ঢাকা ০৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর জনসভায় প্রতিপক্ষের হামলায় পংকজ নাথের কর্মী নিহতের অভিযোগ

বরিশাল ব্যুরো
  • আপডেট সময় : ০৯:৫৬:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩ ৭৮ বার পঠিত

বিকেলে বঙ্গবন্ধু উদ্যানে প্রধানমন্ত্রীর সমাবেশ শুরুর আগে এ সংঘর্ষ হয়

বরিশালে বঙ্গবন্ধু উদ্যানে প্রধানমন্ত্রী জনসভার আগে বরিশাল-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী পংকজ নাথের মিছিলে প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছেন।

নিহত সিরাজুল ইসলাম সিকদার (৫৫) মেহেন্দীগঞ্জ উপজেলার গুয়াবাড়ী ইউনিয়নের বাসিন্দা ছিলেন।

তিনি গুয়াবাড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড কৃষক লীগ সভাপতি এবং স্বতন্ত্র প্রার্থী পংকজ নাথের সমর্থক ছিলেন বলে জানা গেছে।

পংকজ নাথ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আওয়ামী লীগ মনোনীত শাম্মী আহম্মেদের লোকদের হামলায় আমার ৩৫ নেতাকর্মী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে সিরাজুল ইসলাম মারা গেছে। তাকে পিটিয়ে আহত করা হয়। হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার কালাম বলেন, ‘নিহত সিরাজুল ইসলাম সিকদারকে হাসপাতালে গুরুতর আহত অবস্থায় আনা হয়। ভর্তি হওয়ার পর তার মৃত্যু হয়েছে।’

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাম্মী আহম্মেদের নির্বাচনী সমন্বয়ক সৈয়দ মনির বলেন, ‘পংকজ নাথের অনুসারীরা জনসভায় বিশৃঙ্খলা করে। এ সময় তারা আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করে। সে সময় সিরাজুল ইসলাম পড়ে যান। পরে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।’

মনির আরও বলেন, ‘বিশৃঙ্খলার সময় পুলিশ লাঠিচার্জ করলে কয়েকজন আহত হয়েছে।’

পুলিশ কমিশনার মো. জিহাদুল কবির বলেন, ‘জনসভার মধ্যে বিশৃঙ্খলা হয়েছে। একসময় সিরাজুল অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। তিনি হামলা বা আঘাতে মারা গেছেন বলে চিকিৎসকরা জানাননি। তবুও তদন্ত অব্যাহত রেখেছি।’

এ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাম্মী আহম্মেদের প্রার্থিতা বাতিলে ইসির আদেশ এখনো বহাল আছে। যদিও প্রার্থিতা ফিরে পেতে ইতোমধ্যে শাম্মী আপিল বিভাগে ৩টি পৃথক আবেদন করেছেন।

Facebook Comments Box
ট্যাগস :

প্রধানমন্ত্রীর জনসভায় প্রতিপক্ষের হামলায় পংকজ নাথের কর্মী নিহতের অভিযোগ

আপডেট সময় : ০৯:৫৬:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩

বরিশালে বঙ্গবন্ধু উদ্যানে প্রধানমন্ত্রী জনসভার আগে বরিশাল-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী পংকজ নাথের মিছিলে প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছেন।

নিহত সিরাজুল ইসলাম সিকদার (৫৫) মেহেন্দীগঞ্জ উপজেলার গুয়াবাড়ী ইউনিয়নের বাসিন্দা ছিলেন।

তিনি গুয়াবাড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড কৃষক লীগ সভাপতি এবং স্বতন্ত্র প্রার্থী পংকজ নাথের সমর্থক ছিলেন বলে জানা গেছে।

পংকজ নাথ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আওয়ামী লীগ মনোনীত শাম্মী আহম্মেদের লোকদের হামলায় আমার ৩৫ নেতাকর্মী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে সিরাজুল ইসলাম মারা গেছে। তাকে পিটিয়ে আহত করা হয়। হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার কালাম বলেন, ‘নিহত সিরাজুল ইসলাম সিকদারকে হাসপাতালে গুরুতর আহত অবস্থায় আনা হয়। ভর্তি হওয়ার পর তার মৃত্যু হয়েছে।’

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাম্মী আহম্মেদের নির্বাচনী সমন্বয়ক সৈয়দ মনির বলেন, ‘পংকজ নাথের অনুসারীরা জনসভায় বিশৃঙ্খলা করে। এ সময় তারা আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করে। সে সময় সিরাজুল ইসলাম পড়ে যান। পরে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।’

মনির আরও বলেন, ‘বিশৃঙ্খলার সময় পুলিশ লাঠিচার্জ করলে কয়েকজন আহত হয়েছে।’

পুলিশ কমিশনার মো. জিহাদুল কবির বলেন, ‘জনসভার মধ্যে বিশৃঙ্খলা হয়েছে। একসময় সিরাজুল অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। তিনি হামলা বা আঘাতে মারা গেছেন বলে চিকিৎসকরা জানাননি। তবুও তদন্ত অব্যাহত রেখেছি।’

এ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাম্মী আহম্মেদের প্রার্থিতা বাতিলে ইসির আদেশ এখনো বহাল আছে। যদিও প্রার্থিতা ফিরে পেতে ইতোমধ্যে শাম্মী আপিল বিভাগে ৩টি পৃথক আবেদন করেছেন।

Facebook Comments Box