ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ৪ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আওয়ামী দোসরদের গুরুত্বপূর্ণ পদে রেখে সরকার সফল হবে না: তারেক Logo স্বৈরাচারের হিংস্র থাবা থেকে দেশ এখনও মুক্ত নয়: রিজভী Logo হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারকে যেভাবে ইসরায়েল খুঁজে বের করে হত্যা করেছে Logo সোনারগাঁওয়ে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু Logo সংবাদ প্রকাশের পর বৃদ্ধা মহিলার ঠাই হলো স্বামীর বসত ভিটায় Logo সোনারগাঁয়ে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সরকারি হালট দখল করে বালু ভরাট Logo ‘সংস্কারের ধীর গতি’ ও কাজের গুরুত্ব নির্ধারণ নিয়ে সমালোচনা, কী বলছেন উপদেষ্টারা? Logo আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার বিচার কার্যক্রম শুরু আজ Logo বাড়তে পারে ঈদ ও পূজার সরকারি ছুটি Logo আগামী বছর থেকে আবারও মাধ্যমিকে বিভাগ বিভাজন শুরু

পুলিশকে সত্যের পক্ষে দাঁড়ানোর আহ্বান রিজভীর

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:১২:১৩ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ ২৪ বার পঠিত

ছবি সংগৃহিত

পুলিশকে সত্যের পক্ষে এবং মিথ্যার বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘যুবলীগ-ছাত্রলীগ যা করছে পুলিশও তাই করছে। সেভাবেই পুলিশকে গড়ে তুলেছে শেখ হাসিনার সরকার।

সোমবার রাজধানীর খিলগাঁও তালতলায় প্রচণ্ড তাপপ্রবাহে সাধারণ মানুষের মাঝে বিশুদ্ধ খাবার পানি, স্যালাইন ও লিফলেট বিতরণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। ২৩নং ওয়ার্ড বিএনপি আয়োজিত এ কর্মসূচিতে আরও অংশ নেন কেন্দ্রীয় নেতা শিরিন সুলতানা, ডা. রফিকূল ইসলাম, মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক, রামপুরা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক নীলুফার ইয়াসমীন নীলু, বিএনপি নেতা আমিনুল ইসলাম, আনোয়ারুজ্জামান আনোয়ার, ভিপি এজিএম শামসুল ইসলাম, হাজী মোহাম্মদ ইউসুফ, এবিএমএ আব্দুর রাজ্জাক প্রমুখ।

রিজভী বলেন, ‘রোববার ডিএমপির সাবেক কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া বলেছেন, গত বছরের ২৮ অক্টোবর যদি ডিএমপি সফল না হতো, তাহলে গণতন্ত্র বিপন্ন হতো ও দেশের চলমান উন্নয়ন কর্মকাণ্ড মারাত্মকভাবে ব্যাহত হতো।’ দেখুন সেইদিন ১০ থেকে ১৫ লাখের বেশি মানুষ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হাজির হয়েছিল। সেখানে আওয়ামী লীগের সাবেক একজন মেয়রের নেতৃত্বে কিছু সন্ত্রাসীকে ওই মহাসমাবেশ দিয়ে যাওয়ার অনুমতি দেয়। একটা ছুতা দিয়ে এতবড় একটি শান্তিপূর্ণ সমাবেশ পণ্ড করা হলো।’

রিজভী বলেন, প্রধানমন্ত্রী বেনজীর আহমেদ, আসাদুজ্জামানদের ব্যবহার করেছেন ক্ষমতা আঁকড়ে রাখতে। বেনজীরের মতো অবস্থা সাবেক পুলিশ কমিশনার আসাদুজ্জামানেরও হতে পারে।

উন্নয়নের নামে সরকার গোটা দেশকে বিষাক্ত গ্যাস চেম্বারে পরিণত করেছে উল্লেখ করে তিনি বলেন, সরকার গোটা দেশের মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিতে চায়। তীব্র দাবদাহে স্কুল শিক্ষার্থীসহ ১৭ জন মারা গেছে।

তিনি আরও বলেন, ‘সেদিন একজন সাংবাদিক ও যুবদল নেতাকে হত্যা করা হয়। এটাকেই আসাদুজ্জামান গণতন্ত্র রক্ষার ধারাবাহিকতা বলছেন। এই কথাগুলো হিটলার ও মসোলিনীর পুলিশরাও বলত। আসলে যেখানেই একদলীয় শাসন, সেখানকার পুলিশই এই ধরনের কথা বলে। এখন পুলিশ, যুবলীগ ও ছাত্রলীগ একাকার।’

রিজভী বলেন, ‘এভাবেই শেখ হাসিনা পুলিশ বাহিনী গড়ে তুলেছেন। এত বড় একটি জনসমাবেশকে তারা পণ্ড করেছে। সেখানে তারা তাণ্ডব চালিয়েছে, গুলি করেছে, সাউন্ডবোমা নিক্ষেপ করেছে, হত্যাযজ্ঞ চালিয়েছে, এর কৃতিত্ব নেন আওয়ামীমনা পুলিশ কমিশনার আসাদুজ্জামানরা।’ তিনি বলেন, আসাদুজ্জামানদের বলব, আপনারা একটু সত্যের পথে আসুন, মিথ্যা বিরুদ্ধে দাঁড়ান।

