ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

দুদকের মামলা পৌরসভার সাবেক নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে

সারাবেলা সংবাদ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:০৩:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪ ২৭ বার পঠিত

নড়াইল পৌরসভার সাবেক নির্বাহী কর্মকর্তা মো. লালু সরদারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপন করায় দুদক সমন্বিত কার্যালয় যশোরের উপসহকারী পরিচালক সাদিয়া সুলতানা বৃহস্পতিবার দুদক কার্যালয়ে এ মামলা করেন।

লালু সরদারের বিরুদ্ধে ৩৫ লাখ ২২ হাজার টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন এবং ৩২ লাখ ৫৭ হাজার ৫৩৪ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। লালু সরদার নড়াইলের লোহাগড়া উপজেলার চরকরফা গ্রামের নওশের সরদারের ছেলে। বর্তমানে তিনি খুলনার পাইকাগাছা পৌরসভার নির্বাহী কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, লালু সরদার ২০১২ সালের ২ জানুয়ারি নড়াইল পৌরসভায় প্রশাসনিক কর্মকর্তা পদে যোগদান করেন। ২০২১ সালে তিনি পৌর নির্বাহী কর্মকর্তা হিসাবে পদোন্নতি লাভ করেন। ওই বছরের ২ ডিসেম্বর দুদক প্রধান কার্যালয় পরিচালিত অভিযানে লালু সরদারসহ কয়েকজনের বিরুদ্ধে পৌরসভার ৫০ লাখ টাকা আত্মসাতের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। পরে দুদক এনফোর্সমেন্ট টিম এ বিষয়ে প্রকাশ্য অনুসন্ধানের জন্য সুপারিশ করে।

দুদক যশোর সমন্বিত কার্যালয়ের উপপরিচালক মো. আল-আমিন বলেন, মামলাটি তদন্তের জন্য ইতোমধ্যে কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। তদন্ত কার্যক্রমও শুরু হয়েছে।

Facebook Comments Box
ট্যাগস :

দুদকের মামলা পৌরসভার সাবেক নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে

আপডেট সময় : ১২:০৩:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪

নড়াইল পৌরসভার সাবেক নির্বাহী কর্মকর্তা মো. লালু সরদারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপন করায় দুদক সমন্বিত কার্যালয় যশোরের উপসহকারী পরিচালক সাদিয়া সুলতানা বৃহস্পতিবার দুদক কার্যালয়ে এ মামলা করেন।

লালু সরদারের বিরুদ্ধে ৩৫ লাখ ২২ হাজার টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন এবং ৩২ লাখ ৫৭ হাজার ৫৩৪ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। লালু সরদার নড়াইলের লোহাগড়া উপজেলার চরকরফা গ্রামের নওশের সরদারের ছেলে। বর্তমানে তিনি খুলনার পাইকাগাছা পৌরসভার নির্বাহী কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, লালু সরদার ২০১২ সালের ২ জানুয়ারি নড়াইল পৌরসভায় প্রশাসনিক কর্মকর্তা পদে যোগদান করেন। ২০২১ সালে তিনি পৌর নির্বাহী কর্মকর্তা হিসাবে পদোন্নতি লাভ করেন। ওই বছরের ২ ডিসেম্বর দুদক প্রধান কার্যালয় পরিচালিত অভিযানে লালু সরদারসহ কয়েকজনের বিরুদ্ধে পৌরসভার ৫০ লাখ টাকা আত্মসাতের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। পরে দুদক এনফোর্সমেন্ট টিম এ বিষয়ে প্রকাশ্য অনুসন্ধানের জন্য সুপারিশ করে।

দুদক যশোর সমন্বিত কার্যালয়ের উপপরিচালক মো. আল-আমিন বলেন, মামলাটি তদন্তের জন্য ইতোমধ্যে কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। তদন্ত কার্যক্রমও শুরু হয়েছে।

Facebook Comments Box