ঢাকা ০৯:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ৪ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:২৭:০৮ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩ ১৬ বার পঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

দেশের বাজারে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার (১১ ডিসেম্বর) মন্ত্রিপরিষদের বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক হয়।

বৈঠক শেষে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব জানান, যারা পেঁয়াজের অযৌক্তিক দাম নির্ধারণ করছে তাদের ব্যাপারে নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রশাসনকে তাদের ব্যাপারে কঠোর হতে বলেছেন এবং আইনের আওতায় আনার নির্দেশনা দিয়েছেন।

গত ৮ ডিসেম্বর পেঁয়াজ রপ্তানি আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধের আদেশ জারি করে ভারত। এ খবর প্রকাশের পর দেশের বাজারে পেঁয়াজের দাম অস্বাভাবিক গতিতে বাড়তে থাকে। ওইদিনই পেঁয়াজের দাম কেজিতে ৬০ থেকে ৮০ টাকা বেড়ে যায়।
Facebook Comments Box
ট্যাগস :

পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর

আপডেট সময় : ১০:২৭:০৮ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩
দেশের বাজারে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার (১১ ডিসেম্বর) মন্ত্রিপরিষদের বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক হয়।

বৈঠক শেষে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব জানান, যারা পেঁয়াজের অযৌক্তিক দাম নির্ধারণ করছে তাদের ব্যাপারে নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রশাসনকে তাদের ব্যাপারে কঠোর হতে বলেছেন এবং আইনের আওতায় আনার নির্দেশনা দিয়েছেন।

গত ৮ ডিসেম্বর পেঁয়াজ রপ্তানি আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধের আদেশ জারি করে ভারত। এ খবর প্রকাশের পর দেশের বাজারে পেঁয়াজের দাম অস্বাভাবিক গতিতে বাড়তে থাকে। ওইদিনই পেঁয়াজের দাম কেজিতে ৬০ থেকে ৮০ টাকা বেড়ে যায়।
Facebook Comments Box