পাসপোর্ট আনতে গিয়ে সোনারগাঁয়ের দুই যুবক নিহত
- আপডেট সময় : ১০:১০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪ ০ বার পঠিত
মোটরসাইকেলে করে সোনারগাঁ থেকে ৩ যুবক নরসিংদী পার্সপোর্ট অফিসে যাওয়ার পথেয় মঙ্গলবার (২৪ শে ডিসেম্বর) দুপুরে আড়াইহাজার উপজেলার মোল্লারচর এলাকায় নসিমনের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুজন নিহত এবং আরেকজন আহত হয়েছেন।
নিহতরা হলেন- সোনারগাঁ উপজেলার আমগাঁও এলাকার মো. উজ্জ্বল মিয়া (৩৫) ও সোহান মিয়া (২৭)। আহত অপর আরোহী মিঠু মিয়ার (২০) বাড়িও সোনারগাঁয়ে। আহত আরেকজন হলেন নসিমন চালক (নাম জানা জায়নি), তার বাড়ি আড়াইহাজার উপজেলায়।
নিহত উজ্জ্বল মিয়া সোনারগাঁ উপজেলার সাদীপুর ইউনিয়নের আমগাঁও এলাকা আ. রফিক ভূঁইয়ার ছেলে। সোহান মিয়া সোনারগাঁ উপজেলার সাদীপুর ইউনিয়নের আমগাঁও এলাকায় শহিদুল ইসলামের ছেলে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, বৈষম্য বিরোধী আন্দোলনের সময় নারায়ণগঞ্জের পার্সপোর্ট অফিস আন্দোলনকারীরা জ্বালিয়ে দেওয়ায় সোনারগাঁওয়ের কয়েকটি ইউনিয়নের বাসিন্দাদের পাসপোর্ট এখন নরসিংদী অফিস থেকে করে দেওয়া হচ্ছে।
এই বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ- সার্কেল) মেহেদী হাসান বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।