ঢাকা ০৩:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

বাংলাদেশের খোলা বাজারে প্রতি ডলারের দাম ১২৮ টাকা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:৫৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩ ১৮ বার পঠিত

নির্ধারিত হারে বৈদেশিক মুদ্রা কেনার বিষয়ে বাংলাদেশ ব্যাংক (বিবি) সতর্ক করার পরও, বাণিজিক ব্যাংকগুলোতে ডলার সংকট তীব্রতর হয়েছে। আর, খোলা বাজারে, নির্ধারিত দামের চেয়ে প্রায় ১৫ টাকা বেশি দামে ডলার বিক্রি হচ্ছে। এমন পরিস্থিতিতে, বাংলাদেশের খোলা বাজারে প্রতি ডলারে দাম এখন ১২৮ টাকা পর্যন্ত উঠছে।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা খোলা বাজারে ডলারের এই উচ্চমূল্য সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি।তারা জানিয়েছেন, উচ্চ হারে ডলার লেনদেনের পেছনে থাকা অবৈধ বৈদেশিক মুদ্রা ব্যবসায়ীদের সন্ধান করছে বাংলাদেশ ব্যাংক।

এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক বলেন, “অতিরিক্ত দামে ডলার না কিনতে ব্যাংকগুলোকে কঠোরভাবে সতর্ক করেছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংক রেট উপেক্ষা করে কোনো বাণিজ্যিক ব্যাংক ডলার কিনলে, তাদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংক কঠোর পদক্ষেপ নেবে।”

অন্যদিকে, খোলা বাজারে লাগামহীনভাবে বাড়ছে ডলারের দাম। তিন দিনের ব্যাবধানে খোলা বাজারে ডলার প্রতি দাম বেড়েছে তিন টাকা। শনিবার (১১ নভেম্বর) খোলা বাজারে প্রতি ডলার বিক্রি হয়েছে অন্তত ১২৭ টাকা। এর আগে, বুধবার (৮ নভেম্বর) খোলা বাজারে প্রতি ডলার বিক্রি হয়েছে ১২৪ টাকায়।

মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানের জন্য বাংলাদেশ ব্যাংক ডলারের ক্রয় মূল্য নির্ধারণ করেছে ১১৩ দশমিক ৭৫ টাকা। আর, বিক্রয়মূল্য নির্ধারণ করেছে ১১৫ দশমিক ২৫ টাকা। ত প্রতি, এই দামে কোনো মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান ডলার লেনদেন করছে না। এদিকে, প্রতিষ্ঠানের বাইরে; রাজধানী ঢাকার মতিঝিল, দিলকুশা, পল্টন, ফকিরাপুল এলাকার বিভিন্ন দোকান ও রেস্তোরাঁ থেকে শনিবার ক্রেতারা প্রতি ডলার কিনেছেন ১২৮ টাকা দরে।

এ বিষয়ে বাংলাদেশ মানি চেঞ্জার অ্যাসোসিয়েশনের মহাসচিব হেলাল সিকদার বলেন, “বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত হারে ডলার লেনদেন হচ্ছে না। গ্রাহক আসে এবং ডলার না পেয়ে ফিরে যায়। তারা অবৈধ ব্যবসায়ীদের কাছ থেকে চড়া দামে ডলার কিনতে বাধ্য হয়।”

Facebook Comments Box
ট্যাগস :

বাংলাদেশের খোলা বাজারে প্রতি ডলারের দাম ১২৮ টাকা

আপডেট সময় : ০২:৫৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩

নির্ধারিত হারে বৈদেশিক মুদ্রা কেনার বিষয়ে বাংলাদেশ ব্যাংক (বিবি) সতর্ক করার পরও, বাণিজিক ব্যাংকগুলোতে ডলার সংকট তীব্রতর হয়েছে। আর, খোলা বাজারে, নির্ধারিত দামের চেয়ে প্রায় ১৫ টাকা বেশি দামে ডলার বিক্রি হচ্ছে। এমন পরিস্থিতিতে, বাংলাদেশের খোলা বাজারে প্রতি ডলারে দাম এখন ১২৮ টাকা পর্যন্ত উঠছে।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা খোলা বাজারে ডলারের এই উচ্চমূল্য সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি।তারা জানিয়েছেন, উচ্চ হারে ডলার লেনদেনের পেছনে থাকা অবৈধ বৈদেশিক মুদ্রা ব্যবসায়ীদের সন্ধান করছে বাংলাদেশ ব্যাংক।

এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক বলেন, “অতিরিক্ত দামে ডলার না কিনতে ব্যাংকগুলোকে কঠোরভাবে সতর্ক করেছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংক রেট উপেক্ষা করে কোনো বাণিজ্যিক ব্যাংক ডলার কিনলে, তাদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংক কঠোর পদক্ষেপ নেবে।”

অন্যদিকে, খোলা বাজারে লাগামহীনভাবে বাড়ছে ডলারের দাম। তিন দিনের ব্যাবধানে খোলা বাজারে ডলার প্রতি দাম বেড়েছে তিন টাকা। শনিবার (১১ নভেম্বর) খোলা বাজারে প্রতি ডলার বিক্রি হয়েছে অন্তত ১২৭ টাকা। এর আগে, বুধবার (৮ নভেম্বর) খোলা বাজারে প্রতি ডলার বিক্রি হয়েছে ১২৪ টাকায়।

মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানের জন্য বাংলাদেশ ব্যাংক ডলারের ক্রয় মূল্য নির্ধারণ করেছে ১১৩ দশমিক ৭৫ টাকা। আর, বিক্রয়মূল্য নির্ধারণ করেছে ১১৫ দশমিক ২৫ টাকা। ত প্রতি, এই দামে কোনো মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান ডলার লেনদেন করছে না। এদিকে, প্রতিষ্ঠানের বাইরে; রাজধানী ঢাকার মতিঝিল, দিলকুশা, পল্টন, ফকিরাপুল এলাকার বিভিন্ন দোকান ও রেস্তোরাঁ থেকে শনিবার ক্রেতারা প্রতি ডলার কিনেছেন ১২৮ টাকা দরে।

এ বিষয়ে বাংলাদেশ মানি চেঞ্জার অ্যাসোসিয়েশনের মহাসচিব হেলাল সিকদার বলেন, “বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত হারে ডলার লেনদেন হচ্ছে না। গ্রাহক আসে এবং ডলার না পেয়ে ফিরে যায়। তারা অবৈধ ব্যবসায়ীদের কাছ থেকে চড়া দামে ডলার কিনতে বাধ্য হয়।”

Facebook Comments Box