপির সাবেক সহসভাপতি অধ্যাপক মতিউর রহমান। আরো ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসান হাবীব সোহেল খান, মহিদুল ইসলাম, আখতারুজ্জামান বিল্লা, শরিফুজ্জামান টুকু ও নজরুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক তারিকুল ইসলাম তারা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুজ্জামান মিল্টন, ছাত্রদলের আহ্বায়ক নূর আমিন শিকদার সজিবসহ অন্য নেতাকর্মীরা।

জানতে চাইলে অভিযোগ অস্বীকার করেন মহম্মদপুর বিএনপির বর্তমান সদস্য গোলাম আজম সাবু। তিনি বলেন, ‘১৭ বছর ধরে জুলুম জেল নির্যাতনের শিকার হয়েছি। আজ যারা আমার বিরুদ্ধে অভিযোগ তুলছে, তাদের কাছে আমার প্রশ্ন, তারা কে কবে রাজপথে থেকেছে? আমাকে বিভিন্ন সময় পুলিশি হয়রানিতে পরিবারের সঙ্গে বাড়িতে থাকতে পারিনি। আজ আমার চরিত্র হননের চেষ্টা করা হচ্ছে।’

Facebook Comments Box
ট্যাগস :

বিএনপির নামে ‘চাঁদাবাজি’ দুই নেতার, প্রতিবাদ একাংশের

আপডেট সময় : ০৬:৫৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪

মাগুরার মহম্মদপুরে উপজেলা বিএনপি দুই নেতার বিরুদ্ধে দলের নামভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে। সেই সঙ্গে লোকজনকে চাঁদাবাজি ও মামলার হুমকির দিয়ে হয়রানি করছেন তারা। এর প্রতিবাদে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং সাধারণ জনতার ব্যানারে মানববন্ধন করেছে দলের একাংশ।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মহম্মদপুর বাজার ট্রাফিক চত্বরে এই মানববন্ধন হয়।

মহম্মদপুর বিএনপির সাবেক সভাপতি (বর্তমান সদস্য) গোলাম আজম সাবু এবং সাবেক সাধারণ সম্পাদক (বর্তমান সদস্য) জাহাঙ্গীর আলম খাঁন বাচ্চু নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মী ও নির্দোলীয় লোজনের মামলার হুমি ও চাঁদাবাজির অভিযোগ তোলা হচ্ছে বলে জানা গেছে।

মানববন্ধনে মহম্মদপুর বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ মৈমূর আলী মৃধা অভিযুক্ত দুই নেতাকে ইঙ্গিত করে বলেন, ‘বিগত ১৫ বছর যারা বিএনপির সঙ্গে থাকে নাই, রাজপথে থাকে নাই, কোনো মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করে নাই, যারা আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে তাদের হাতকে শক্তিশালী করেছে এবং নিজেরা লাভবান হয়েছে; তারা এই সুন্দর বাংলাদেশে আবার একটি বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছেন। দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজিসহ বিভিন্ন দুর্নীতির চেষ্টা করছেন। আমরা সম্মিলিতভাবে এইসব দুর্নীতিবাজদের, সুযোগ সন্ধানীদের, চাঁদাবাজদের প্রতিহত করব।’

মানববন্ধনে উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ মৈমূর আলী মৃধা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মুকুল, জেলা বিএনপির সাবেক সহসভাপতি অধ্যাপক মতিউর রহমান। আরো ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসান হাবীব সোহেল খান, মহিদুল ইসলাম, আখতারুজ্জামান বিল্লা, শরিফুজ্জামান টুকু ও নজরুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক তারিকুল ইসলাম তারা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুজ্জামান মিল্টন, ছাত্রদলের আহ্বায়ক নূর আমিন শিকদার সজিবসহ অন্য নেতাকর্মীরা।

জানতে চাইলে অভিযোগ অস্বীকার করেন মহম্মদপুর বিএনপির বর্তমান সদস্য গোলাম আজম সাবু। তিনি বলেন, ‘১৭ বছর ধরে জুলুম জেল নির্যাতনের শিকার হয়েছি। আজ যারা আমার বিরুদ্ধে অভিযোগ তুলছে, তাদের কাছে আমার প্রশ্ন, তারা কে কবে রাজপথে থেকেছে? আমাকে বিভিন্ন সময় পুলিশি হয়রানিতে পরিবারের সঙ্গে বাড়িতে থাকতে পারিনি। আজ আমার চরিত্র হননের চেষ্টা করা হচ্ছে।’

Facebook Comments Box