ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৬ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইন ফুটো করে ডিজেল চুরি, আটক ৪

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:৫০:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০২৩ ৩০ বার পঠিত

Mahmud Anwar Hossain 10:37 PM (12 minutes ago) to me বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইন ফুটো করে ডিজেল চুরি, আটক ৪ নিজস্ব প্রতিবেদক দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলায়, বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইন ফুটো করে ডিজেল চুরির ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৪ নভেম্বর) ভোরে ৩ নম্বর ফতেজংপুর ইউনিয়নের চক ইসবপুর ফেরোশাডাঙ্গা এলাকায় এই ঘটনা ঘটে। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, শুক্রবার ভোর ৪টার দিকে ভারতের নিয়ন্ত্রণকক্ষের অটোমেটিক সেনসরে পাইপ লাইন লিকেজের সংকেত বেজে উঠে। ৫টার দিকে ঘটনাস্থলে ভিজা মাটি সরিয়ে দেখা যায়, সেখানে একটি নতুন সকেট ও সরু পাইপ লাগানো হয়েছে। এ ঘটনায়, জমির মালিক, সেচ মেশিনের মালিক, প্রতিষ্ঠানের দুইজন লাইনম্যানসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন; চিরিরবন্দরের উত্তর ভবানীপুর (ডাঙ্গারহাট) গ্রামের আলী উদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম (২৭), পাবর্তীপুরের সোনাপুকুর গ্রামের মাজুম আলীর ছেলে মানিক শাহ্ (৪৫), নীলফামারী জেলার সৈয়দপুরের সাশকান্দর গ্রামের তাবির উদ্দিনের ছেলে নজমুল হক (৬৫) ও একই গ্রামের ছলেমান বসু মিয়ার ছেলে আমিনুল ইসলাম (৪৮)। ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইন প্রকল্পের ব্যবস্থাপক প্রবীর হিরা জানান, “অটোমেটিক সেন্সরের মাধ্যমে শুক্রবার ভোর ৪টায় ভারতের নুমালীগড় রিফাইনারি লিমিটেডে ধরা পড়ে যে বাংলাদেশ সীমান্তে পাইপে লিকেজ হয়েছে। প্রথমে ভেবেছিলাম, এটা পাইপ লিকেজের ঘটনা। পরে ৫ টার দিকে পাইপলাইনে ছিদ্র তৈরি করে তেল চুরির ঘটনা ধরা পড়ে।” ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইন প্রকল্পের পরিচালক প্রকৌশলী টিপু সুলতান জানান, “ভারতীয় ও বাংলাদেশি প্রকৌশলরীরা যৌথভাবে পাইপলাইনের ছিদ্র করা অংশ মেরামত করেছেন। চেষ্টা করা হলেও, তেল চুরি করতে পারেনি। চলতি মাসে পাইপলাইনে সর্বশেষ চার হাজার লিটার ডিজেল আমদানি করা হয়েছে। নভেম্বরের মধ্যে আরেক দফায় আবার জ্বালানি আনা হবে।” চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ জানান, “চিহ্নিত স্থানে ছয় ফুট গর্ত খনন করে মূল পাইপলাইন ফুটো করা হয়। ধারণা করা হচ্ছে, ফুটোতে পাইপ লাগিযে তেল চুরি করা হয়েছে।” পাইপলাইন থেকে তেল চুরির ঘটনায় মামলা করেছেন ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইন প্রকল্পের ব্যবস্হাপক প্রবীর হিরা। বাংলাদেশর কৃষিনির্ভর উত্তরাঞ্চলের জেলা সমুহে জ্বালানি সরবরাহ নির্বিঘ্ন করতে, পাইপলাইনের মাধ্যমে জ্বালানি তেল ডিজেল আনতে ভারত-বাংলাদেশ মৈত্রী চুক্তির আওতায় ভারতীয় অর্থায়ন ও কারিগরি সহযোগিতায় দিনাজপুরের পাবর্তীপুরে রেলওয়ে ওয়েল ডিপোতে রিসিভ স্টেশন স্হাপন করা হয়। এই স্টেশনে জ্বালানি তেল গ্রহণ করার জন্য, ভারতের আসামের শিলিগুড়ির নূমালীগড় রিফাইনারি শোধনাগার থেকে পাবর্তীপুর রেলওয়ে ডিপো পর্যন্ত ১৩১ দশমিক ৫৭ কিলোমিটার দীর্ঘ পাইপলাইন স্হাপন করা হয়েছে। এই পাইপলাইনের, বাংলাদেশ অংশে পড়েছে ১২৬ দশমিক ৫৭ কিলোমিটার এবং ভারত অংশে পড়েছে ৫ কিলোমিটার। গত মার্চ মাস থেকে চলতি নভেম্বরের প্রথমার্ধ পর্যন্ত, ৭ বারিএই পাইপলাইনের মাধ্যমে জ্বালানি ডিজেল এসেছে বাংলাদেশের ওয়েল ডিপোতে। Inline image বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইন ফুটো করে ডিজেল চুরি

দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলায়, বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইন ফুটো করে ডিজেল চুরির ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৪ নভেম্বর) ভোরে ৩ নম্বর ফতেজংপুর ইউনিয়নের চক ইসবপুর ফেরোশাডাঙ্গা এলাকায় এই ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, শুক্রবার ভোর ৪টার দিকে ভারতের নিয়ন্ত্রণকক্ষের অটোমেটিক সেনসরে পাইপ লাইন লিকেজের সংকেত বেজে উঠে। ৫টার দিকে ঘটনাস্থলে ভিজা মাটি সরিয়ে দেখা যায়, সেখানে একটি নতুন সকেট ও সরু পাইপ লাগানো হয়েছে।

এ ঘটনায়, জমির মালিক, সেচ মেশিনের মালিক, প্রতিষ্ঠানের দুইজন লাইনম্যানসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন; চিরিরবন্দরের উত্তর ভবানীপুর (ডাঙ্গারহাট) গ্রামের আলী উদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম (২৭), পাবর্তীপুরের সোনাপুকুর গ্রামের মাজুম আলীর ছেলে মানিক শাহ্ (৪৫), নীলফামারী জেলার সৈয়দপুরের সাশকান্দর গ্রামের তাবির উদ্দিনের ছেলে নজমুল হক (৬৫) ও একই গ্রামের ছলেমান বসু মিয়ার ছেলে আমিনুল ইসলাম (৪৮)।

ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইন প্রকল্পের ব্যবস্থাপক প্রবীর হিরা জানান, “অটোমেটিক সেন্সরের মাধ্যমে শুক্রবার ভোর ৪টায় ভারতের নুমালীগড় রিফাইনারি লিমিটেডে ধরা পড়ে যে বাংলাদেশ সীমান্তে পাইপে লিকেজ হয়েছে। প্রথমে ভেবেছিলাম, এটা পাইপ লিকেজের ঘটনা। পরে ৫ টার দিকে পাইপলাইনে ছিদ্র তৈরি করে তেল চুরির ঘটনা ধরা পড়ে।”

ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইন প্রকল্পের পরিচালক প্রকৌশলী টিপু সুলতান জানান, “ভারতীয় ও বাংলাদেশি প্রকৌশলরীরা যৌথভাবে পাইপলাইনের ছিদ্র করা অংশ মেরামত করেছেন। চেষ্টা করা হলেও, তেল চুরি করতে পারেনি। চলতি মাসে পাইপলাইনে সর্বশেষ চার হাজার লিটার ডিজেল আমদানি করা হয়েছে। নভেম্বরের মধ্যে আরেক দফায় আবার জ্বালানি আনা হবে।”

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ জানান, “চিহ্নিত স্থানে ছয় ফুট গর্ত খনন করে মূল পাইপলাইন ফুটো করা হয়। ধারণা করা হচ্ছে, ফুটোতে পাইপ লাগিযে তেল চুরি করা হয়েছে।”

পাইপলাইন থেকে তেল চুরির ঘটনায় মামলা করেছেন ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইন প্রকল্পের ব্যবস্হাপক প্রবীর হিরা।

বাংলাদেশর কৃষিনির্ভর উত্তরাঞ্চলের জেলা সমুহে জ্বালানি সরবরাহ নির্বিঘ্ন করতে, পাইপলাইনের মাধ্যমে জ্বালানি তেল ডিজেল আনতে ভারত-বাংলাদেশ মৈত্রী চুক্তির আওতায় ভারতীয় অর্থায়ন ও কারিগরি সহযোগিতায় দিনাজপুরের পাবর্তীপুরে রেলওয়ে ওয়েল ডিপোতে রিসিভ স্টেশন স্হাপন করা হয়।

এই স্টেশনে জ্বালানি তেল গ্রহণ করার জন্য, ভারতের আসামের শিলিগুড়ির নূমালীগড় রিফাইনারি শোধনাগার থেকে পাবর্তীপুর রেলওয়ে ডিপো পর্যন্ত ১৩১ দশমিক ৫৭ কিলোমিটার দীর্ঘ পাইপলাইন স্হাপন করা হয়েছে। এই পাইপলাইনের, বাংলাদেশ অংশে পড়েছে ১২৬ দশমিক ৫৭ কিলোমিটার এবং ভারত অংশে পড়েছে ৫ কিলোমিটার।

গত মার্চ মাস থেকে চলতি নভেম্বরের প্রথমার্ধ পর্যন্ত, ৭ বারিএই পাইপলাইনের মাধ্যমে জ্বালানি ডিজেল এসেছে বাংলাদেশের ওয়েল ডিপোতে।

