ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব স্থগিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:০৭:৪২ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪ ৩ বার পঠিত

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবার সোবহান এবং তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব ৩০ দিনের জন্য স্থগিত করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

রোববার বিএফআইইউ এই নির্দেশনা জারি করে দেশের সব বাণিজ্যিক ব্যাংককে চিঠি পাঠায়।

বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে জমি দখল, অর্থপাচার এবং কর ফাঁকির অভিযোগ ওঠায় সিআইডি এবং এনবিআর এ নিয়ে অনুসন্ধান শুরু করে। তারমধ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়।

চিঠিতে আহমেদ আকবার সোবহান ছাড়াও তার চার ছেলে সাদাত সোবহান, সায়েম সোবহান আনভীর, সাফিয়াত সোবহান এবং সাফওয়ান সোবহানসহ পরিবারের অন্য সদস্যদের নাম উল্লেখ করে তাদের ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেয়া হয়েছে।

ব্যাংকগুলোর কাছে তাদের সব ধরনের ব্যক্তিগত ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের হালনাগাদ লেনদেন, চলমান ঋণ এবং লকারের তথ্য দুই কর্মদিবসের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

এছাড়া তাদের ব্যাংক হিসাব থেকে কোনো অর্থ উত্তোলন বা স্থানান্তর নিষিদ্ধ থাকবে, তবে অর্থ জমা দেওয়ার সুযোগ থাকবে।

Facebook Comments Box
ট্যাগস :

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব স্থগিত

আপডেট সময় : ০৬:০৭:৪২ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবার সোবহান এবং তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব ৩০ দিনের জন্য স্থগিত করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

রোববার বিএফআইইউ এই নির্দেশনা জারি করে দেশের সব বাণিজ্যিক ব্যাংককে চিঠি পাঠায়।

বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে জমি দখল, অর্থপাচার এবং কর ফাঁকির অভিযোগ ওঠায় সিআইডি এবং এনবিআর এ নিয়ে অনুসন্ধান শুরু করে। তারমধ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়।

চিঠিতে আহমেদ আকবার সোবহান ছাড়াও তার চার ছেলে সাদাত সোবহান, সায়েম সোবহান আনভীর, সাফিয়াত সোবহান এবং সাফওয়ান সোবহানসহ পরিবারের অন্য সদস্যদের নাম উল্লেখ করে তাদের ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেয়া হয়েছে।

ব্যাংকগুলোর কাছে তাদের সব ধরনের ব্যক্তিগত ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের হালনাগাদ লেনদেন, চলমান ঋণ এবং লকারের তথ্য দুই কর্মদিবসের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

এছাড়া তাদের ব্যাংক হিসাব থেকে কোনো অর্থ উত্তোলন বা স্থানান্তর নিষিদ্ধ থাকবে, তবে অর্থ জমা দেওয়ার সুযোগ থাকবে।

Facebook Comments Box