ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের রেল চলতে দেওয়া হবে না- ফারুক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:৫৯:২১ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪ ৮ বার পঠিত

‘বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের রেল চলতে দেওয়া হবে না’ এমন হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি বলেছেন, বাংলাদেশের ভেতর দিয়ে করিডোর বানিয়ে ভারতের রেল চলতে কখনও দেওয়া হবে না। একই সঙ্গে মোংলা বন্দরে ভারতের জাহাজ ভিড়তে দেওয়া হবে না।

ফারুক বলেন, আওয়ামী লীগ জনমত উপেক্ষা করে বিনা ভোটে ভারতের আশীর্বাদ নিয়ে ক্ষমতায় আছে। আর এখন ভারতের সব আবদার একে একে পূরণ করে চলেছে শেখ হাসিনার সরকার।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে শনিবার রাজধানীর নয়াপল্টনে আয়োজিত সমাবেশে ফারুক এসব কথা বলেন।

খালেদা জিয়ার মুক্তির দাবি করে বিএনপির এই নেতা বলেন, ‘অবৈধ এ সরকার বিএনপি চেয়ারপারসনকে ভয় পায় বলেই মিথ্যা মামলায় বেআইনি রায় দিয়ে আটক করে রেখেছে। সরকার এখন আতঙ্কে ভুগছে। ভারতের পদলেহন করে গদি রক্ষা করতে চায়।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতারাও বক্তব্য দেন। সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন নেতাকর্মীরা।

Facebook Comments Box
ট্যাগস :

বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের রেল চলতে দেওয়া হবে না- ফারুক

আপডেট সময় : ০৬:৫৯:২১ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪

‘বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের রেল চলতে দেওয়া হবে না’ এমন হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি বলেছেন, বাংলাদেশের ভেতর দিয়ে করিডোর বানিয়ে ভারতের রেল চলতে কখনও দেওয়া হবে না। একই সঙ্গে মোংলা বন্দরে ভারতের জাহাজ ভিড়তে দেওয়া হবে না।

ফারুক বলেন, আওয়ামী লীগ জনমত উপেক্ষা করে বিনা ভোটে ভারতের আশীর্বাদ নিয়ে ক্ষমতায় আছে। আর এখন ভারতের সব আবদার একে একে পূরণ করে চলেছে শেখ হাসিনার সরকার।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে শনিবার রাজধানীর নয়াপল্টনে আয়োজিত সমাবেশে ফারুক এসব কথা বলেন।

খালেদা জিয়ার মুক্তির দাবি করে বিএনপির এই নেতা বলেন, ‘অবৈধ এ সরকার বিএনপি চেয়ারপারসনকে ভয় পায় বলেই মিথ্যা মামলায় বেআইনি রায় দিয়ে আটক করে রেখেছে। সরকার এখন আতঙ্কে ভুগছে। ভারতের পদলেহন করে গদি রক্ষা করতে চায়।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতারাও বক্তব্য দেন। সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন নেতাকর্মীরা।

Facebook Comments Box