ঢাকা ০৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশি ট্রলারে মিয়ানমার নৌবাহিনীর গুলি, নিহত ১

সারাবেলা সংবাদ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:০৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪ ৩ বার পঠিত

শাহপরীরদ্বীপ জেটির কাছে মাছ ধরার ট্রলার

কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিনের অদূরে মাছ ধরতে যাওয়া বাংলাদেশি ট্রলার লক্ষ্য করে গুলি বর্ষণ করেছে মিয়ানমারের নৌ বাহিনী। এ ঘটনায় এক জেলে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো দুজন।

বুধবার বিকেলে বঙ্গোপসাগরে বাংলাদেশের মাছ ধরার ট্রলারে হতাহতের এ ঘটনা বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরী।

পরে মিয়ারমারের নৌবাহিনীর সদস্যরা ছয়টি ট্রলারসহ ৫০ থেকে ৬০ জন জেলের সবাইকে আটক করে। তাদের মধ্যে নিহত ও আহতসহ ১১ জনকে তারা ফেরত পাঠিয়েছে।

মি. চৌধুরী জানান, মাছ শিকারে ওই জেলেরা ছয়টি ট্রলার নিয়ে সমুদ্রে যায়। আনুমানিক দুপুর থেকে বিকেলের কোনো একটা সময়ে মিয়ানমারের নৌবাহিনী তাদের ধাওয়া করে গুলি চালাতে শুরু করে। এতে ওই হতাহতের ঘটনা ঘটে।

“ওই ছয়টি বোটে ৫০ থেকে ৬০ জন জেলে থাকতে পারেন। তাদের সবাইকে আটক করা হলেও পরে নিহত ও আহতসহ ১১ জেলেকে ফেরত পাঠানো হয়,” যোগ করেন তিনি।

বৃহস্পতিবার মিয়ানমার নৌবাহিনী বাংলাদেশ কোস্টগার্ডের কাছে একটি নৌকাসহ ওই জেলেদের হস্তান্তর করে। কোস্টগার্ডের তত্ত্বাবধানে নৌকাটি বৃহস্পতিবার দুপুরের দিকে শাহপরীর দ্বীপ জেটিতে অবতরণ করে।

মিয়ানমার কর্তৃপক্ষ বাকি পাঁচটি বোটসহ অন্যান্য জেলেদের ছাড়েনি। তাদেরকে কূটনৈতিক উপায়ে ছাড়িয়ে আনার প্রচেষ্টা চালানো হবে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান আদনান চৌধুরী।

এই জেলেদের বাংলাদেশের সমুদ্রসীমা অতিক্রম করায় গোলাগুলির মুখে পড়েছিল কি না সেটি নিশ্চিত হওয়া যায়নি।

“জেলেদের দাবি তারা বাংলাদেশের সমুদ্রসীমার মধ্যেই ছিল। এসব মাছ ধরার নৌকায় আধুনিক নেভিগেশন সিস্টেম নেই। তবে দীর্ঘদিনের অভিজ্ঞতায় জেলেরা সীমানা সম্পর্কে ধারণা রাখেন। এখন কেন গুলি চালানো হয়েছে সেটা তদন্ত স্বাপেক্ষ বিষয়। এ ব্যাপারে বিস্তারিত তথ্য সংগ্রহ চলছে,” বলছিলেন মি. চৌধুরী।

ট্রলার মালিকদের দাবি, বুধবার দুপুরে সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ পশ্চিমের মৌলভীর শিল নামের বঙ্গোপসাগরের মোহনায় এই ঘটনা ঘটে।

নিহত জেলে ওসমান টেকনাফে শাহপরীর দ্বীপের কোনাপাড়ার বাছা মিয়ার ছেলে বলে জানা গেছে।

Facebook Comments Box
ট্যাগস :

বাংলাদেশি ট্রলারে মিয়ানমার নৌবাহিনীর গুলি, নিহত ১

আপডেট সময় : ০৬:০৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪

কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিনের অদূরে মাছ ধরতে যাওয়া বাংলাদেশি ট্রলার লক্ষ্য করে গুলি বর্ষণ করেছে মিয়ানমারের নৌ বাহিনী। এ ঘটনায় এক জেলে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো দুজন।

বুধবার বিকেলে বঙ্গোপসাগরে বাংলাদেশের মাছ ধরার ট্রলারে হতাহতের এ ঘটনা বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরী।

পরে মিয়ারমারের নৌবাহিনীর সদস্যরা ছয়টি ট্রলারসহ ৫০ থেকে ৬০ জন জেলের সবাইকে আটক করে। তাদের মধ্যে নিহত ও আহতসহ ১১ জনকে তারা ফেরত পাঠিয়েছে।

মি. চৌধুরী জানান, মাছ শিকারে ওই জেলেরা ছয়টি ট্রলার নিয়ে সমুদ্রে যায়। আনুমানিক দুপুর থেকে বিকেলের কোনো একটা সময়ে মিয়ানমারের নৌবাহিনী তাদের ধাওয়া করে গুলি চালাতে শুরু করে। এতে ওই হতাহতের ঘটনা ঘটে।

“ওই ছয়টি বোটে ৫০ থেকে ৬০ জন জেলে থাকতে পারেন। তাদের সবাইকে আটক করা হলেও পরে নিহত ও আহতসহ ১১ জেলেকে ফেরত পাঠানো হয়,” যোগ করেন তিনি।

বৃহস্পতিবার মিয়ানমার নৌবাহিনী বাংলাদেশ কোস্টগার্ডের কাছে একটি নৌকাসহ ওই জেলেদের হস্তান্তর করে। কোস্টগার্ডের তত্ত্বাবধানে নৌকাটি বৃহস্পতিবার দুপুরের দিকে শাহপরীর দ্বীপ জেটিতে অবতরণ করে।

মিয়ানমার কর্তৃপক্ষ বাকি পাঁচটি বোটসহ অন্যান্য জেলেদের ছাড়েনি। তাদেরকে কূটনৈতিক উপায়ে ছাড়িয়ে আনার প্রচেষ্টা চালানো হবে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান আদনান চৌধুরী।

এই জেলেদের বাংলাদেশের সমুদ্রসীমা অতিক্রম করায় গোলাগুলির মুখে পড়েছিল কি না সেটি নিশ্চিত হওয়া যায়নি।

“জেলেদের দাবি তারা বাংলাদেশের সমুদ্রসীমার মধ্যেই ছিল। এসব মাছ ধরার নৌকায় আধুনিক নেভিগেশন সিস্টেম নেই। তবে দীর্ঘদিনের অভিজ্ঞতায় জেলেরা সীমানা সম্পর্কে ধারণা রাখেন। এখন কেন গুলি চালানো হয়েছে সেটা তদন্ত স্বাপেক্ষ বিষয়। এ ব্যাপারে বিস্তারিত তথ্য সংগ্রহ চলছে,” বলছিলেন মি. চৌধুরী।

ট্রলার মালিকদের দাবি, বুধবার দুপুরে সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ পশ্চিমের মৌলভীর শিল নামের বঙ্গোপসাগরের মোহনায় এই ঘটনা ঘটে।

নিহত জেলে ওসমান টেকনাফে শাহপরীর দ্বীপের কোনাপাড়ার বাছা মিয়ার ছেলে বলে জানা গেছে।

Facebook Comments Box