ঢাকা ০৪:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

দেড় দশকে বাংলাদেশের অগ্রগতি বিশ্বে উদাহরণ

সারাবেলা সংবাদ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৫৩:২৮ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩ ৬০ বার পঠিত

প্রায় গত দেড় দশক ধরে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের ধারাবাহিক সফলতার ভূয়সী প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান কংগ্রেসম্যান অ্যান্ড্রু গারবারিনো। শুক্রবার (১৮ আগস্ট) যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। অনুষ্ঠানটির আয়োজন করেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরা।

গত দেড় দশকে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করে অ্যান্ড্রু গারবারিনো বলেন, বাংলাদেশের এই অভাবনীয় উন্নতি পুরো বিশ্বের জন্য উদাহরণ হতে পারে। গত দেড় দশকে বাংলাদেশ যে সাফল্য দেখিয়েছে তা অর্জনের জন্য অন্যান্য দেশের চেষ্টা করা উচিত।

>> ব্রিকসে যোগ দিতে পারছে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, অর্থনীতিতে বাংলাদেশের প্রবৃদ্ধি, জ্বালানি সংকট মোকাবিলায় সফলতা, অবকাঠামো উন্নয়ন এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে তার যে ভূমিকা তা অন্যান্য দেশগুলোর জন্য অনুকরণীয় হবে।

সন্ত্রাসবাদ ও চরমপন্থা মোকাবিলায় বাংলাদেশের উল্লেখযোগ্য সাফল্য রয়েছে বলেও গুরুত্বারোপ করেন অ্যান্ড্রু।

রিপাবলিকান এই কংগ্রেসম্যানের আলোচনায় গুরুত্ব পায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। অ্যান্ড্রু বলেন, জানুয়ারিতে বাংলাদেশের জাতীয় নির্বাচন হওয়ার কথা।

>> শেখ হাসিনাকে দুর্বল করলে ক্ষতি সবার : নয়া দিল্লি

নির্বাচনী প্রক্রিয়া একটি স্বাধীন কমিশনের হাতে তুলে দিয়েছেন শেখ হাসিনা। যাতে করে কমিশন একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারে এবং তা যেন আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে গ্রহণযোগ্য হয়।

সারাবেলার সংবাদ/ জেডআরসি/ ১৯ আগস্ট ২০২৩

Facebook Comments Box

দেড় দশকে বাংলাদেশের অগ্রগতি বিশ্বে উদাহরণ

আপডেট সময় : ০৩:৫৩:২৮ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩

প্রায় গত দেড় দশক ধরে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের ধারাবাহিক সফলতার ভূয়সী প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান কংগ্রেসম্যান অ্যান্ড্রু গারবারিনো। শুক্রবার (১৮ আগস্ট) যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। অনুষ্ঠানটির আয়োজন করেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরা।

গত দেড় দশকে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করে অ্যান্ড্রু গারবারিনো বলেন, বাংলাদেশের এই অভাবনীয় উন্নতি পুরো বিশ্বের জন্য উদাহরণ হতে পারে। গত দেড় দশকে বাংলাদেশ যে সাফল্য দেখিয়েছে তা অর্জনের জন্য অন্যান্য দেশের চেষ্টা করা উচিত।

>> ব্রিকসে যোগ দিতে পারছে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, অর্থনীতিতে বাংলাদেশের প্রবৃদ্ধি, জ্বালানি সংকট মোকাবিলায় সফলতা, অবকাঠামো উন্নয়ন এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে তার যে ভূমিকা তা অন্যান্য দেশগুলোর জন্য অনুকরণীয় হবে।

সন্ত্রাসবাদ ও চরমপন্থা মোকাবিলায় বাংলাদেশের উল্লেখযোগ্য সাফল্য রয়েছে বলেও গুরুত্বারোপ করেন অ্যান্ড্রু।

রিপাবলিকান এই কংগ্রেসম্যানের আলোচনায় গুরুত্ব পায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। অ্যান্ড্রু বলেন, জানুয়ারিতে বাংলাদেশের জাতীয় নির্বাচন হওয়ার কথা।

>> শেখ হাসিনাকে দুর্বল করলে ক্ষতি সবার : নয়া দিল্লি

নির্বাচনী প্রক্রিয়া একটি স্বাধীন কমিশনের হাতে তুলে দিয়েছেন শেখ হাসিনা। যাতে করে কমিশন একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারে এবং তা যেন আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে গ্রহণযোগ্য হয়।

সারাবেলার সংবাদ/ জেডআরসি/ ১৯ আগস্ট ২০২৩

Facebook Comments Box