ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

প্রহসনের নির্বাচন হতে যাচ্ছে’ দাবি করে সরে দাঁড়ালেন জাপার প্রার্থী

বরিশাল ব্যুরো:
  • আপডেট সময় : ১০:৫০:৩১ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩ ৪৮ বার পঠিত

জাতীয় পার্টি ইকবাল হোসেন তাপস আজ রোববার নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন

বরিশাল-৫ (সদর) ও বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে জাতীয় পার্টি (জাপা) থেকে মনোনয়ন পেয়েছিলেন ইকবাল হোসেন তাপস। করেছিলেন জনসংযোগও। তবে, ভোটগ্রহণের মাত্র এক সপ্তাহ আগে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বৈধ এই প্রার্থী। তার দাবি, ৭ জানুয়ারি প্রহসনের নির্বাচন হতে যাচ্ছে।

নগরীর একটি কমিউনিটি সেন্টারে রোববার (৩১ ডিসেম্বর) সকালে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তাপস।

জাপার এই প্রার্থী বলেন, নির্বাচন কমিশন বলছে, তারা নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন করতে বদ্ধপরিকর। কিন্তু, কর্ম ও অন্যান্য আচারণে মনে হচ্ছে তারা একটি দল ও সরকার দ্বারা নিয়ন্ত্রিত।

তাপস তার বক্তব্যে দাবি করেন, সরকার ১৪ দল এবং অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে কিছু সিট ঘুষ দিয়ে নির্বাচনি বৈতরণী পার হয়ে যেতে চাচ্ছে। সবকিছু মিলে আমার কাছে মনে হচ্ছে, ৭ জানুয়ারি আবারও একটি প্রহসনের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
তাপস বলেন, আসন্ন নির্বাচনে সাধারণ মানুষের কোনো সংশ্লিষ্টতা নেই। আছে একটি দল ও কিছু মানুষের। তারাই এই নির্বাচনে অংশ নিতে যাচ্ছে। তাই সার্বিক বিবেচনায় আমাদের নেতাকর্মীদের মনে হয়েছে, এই নির্বাচনে অংশ না নেওয়াই উত্তম। তাই সবার সামনে বলতে চাই, আগামী ৭ জানুয়ারির নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।
Facebook Comments Box
ট্যাগস :

প্রহসনের নির্বাচন হতে যাচ্ছে’ দাবি করে সরে দাঁড়ালেন জাপার প্রার্থী

আপডেট সময় : ১০:৫০:৩১ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩
বরিশাল-৫ (সদর) ও বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে জাতীয় পার্টি (জাপা) থেকে মনোনয়ন পেয়েছিলেন ইকবাল হোসেন তাপস। করেছিলেন জনসংযোগও। তবে, ভোটগ্রহণের মাত্র এক সপ্তাহ আগে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বৈধ এই প্রার্থী। তার দাবি, ৭ জানুয়ারি প্রহসনের নির্বাচন হতে যাচ্ছে।

নগরীর একটি কমিউনিটি সেন্টারে রোববার (৩১ ডিসেম্বর) সকালে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তাপস।

জাপার এই প্রার্থী বলেন, নির্বাচন কমিশন বলছে, তারা নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন করতে বদ্ধপরিকর। কিন্তু, কর্ম ও অন্যান্য আচারণে মনে হচ্ছে তারা একটি দল ও সরকার দ্বারা নিয়ন্ত্রিত।

তাপস তার বক্তব্যে দাবি করেন, সরকার ১৪ দল এবং অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে কিছু সিট ঘুষ দিয়ে নির্বাচনি বৈতরণী পার হয়ে যেতে চাচ্ছে। সবকিছু মিলে আমার কাছে মনে হচ্ছে, ৭ জানুয়ারি আবারও একটি প্রহসনের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
তাপস বলেন, আসন্ন নির্বাচনে সাধারণ মানুষের কোনো সংশ্লিষ্টতা নেই। আছে একটি দল ও কিছু মানুষের। তারাই এই নির্বাচনে অংশ নিতে যাচ্ছে। তাই সার্বিক বিবেচনায় আমাদের নেতাকর্মীদের মনে হয়েছে, এই নির্বাচনে অংশ না নেওয়াই উত্তম। তাই সবার সামনে বলতে চাই, আগামী ৭ জানুয়ারির নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।
Facebook Comments Box