সংবাদ শিরোনাম :
বিএনপির একটা গ্রুপ নিরীহ মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে : অধ্যাপক রেজাউল করিম
সোনারগাঁও ( নারায়নগন্জ) প্রতিবেদক
- আপডেট সময় : ০১:২৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪ ৬৮ বার পঠিত
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপির সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সকল মামলা প্রত্যাহারের দাবিতে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তায় ট্রাক স্ট্যান্ডে এ জনসভার আয়োজন করা হয়।
নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. শাহ আলম মুকুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসন থেকে চার চার বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও শিল্প প্রতিমন্ত্রী এবং মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী অধ্যাপক মো. রেজাউল করিম।
এ সময় সাবেক মন্ত্রী অধ্যাপক মো. রেজাউল করিম বিএনপির সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সকল মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে তিনি আরো বলেন, সোনারগাঁয়ের প্রতিহিংসার রাজনীতি তিনি চান না। তবে বিএনপির একটা দল সোনারগাঁয়ে হাজার হাজার নিরীহ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে হয়রানী করে আসছে বা নিয়মিত লুটপাট চালিয়ে যাচ্ছে। যার কারণে বিএনপির সুনাম ক্ষুন্ন হচ্ছে। আমরা রাজনীতি করি জনগণের শান্তির লক্ষ্যে।
উক্ত অনুষ্ঠানের সঞ্চালনা করেন সাবেক সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি খন্দকার আবু জাফর চৌধুরী।
এ সভায় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা অর্থ বিষয়ক সম্পাদক মো. আশ্রাফ মোল্লা, উপজেলা বিএনপির সহসভাপতি শফিউদ্দিন ভ‚ঁইয়া, মো. বজলুর রহমান, সাবেক সহসভাপতি অধ্যাপক ইমতিয়াজ বকুল, ফরুক আহমেদ তপন, সাবেক যুগ্ম সম্পাদক গাজী সামসুর রহমান, মো. খোরশেদ আলম ও সনমান্দি ইউনিয়নের সিনিয়র আহবায়ক মো. জিয়াউল হক মোল্লা প্রমূখ।
Facebook Comments Box