রিজভী বলেন, ‘এই আওয়ামী লীগ আমলেই পুলিশ সদস্যরা গুম-খুন করার কাজ করেছেন। তাদের দিয়েই একতরফা ভোট করিয়েছে, জোর করে ব্যালট বাক্স ভর্তি করেছে। স্বেচ্ছায় স্বীকৃতি দিচ্ছেন আপনারা অন্যায় করেছেন। এই পাপের জবাবদিহি করতেই হবে। কে কী করেছেন তার রেকর্ড জনগণ রাখছে। কী করে একটি গণতান্ত্রিক আন্দোলনকে পুলিশ পায়ের বুট দিয়ে পদদলিত করছে, সেটা নিয়ে গর্ব করছেন-এটা হবে না। মানুষ ফুসে ওঠবে।’

Facebook Comments Box
ট্যাগস :

পুলিশকে সত্যের পক্ষে দাঁড়ানোর আহ্বান রিজভীর

আপডেট সময় : ১০:১২:১৩ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

পুলিশকে সত্যের পক্ষে এবং মিথ্যার বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘যুবলীগ-ছাত্রলীগ যা করছে পুলিশও তাই করছে। সেভাবেই পুলিশকে গড়ে তুলেছে শেখ হাসিনার সরকার।

সোমবার রাজধানীর খিলগাঁও তালতলায় প্রচণ্ড তাপপ্রবাহে সাধারণ মানুষের মাঝে বিশুদ্ধ খাবার পানি, স্যালাইন ও লিফলেট বিতরণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। ২৩নং ওয়ার্ড বিএনপি আয়োজিত এ কর্মসূচিতে আরও অংশ নেন কেন্দ্রীয় নেতা শিরিন সুলতানা, ডা. রফিকূল ইসলাম, মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক, রামপুরা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক নীলুফার ইয়াসমীন নীলু, বিএনপি নেতা আমিনুল ইসলাম, আনোয়ারুজ্জামান আনোয়ার, ভিপি এজিএম শামসুল ইসলাম, হাজী মোহাম্মদ ইউসুফ, এবিএমএ আব্দুর রাজ্জাক প্রমুখ।

রিজভী বলেন, ‘রোববার ডিএমপির সাবেক কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া বলেছেন, গত বছরের ২৮ অক্টোবর যদি ডিএমপি সফল না হতো, তাহলে গণতন্ত্র বিপন্ন হতো ও দেশের চলমান উন্নয়ন কর্মকাণ্ড মারাত্মকভাবে ব্যাহত হতো।’ দেখুন সেইদিন ১০ থেকে ১৫ লাখের বেশি মানুষ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হাজির হয়েছিল। সেখানে আওয়ামী লীগের সাবেক একজন মেয়রের নেতৃত্বে কিছু সন্ত্রাসীকে ওই মহাসমাবেশ দিয়ে যাওয়ার অনুমতি দেয়। একটা ছুতা দিয়ে এতবড় একটি শান্তিপূর্ণ সমাবেশ পণ্ড করা হলো।’

রিজভী বলেন, প্রধানমন্ত্রী বেনজীর আহমেদ, আসাদুজ্জামানদের ব্যবহার করেছেন ক্ষমতা আঁকড়ে রাখতে। বেনজীরের মতো অবস্থা সাবেক পুলিশ কমিশনার আসাদুজ্জামানেরও হতে পারে।

উন্নয়নের নামে সরকার গোটা দেশকে বিষাক্ত গ্যাস চেম্বারে পরিণত করেছে উল্লেখ করে তিনি বলেন, সরকার গোটা দেশের মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিতে চায়। তীব্র দাবদাহে স্কুল শিক্ষার্থীসহ ১৭ জন মারা গেছে।

তিনি আরও বলেন, ‘সেদিন একজন সাংবাদিক ও যুবদল নেতাকে হত্যা করা হয়। এটাকেই আসাদুজ্জামান গণতন্ত্র রক্ষার ধারাবাহিকতা বলছেন। এই কথাগুলো হিটলার ও মসোলিনীর পুলিশরাও বলত। আসলে যেখানেই একদলীয় শাসন, সেখানকার পুলিশই এই ধরনের কথা বলে। এখন পুলিশ, যুবলীগ ও ছাত্রলীগ একাকার।’

রিজভী বলেন, ‘এভাবেই শেখ হাসিনা পুলিশ বাহিনী গড়ে তুলেছেন। এত বড় একটি জনসমাবেশকে তারা পণ্ড করেছে। সেখানে তারা তাণ্ডব চালিয়েছে, গুলি করেছে, সাউন্ডবোমা নিক্ষেপ করেছে, হত্যাযজ্ঞ চালিয়েছে, এর কৃতিত্ব নেন আওয়ামীমনা পুলিশ কমিশনার আসাদুজ্জামানরা।’ তিনি বলেন, আসাদুজ্জামানদের বলব, আপনারা একটু সত্যের পথে আসুন, মিথ্যা বিরুদ্ধে দাঁড়ান।

রিজভী বলেন, ‘এই আওয়ামী লীগ আমলেই পুলিশ সদস্যরা গুম-খুন করার কাজ করেছেন। তাদের দিয়েই একতরফা ভোট করিয়েছে, জোর করে ব্যালট বাক্স ভর্তি করেছে। স্বেচ্ছায় স্বীকৃতি দিচ্ছেন আপনারা অন্যায় করেছেন। এই পাপের জবাবদিহি করতেই হবে। কে কী করেছেন তার রেকর্ড জনগণ রাখছে। কী করে একটি গণতান্ত্রিক আন্দোলনকে পুলিশ পায়ের বুট দিয়ে পদদলিত করছে, সেটা নিয়ে গর্ব করছেন-এটা হবে না। মানুষ ফুসে ওঠবে।’

Facebook Comments Box