ঢাকা ১২:৪০ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪, ৬ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ ও ভারত যৌথভাবে একুশে ফেব্রুয়ারি পালন করবে বেনাপোল নোম্যান্সল্যান্ডে

বেনাপোল প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:৫২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪ ১৭ বার পঠিত
বাংলাদেশ-ভারত সীমান্তে, বেনাপোল চেকপোস্ট-এর নোম্যান্সল্যান্ডে, যৌথভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করবেন বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক নেতা-কর্মী ও প্রশাসনিক কর্মকর্তারা। এ সময় তারা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন।

এ লক্ষ্যে, মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বেনাপোল-পেট্রাপোল নোম্যান্সল্যান্ডে কাঠ ও বাঁশ দিয়ে অস্থায়ী শহীদ মিনার তৈরি করা হয়েছে।

শহীদ দিবসে, সকাল ১০টায় বাংলাদেশের পক্ষে যশোর-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দীনের নেতৃত্বে ২৫ থেকে ৩০ জন নোম্যান্সল্যান্ডে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন।

অন্যদিকে, ভারতের পক্ষে শ্রদ্ধা জানাবেন, উত্তর চব্বিশ পরগনার বিধায়ক (এমএলএ) শ্রী নারায়ণ গোস্বামীর নেতৃত্বে ২০ জন রাজনৈতিক ব্যক্তিত্ব।

এ উপলক্ষে দুই সীমান্তে বিভিন্ন সংস্থার সদস্যরা নিরাপত্তার দায়িত্বে থাকবেন। বেনাপোল পৌরসভার মেয়র নাসির উদ্দিন জানান, এবার স্বল্প পরিসরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে।

এর আগে, রক্তদান, বই মেলাসহ নানা কর্মসূচিতে এই দিবস পালন করা হয়েছে বেনাপোলে; জানান মেয়র নাসির উদ্দিন।

Facebook Comments Box
ট্যাগস :

বাংলাদেশ ও ভারত যৌথভাবে একুশে ফেব্রুয়ারি পালন করবে বেনাপোল নোম্যান্সল্যান্ডে

আপডেট সময় : ১০:৫২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪
বাংলাদেশ-ভারত সীমান্তে, বেনাপোল চেকপোস্ট-এর নোম্যান্সল্যান্ডে, যৌথভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করবেন বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক নেতা-কর্মী ও প্রশাসনিক কর্মকর্তারা। এ সময় তারা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন।

এ লক্ষ্যে, মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বেনাপোল-পেট্রাপোল নোম্যান্সল্যান্ডে কাঠ ও বাঁশ দিয়ে অস্থায়ী শহীদ মিনার তৈরি করা হয়েছে।

শহীদ দিবসে, সকাল ১০টায় বাংলাদেশের পক্ষে যশোর-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দীনের নেতৃত্বে ২৫ থেকে ৩০ জন নোম্যান্সল্যান্ডে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন।

অন্যদিকে, ভারতের পক্ষে শ্রদ্ধা জানাবেন, উত্তর চব্বিশ পরগনার বিধায়ক (এমএলএ) শ্রী নারায়ণ গোস্বামীর নেতৃত্বে ২০ জন রাজনৈতিক ব্যক্তিত্ব।

এ উপলক্ষে দুই সীমান্তে বিভিন্ন সংস্থার সদস্যরা নিরাপত্তার দায়িত্বে থাকবেন। বেনাপোল পৌরসভার মেয়র নাসির উদ্দিন জানান, এবার স্বল্প পরিসরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে।

এর আগে, রক্তদান, বই মেলাসহ নানা কর্মসূচিতে এই দিবস পালন করা হয়েছে বেনাপোলে; জানান মেয়র নাসির উদ্দিন।

Facebook Comments Box