ঢাকা ০৭:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ৪ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

প্রধানমন্ত্রীর সঙ্গে রোনালদিনহোর সৌজন্য সাক্ষাৎ

ক্রীড়াঙ্গন ডেস্ক
  • আপডেট সময় : ১০:১৬:১৪ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩ ৪৭ বার পঠিত

প্রধানমন্ত্রীর সঙ্গে রোনালদিনহোর সৌজন্য সাক্ষাৎ

সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে এসেছেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো। সাড়ে ৮ ঘন্টা তিনি বাংলাদেশে থাকবেন। সংক্ষিপ্ত সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ২০০২ বিশ্বকাপজয়ী এই ফুটবলার। এসময় প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানাও উপস্থিত ছিলেন।

বুধবার (১৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এই সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। এসময় প্রধানমন্ত্রীকে নিজের স্বাক্ষর সম্বলিত ব্রাজিলের জার্সি উপহার দেন রোনালদিনহো। আর রোনালদিনহোকে নৌকা প্রতীক উপহার দেন প্রধানমন্ত্রী। এসময় উপস্থিত ছিলেন ভারতীয় স্পোর্টস প্রোমোটর শতদ্রু দত্ত।

এর আগে, দুপুর সাড়ে ৩টায় কলকাতা থেকে ঢাকায় এসে পৌঁছান রোনালদিনহো। এরপরই বিশ্রাম নেওয়ার জন্য চলে যান সরাসরি হোটেল রেডিসনে। সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে ফের হোটেলে ফিরে গেছেন রোনালদিনহো। সেখানে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছেন তিনি। এরপরই সাংবাদিকদের সামনে হাজির হওয়ার কথা তার।

জানা গেছে, অনুষ্ঠানে উপস্থিত আছেন পুরুষ ও নারী জাতীয় দলের দুই অধিনায়ক জামাল ভূঁইয়া ও সাবিনা খাতুন। তাদের সঙ্গে র‍্যাডিসনে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালও। তামিম যে ব্রাজিলের একনিষ্ঠ সমর্থক তা বিভিন্ন সময়েই জানিয়েছেন। তাই এই তারকা ক্রিকেটারকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।

অবশ্য সংক্ষিপ্ত সফর বলেই জনসাধারণের সুযোগ নেই রোনালদিনহোর সঙ্গে দেখা করার। আর এই কারণেই খুব বেশি উন্মাদনাও নেই বাংলাদেশের কোটি ব্রাজিলিয়ান সমর্থকের মধ্যেও। এর আগে কাতার বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ এক দিনের সফরে বাংলাদেশে এসেছিলেন। সেসময়ও সর্বসাধারণ তার সঙ্গে দেখা করতে পারেনি।

সারাবেলার সংবাদ/ এমএএইচ/ ১৮ অক্টোবর ২০২৩

Facebook Comments Box
ট্যাগস :

প্রধানমন্ত্রীর সঙ্গে রোনালদিনহোর সৌজন্য সাক্ষাৎ

আপডেট সময় : ১০:১৬:১৪ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩

সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে এসেছেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো। সাড়ে ৮ ঘন্টা তিনি বাংলাদেশে থাকবেন। সংক্ষিপ্ত সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ২০০২ বিশ্বকাপজয়ী এই ফুটবলার। এসময় প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানাও উপস্থিত ছিলেন।

বুধবার (১৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এই সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। এসময় প্রধানমন্ত্রীকে নিজের স্বাক্ষর সম্বলিত ব্রাজিলের জার্সি উপহার দেন রোনালদিনহো। আর রোনালদিনহোকে নৌকা প্রতীক উপহার দেন প্রধানমন্ত্রী। এসময় উপস্থিত ছিলেন ভারতীয় স্পোর্টস প্রোমোটর শতদ্রু দত্ত।

এর আগে, দুপুর সাড়ে ৩টায় কলকাতা থেকে ঢাকায় এসে পৌঁছান রোনালদিনহো। এরপরই বিশ্রাম নেওয়ার জন্য চলে যান সরাসরি হোটেল রেডিসনে। সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে ফের হোটেলে ফিরে গেছেন রোনালদিনহো। সেখানে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছেন তিনি। এরপরই সাংবাদিকদের সামনে হাজির হওয়ার কথা তার।

জানা গেছে, অনুষ্ঠানে উপস্থিত আছেন পুরুষ ও নারী জাতীয় দলের দুই অধিনায়ক জামাল ভূঁইয়া ও সাবিনা খাতুন। তাদের সঙ্গে র‍্যাডিসনে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালও। তামিম যে ব্রাজিলের একনিষ্ঠ সমর্থক তা বিভিন্ন সময়েই জানিয়েছেন। তাই এই তারকা ক্রিকেটারকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।

অবশ্য সংক্ষিপ্ত সফর বলেই জনসাধারণের সুযোগ নেই রোনালদিনহোর সঙ্গে দেখা করার। আর এই কারণেই খুব বেশি উন্মাদনাও নেই বাংলাদেশের কোটি ব্রাজিলিয়ান সমর্থকের মধ্যেও। এর আগে কাতার বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ এক দিনের সফরে বাংলাদেশে এসেছিলেন। সেসময়ও সর্বসাধারণ তার সঙ্গে দেখা করতে পারেনি।

সারাবেলার সংবাদ/ এমএএইচ/ ১৮ অক্টোবর ২০২৩

Facebook Comments Box