Facebook Comments Box
ট্যাগস :

বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইন ফুটো করে ডিজেল চুরি, আটক ৪

আপডেট সময় : ১০:৫০:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০২৩

দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলায়, বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইন ফুটো করে ডিজেল চুরির ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৪ নভেম্বর) ভোরে ৩ নম্বর ফতেজংপুর ইউনিয়নের চক ইসবপুর ফেরোশাডাঙ্গা এলাকায় এই ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, শুক্রবার ভোর ৪টার দিকে ভারতের নিয়ন্ত্রণকক্ষের অটোমেটিক সেনসরে পাইপ লাইন লিকেজের সংকেত বেজে উঠে। ৫টার দিকে ঘটনাস্থলে ভিজা মাটি সরিয়ে দেখা যায়, সেখানে একটি নতুন সকেট ও সরু পাইপ লাগানো হয়েছে।

এ ঘটনায়, জমির মালিক, সেচ মেশিনের মালিক, প্রতিষ্ঠানের দুইজন লাইনম্যানসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন; চিরিরবন্দরের উত্তর ভবানীপুর (ডাঙ্গারহাট) গ্রামের আলী উদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম (২৭), পাবর্তীপুরের সোনাপুকুর গ্রামের মাজুম আলীর ছেলে মানিক শাহ্ (৪৫), নীলফামারী জেলার সৈয়দপুরের সাশকান্দর গ্রামের তাবির উদ্দিনের ছেলে নজমুল হক (৬৫) ও একই গ্রামের ছলেমান বসু মিয়ার ছেলে আমিনুল ইসলাম (৪৮)।

ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইন প্রকল্পের ব্যবস্থাপক প্রবীর হিরা জানান, “অটোমেটিক সেন্সরের মাধ্যমে শুক্রবার ভোর ৪টায় ভারতের নুমালীগড় রিফাইনারি লিমিটেডে ধরা পড়ে যে বাংলাদেশ সীমান্তে পাইপে লিকেজ হয়েছে। প্রথমে ভেবেছিলাম, এটা পাইপ লিকেজের ঘটনা। পরে ৫ টার দিকে পাইপলাইনে ছিদ্র তৈরি করে তেল চুরির ঘটনা ধরা পড়ে।”

ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইন প্রকল্পের পরিচালক প্রকৌশলী টিপু সুলতান জানান, “ভারতীয় ও বাংলাদেশি প্রকৌশলরীরা যৌথভাবে পাইপলাইনের ছিদ্র করা অংশ মেরামত করেছেন। চেষ্টা করা হলেও, তেল চুরি করতে পারেনি। চলতি মাসে পাইপলাইনে সর্বশেষ চার হাজার লিটার ডিজেল আমদানি করা হয়েছে। নভেম্বরের মধ্যে আরেক দফায় আবার জ্বালানি আনা হবে।”

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ জানান, “চিহ্নিত স্থানে ছয় ফুট গর্ত খনন করে মূল পাইপলাইন ফুটো করা হয়। ধারণা করা হচ্ছে, ফুটোতে পাইপ লাগিযে তেল চুরি করা হয়েছে।”

পাইপলাইন থেকে তেল চুরির ঘটনায় মামলা করেছেন ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইন প্রকল্পের ব্যবস্হাপক প্রবীর হিরা।

বাংলাদেশর কৃষিনির্ভর উত্তরাঞ্চলের জেলা সমুহে জ্বালানি সরবরাহ নির্বিঘ্ন করতে, পাইপলাইনের মাধ্যমে জ্বালানি তেল ডিজেল আনতে ভারত-বাংলাদেশ মৈত্রী চুক্তির আওতায় ভারতীয় অর্থায়ন ও কারিগরি সহযোগিতায় দিনাজপুরের পাবর্তীপুরে রেলওয়ে ওয়েল ডিপোতে রিসিভ স্টেশন স্হাপন করা হয়।

এই স্টেশনে জ্বালানি তেল গ্রহণ করার জন্য, ভারতের আসামের শিলিগুড়ির নূমালীগড় রিফাইনারি শোধনাগার থেকে পাবর্তীপুর রেলওয়ে ডিপো পর্যন্ত ১৩১ দশমিক ৫৭ কিলোমিটার দীর্ঘ পাইপলাইন স্হাপন করা হয়েছে। এই পাইপলাইনের, বাংলাদেশ অংশে পড়েছে ১২৬ দশমিক ৫৭ কিলোমিটার এবং ভারত অংশে পড়েছে ৫ কিলোমিটার।

গত মার্চ মাস থেকে চলতি নভেম্বরের প্রথমার্ধ পর্যন্ত, ৭ বারিএই পাইপলাইনের মাধ্যমে জ্বালানি ডিজেল এসেছে বাংলাদেশের ওয়েল ডিপোতে।

Facebook Comments Box