সংবাদ শিরোনাম :
পিলখানা হত্যাকাণ্ড পুনরায় তদন্তে কেন কমিশন নয়, জানতে হাইকোর্টের রুল
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৪:২৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪ ৩৪ বার পঠিত
প্রায় ১৬ বছর আগে পিলখানায় সংঘটিত বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা পুনরায় তদন্তে কেন স্বাধীন জাতীয় তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেয়া হবে না, তা জানতে রুল জারি করেছে হাইকোর্ট।
মঙ্গলবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
একইসঙ্গে পিলখানায় বিডিআর সদর দপ্তরে ৫৭ জন সেনা কর্মকর্তার হত্যার দিনকে কেন শহীদ সেনা দিবস ঘোষণা করা হবে না, তাও জানতে চাওয়া হয়েছে রুলে।
রিটকারী আইনজীবী অ্যাডভোকেট মো. তানভীর আহমেদ বলেন, ৫৭ জন সেনা কর্মকর্তাকে হত্যার নেপথ্যের কারণ জানতে চায় জনগণ।
এর আগে, গত রোববার বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে সরকার কোনও কমিশন বা কমিটি গঠন করেছে কি না, আজ মঙ্গলবারের মধ্যে সে বিষয়ে রাষ্ট্রপক্ষকে তথ্য জানাতে বলেছিলো আদালত।
Facebook Comments Box