ঢাকা ১১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

পেশি শক্তি দেখালে তাৎক্ষণিক ভোটগ্রহণ বন্ধ : সিইসি

চট্টগ্রাম ব্যুরো
  • আপডেট সময় : ০৮:৫২:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩ ৫২ বার পঠিত

চট্টগ্রামের পিটিআই মিলনায়তনে আজ মঙ্গলবার দুপুরে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আগের রাতে ভোট হয়ে যাবে যে কথা বলা হয়েছে, এটি এবার কোনভাবে সম্ভব হবে না। নির্বাচনে পেশিশক্তির উদ্ভব হলে তাৎক্ষণিকভাবে ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হবে। নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের এ বিষয়ে আশ্বস্ত করা হয়েছে। কেউ কেউ হয়তো এতে আশ্বস্ত নাও হতে পারেন।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রামের পিটিআই মিলনায়তনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন কাজী হাবিবুল আউয়াল।

এসময় নির্বাচন কমিশনের সচিব মো. জাহাংগীর আলম, বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম, জেলা প্রশাসক আবুল বাসার মো. ফখরুজ্জামান, ডিআইজি নুরে আলম মিনা, পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়সহ মাঠ প্রশাসনের কর্মকর্তারা বক্তব্য দেন।

সিইসি আরও বলেন, নির্বাচনে অংশ নেওয়া প্রার্থী ও ভোটারদের কেউ কেউ বলছেন, আপনারা যেখানে ভোট দেন ভোট জায়গা মতো চলে যাবে। এমন কথাগুলো ইচ্ছাকৃত অপ্রচার ও ভ্রান্ত ধারণা। ভোট যেখানে দেন সেখানেই থাকবে। আরেক জায়গায় চলে যাবার কোন সম্ভাবনা নেই। সেটি ১০০ শতাংশ নিশ্চিত করা হবে।

প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, এবার সকালে ব্যালট বাক্স কেন্দ্রে পাঠানো হবে। স্বচ্ছ বাক্সগুলো পোলিং কর্মকর্তারা তা দেখে নিশ্চিত হয়ে ভোট শুরু করবেন।

এর আগে চট্টগ্রাম জেলার ১৬টি সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। এসময় বেশ কয়েকজন প্রার্থী তাদের এলাকায় অস্থিতিশীল পরিস্থিতির অভিযোগ করে সিইসির পদক্ষেপ চান।

নগরীর এলজিইডি ভবন মিলনায়তনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম। সভায় অংশগ্রহণকারী প্রার্থীদের বেশির ভাগের অভিযোগ ছিল, নিজ নিজ এলাকায় ইতোমধ্যেই বেশ কিছু সহিংস ঘটনা সংঘটিত হয়েছে। এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে কমিশনকে কঠোর পদক্ষেপ নিতে আহ্বান জানান প্রার্থীরা।

চট্টগ্রাম-১ আসনের স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দীন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহাবুবুর রহমান ও তার বাবা সংসদীয় কমিটি সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন পতাকা ব্যবহার করে আচরণবিধি লঙ্ঘন ও স্বতন্ত্র প্রার্থীদের কর্মীদের মারধরসহ নানা ঘটনা তুলে ধরেন।

মতবিনিময় সভা শেষে সিইসি যোগ দেন জেলার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাথে। এখানে দিকনির্দেশনামূলক বক্তব্য শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন সিইসি।

Facebook Comments Box
ট্যাগস :

পেশি শক্তি দেখালে তাৎক্ষণিক ভোটগ্রহণ বন্ধ : সিইসি

আপডেট সময় : ০৮:৫২:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আগের রাতে ভোট হয়ে যাবে যে কথা বলা হয়েছে, এটি এবার কোনভাবে সম্ভব হবে না। নির্বাচনে পেশিশক্তির উদ্ভব হলে তাৎক্ষণিকভাবে ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হবে। নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের এ বিষয়ে আশ্বস্ত করা হয়েছে। কেউ কেউ হয়তো এতে আশ্বস্ত নাও হতে পারেন।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রামের পিটিআই মিলনায়তনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন কাজী হাবিবুল আউয়াল।

এসময় নির্বাচন কমিশনের সচিব মো. জাহাংগীর আলম, বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম, জেলা প্রশাসক আবুল বাসার মো. ফখরুজ্জামান, ডিআইজি নুরে আলম মিনা, পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়সহ মাঠ প্রশাসনের কর্মকর্তারা বক্তব্য দেন।

সিইসি আরও বলেন, নির্বাচনে অংশ নেওয়া প্রার্থী ও ভোটারদের কেউ কেউ বলছেন, আপনারা যেখানে ভোট দেন ভোট জায়গা মতো চলে যাবে। এমন কথাগুলো ইচ্ছাকৃত অপ্রচার ও ভ্রান্ত ধারণা। ভোট যেখানে দেন সেখানেই থাকবে। আরেক জায়গায় চলে যাবার কোন সম্ভাবনা নেই। সেটি ১০০ শতাংশ নিশ্চিত করা হবে।

প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, এবার সকালে ব্যালট বাক্স কেন্দ্রে পাঠানো হবে। স্বচ্ছ বাক্সগুলো পোলিং কর্মকর্তারা তা দেখে নিশ্চিত হয়ে ভোট শুরু করবেন।

এর আগে চট্টগ্রাম জেলার ১৬টি সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। এসময় বেশ কয়েকজন প্রার্থী তাদের এলাকায় অস্থিতিশীল পরিস্থিতির অভিযোগ করে সিইসির পদক্ষেপ চান।

নগরীর এলজিইডি ভবন মিলনায়তনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম। সভায় অংশগ্রহণকারী প্রার্থীদের বেশির ভাগের অভিযোগ ছিল, নিজ নিজ এলাকায় ইতোমধ্যেই বেশ কিছু সহিংস ঘটনা সংঘটিত হয়েছে। এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে কমিশনকে কঠোর পদক্ষেপ নিতে আহ্বান জানান প্রার্থীরা।

চট্টগ্রাম-১ আসনের স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দীন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহাবুবুর রহমান ও তার বাবা সংসদীয় কমিটি সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন পতাকা ব্যবহার করে আচরণবিধি লঙ্ঘন ও স্বতন্ত্র প্রার্থীদের কর্মীদের মারধরসহ নানা ঘটনা তুলে ধরেন।

মতবিনিময় সভা শেষে সিইসি যোগ দেন জেলার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাথে। এখানে দিকনির্দেশনামূলক বক্তব্য শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন সিইসি।

Facebook Comments Box