ঢাকা ০১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo পাবনার সাঁথিয়ায় নছিমন চালকের মরদেহ উদ্ধার Logo পুলিশ সদস্য ও তার স্ত্রীর বিরুদ্ধে যুবককে অপরহরণ অভিযোগ সাঁথিয়ায় Logo হত্যাচেষ্টায় দৈনিক জনবাণীর সম্পাদকসহ ৪ সাংবাদিকের ওপর হামলা Logo সোনারগাঁয়ে শীর্তাতদের মাঝে কম্বল বিতরন Logo রাত হলেই আকণ্ঠ মদ্যপান, নেশাগ্রস্ত হয়ে পড়েছিলেন কেন? নিজেই জানালেন আমির খান Logo র‌্যাঙ্কিংয়ে নিজের সেরা অবস্থানে মাহেদি, ৮৫ ধাপ উন্নতি জাকেরের Logo পর্যটকদের গাড়িতে লাফ দিয়ে উঠল সিংহী, ঝাঁপিয়ে পড়ল যাত্রীদের উপর! Logo হাসিনার প্রত্যর্পণ চেয়ে চিঠি: আইনি দিক খতিয়ে দেখেই ঢাকাকে জবাব, সিদ্ধান্ত নয়াদিল্লির Logo ইজতেমার মাঠে বর্বর হামলার প্রতিবাদে সোনারগাঁওয়ে বিক্ষোভ মিছিল Logo সৈয়দপুরে স্বামীর হাতে স্ত্রী খুন

বগুড়ায় বিক্ষোভে পু‌লিশের টিয়া‌র‌শেল ও রাবার বু‌লেট, পুলিশ বক্সে আগুন

বগুড়া প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:৪২:০৭ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪ ২৩ বার পঠিত

ছবি সংগৃহিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা বিক্ষোভ কর্মসূচি চলাকালে বগুড়ায় পুলিশের সঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট নিক্ষেপের পাশাপাশি শহরের সাতমাথায় অব‌স্থিত পু‌লিশ ব‌ক্সে আগুন দি‌য়ে‌ছে। পুলিশ দাবি করেছে, আন্দোলনের মধ্যে দুর্বৃত্তরা প্রবেশ করে সহিংসতা এবং পুলিশ বক্সে আগুন দিয়েছে।

কর্মসূচিতে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ, সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ, সরকারি মহিলা কলেজ, বগুড়া জিলা স্কুল, বগুড়া সরকারি কলেজ, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, আমর্ড পুলিশ ব্যাটালিয়ন স্কুল অ্যান্ড কলেজ ও বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটসহ বিভিন্ন প্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানান, শনিবার (৩ আগস্ট) দুপুর আড়াইটার দিকে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় অবস্থান নিতে থাকেন। কর্মসূচিতে অভিভাবকরাও অংশ নেন। ফলে শহরের ভেতর যান চলাচল বন্ধ হয়ে যায়। অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় মার্কেটসহ দোকান বন্ধ করে দেন দোকানিরা। বিকেল সাড়ে ৩টার পর আন্দোলনকারীরা নবাববাড়ী রোডে দিকে অগ্রসর হতে শুরু করেন। এসময় পুলিশ তাদের দিকে টিয়ারশেল নিক্ষেপ করে। আন্দোলনকারী শিক্ষার্থীরাও পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ  করে।

এ সময় আন্দোলনকারীদের একাংশ শহরের জলেশ্বরীতলা এলাকার দিকে অবস্থান নেয়। সেখানেও পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট ছুঁড়লে আন্দোলনকারী শিক্ষার্থীরা ঘটনাস্থল ত্যাগ করে।

বগুড়ার পুলিশ সুপার জা‌কির হাসান ব‌লেন, আন্দোলনকারী শিক্ষার্থীরা সাতমাথায় অব‌স্থিত পু‌লিশ ব‌ক্সে আগুন দি‌য়ে‌ছে। আন্দোলনকারীদের প্রধান টা‌র্গেট পু‌লিশ। তারা পু‌লিশ‌কে লক্ষ্য ক‌রেই ইটপাট‌কেল নি‌ক্ষেপ কর‌ছে।

Facebook Comments Box
ট্যাগস :

বগুড়ায় বিক্ষোভে পু‌লিশের টিয়া‌র‌শেল ও রাবার বু‌লেট, পুলিশ বক্সে আগুন

আপডেট সময় : ০৭:৪২:০৭ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা বিক্ষোভ কর্মসূচি চলাকালে বগুড়ায় পুলিশের সঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট নিক্ষেপের পাশাপাশি শহরের সাতমাথায় অব‌স্থিত পু‌লিশ ব‌ক্সে আগুন দি‌য়ে‌ছে। পুলিশ দাবি করেছে, আন্দোলনের মধ্যে দুর্বৃত্তরা প্রবেশ করে সহিংসতা এবং পুলিশ বক্সে আগুন দিয়েছে।

কর্মসূচিতে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ, সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ, সরকারি মহিলা কলেজ, বগুড়া জিলা স্কুল, বগুড়া সরকারি কলেজ, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, আমর্ড পুলিশ ব্যাটালিয়ন স্কুল অ্যান্ড কলেজ ও বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটসহ বিভিন্ন প্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানান, শনিবার (৩ আগস্ট) দুপুর আড়াইটার দিকে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় অবস্থান নিতে থাকেন। কর্মসূচিতে অভিভাবকরাও অংশ নেন। ফলে শহরের ভেতর যান চলাচল বন্ধ হয়ে যায়। অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় মার্কেটসহ দোকান বন্ধ করে দেন দোকানিরা। বিকেল সাড়ে ৩টার পর আন্দোলনকারীরা নবাববাড়ী রোডে দিকে অগ্রসর হতে শুরু করেন। এসময় পুলিশ তাদের দিকে টিয়ারশেল নিক্ষেপ করে। আন্দোলনকারী শিক্ষার্থীরাও পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ  করে।

এ সময় আন্দোলনকারীদের একাংশ শহরের জলেশ্বরীতলা এলাকার দিকে অবস্থান নেয়। সেখানেও পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট ছুঁড়লে আন্দোলনকারী শিক্ষার্থীরা ঘটনাস্থল ত্যাগ করে।

বগুড়ার পুলিশ সুপার জা‌কির হাসান ব‌লেন, আন্দোলনকারী শিক্ষার্থীরা সাতমাথায় অব‌স্থিত পু‌লিশ ব‌ক্সে আগুন দি‌য়ে‌ছে। আন্দোলনকারীদের প্রধান টা‌র্গেট পু‌লিশ। তারা পু‌লিশ‌কে লক্ষ্য ক‌রেই ইটপাট‌কেল নি‌ক্ষেপ কর‌ছে।

Facebook Comments Box