ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

বসতঘরে ঢুকে স্বামী-স্ত্রীকে কুপিয়ে হত্যা

চট্টগ্রাম প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:৫৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩ ২৫ বার পঠিত

রাঙ্গুনিয়ায় বসতঘরে ঢুকে স্বামী-স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় তাদের ছেলে গুরুতর আহত হন। সোমবার রাত ১০টার দিকে উপজেলার সরফভাটা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড ছৈয়দুরখীল গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- স্বামী আমির হোসেন (৬৫) ও তার স্ত্রী জুলেখা বেগম (৫৫)। আহত হয়েছেন তাদের ছেলে জসিম উদ্দিন (৩৫)। আমির পেশায় একজন কৃষক। আহত জসিম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় ইউপি সদস্য আবদুল মোনাফ বলেন, রাত ১০টার দিকে ধারালো অস্ত্র হাতে একদল সন্ত্রাসী ছৈয়দুরখীল গ্রামের আমির হোসেনের বাড়িতে হামলা চালায়। পরে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। আমিরকে বাঁচাতে তার স্ত্রী জুলেখা ও ছেলে জসিম এগিয়ে এলে তাদেরও কুপিয়ে গুরুতর জখম করা হয়। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। মঙ্গলবার ভোরে স্বামী আমির হোসেন এবং দুপুরে স্ত্রী জুলেখা মারা যান।

সরফভাটা ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে সরফভাটার চিহ্নিত কিছু সন্ত্রাসী গ্রুপের কারণে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি হয়েছে। তারা স্থানীয়দের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায়, একাধিক ডাকাতি এবং হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়ে চলছে। তাদের অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ। প্রশাসনকে বারবার অবহিত করার পরও তারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। এই সন্ত্রাসী গ্রুপকে আইনের আওতায় আনা দরকার।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার এসআই মো. মোবারক বলেন, সন্ত্রাসীরা পূর্ব বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। পাহাড়ি এলাকায় হওয়ায় এখানে সন্ত্রাসীদের আনাগোনা বেশি। পুলিশ জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে।

সারাবেলার সংবাদ/ এমএএইচ/ ৩১ অক্টোবর ২০২৩

 

Facebook Comments Box
ট্যাগস :

বসতঘরে ঢুকে স্বামী-স্ত্রীকে কুপিয়ে হত্যা

আপডেট সময় : ০৫:৫৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩

রাঙ্গুনিয়ায় বসতঘরে ঢুকে স্বামী-স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় তাদের ছেলে গুরুতর আহত হন। সোমবার রাত ১০টার দিকে উপজেলার সরফভাটা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড ছৈয়দুরখীল গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- স্বামী আমির হোসেন (৬৫) ও তার স্ত্রী জুলেখা বেগম (৫৫)। আহত হয়েছেন তাদের ছেলে জসিম উদ্দিন (৩৫)। আমির পেশায় একজন কৃষক। আহত জসিম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় ইউপি সদস্য আবদুল মোনাফ বলেন, রাত ১০টার দিকে ধারালো অস্ত্র হাতে একদল সন্ত্রাসী ছৈয়দুরখীল গ্রামের আমির হোসেনের বাড়িতে হামলা চালায়। পরে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। আমিরকে বাঁচাতে তার স্ত্রী জুলেখা ও ছেলে জসিম এগিয়ে এলে তাদেরও কুপিয়ে গুরুতর জখম করা হয়। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। মঙ্গলবার ভোরে স্বামী আমির হোসেন এবং দুপুরে স্ত্রী জুলেখা মারা যান।

সরফভাটা ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে সরফভাটার চিহ্নিত কিছু সন্ত্রাসী গ্রুপের কারণে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি হয়েছে। তারা স্থানীয়দের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায়, একাধিক ডাকাতি এবং হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়ে চলছে। তাদের অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ। প্রশাসনকে বারবার অবহিত করার পরও তারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। এই সন্ত্রাসী গ্রুপকে আইনের আওতায় আনা দরকার।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার এসআই মো. মোবারক বলেন, সন্ত্রাসীরা পূর্ব বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। পাহাড়ি এলাকায় হওয়ায় এখানে সন্ত্রাসীদের আনাগোনা বেশি। পুলিশ জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে।

সারাবেলার সংবাদ/ এমএএইচ/ ৩১ অক্টোবর ২০২৩

 

Facebook Comments Box