ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ৪ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

পাবনা ১ আসনে স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় হামলার অভিযোগ

পাবনা প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:২৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩ ১৫৫ বার পঠিত

পাবনার সাঁথিয়ায় সেলন্দা বাজারে স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আবু সাইয়িদ এর ট্রাক মার্কার প্রচারণায় বাধা, হামলা ও মারপিটের অভিযোগ। আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ও সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার জানান, দুপুরে সাঁথিয়া উপজেলার কয়েকটি গ্রামে গণসংযোগের উদ্দেশ্যে স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আবু সাইয়িদসহ নেতাকর্মীরা গাড়ি বহর নিয়ে যাচ্ছিলেন।

এ সময় সেলন্দা বাজারে নৌকা প্রতীকের সমর্থক নাগডেমরা ইউনিয়ন ছাত্রলীগ নেতা রুবেলের নেতৃত্বে একদল সন্ত্রাসী লাঠিসোটা নিয়ে পথরোধ করে। তারা আমাদের উপর ইট পাটকেল ছোড়ে ও কয়েকজনকে মারপিট করে প্রচারণা বন্ধ করতে হুমকি দেয়। পরে পুলিশ এসে স্বতন্ত্র প্রার্থী সমর্থকদের উদ্ধার করে।

পাবনা ১ আসনে নৌকার প্রার্থীর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের ডিপুটি স্পিকার এ্যাড, শামসুল হক টুকু এমপি’র মোবাইলে যোগাযোগ করলে তার একান্ত সচিব মামুন জানান, স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা নৌকার সমর্থকদের ওপর হামলা করেছে বলে শুনেছি ।

পাবনা ১ আসনে স্বতন্ত্র প্রার্থী ড. আবু সাইয়িদ অভিযোগ করে বলেন, তার গাড়ী বহরে হামলা চালিয়েছে । এ ঘটনার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সাঁথিয়া থানা পুলিশকে জানিয়েছি।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আনোয়ার হোসেন বলেন, দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ঝামেলা হয়েছিলো। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

Facebook Comments Box
ট্যাগস :

পাবনা ১ আসনে স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় হামলার অভিযোগ

আপডেট সময় : ০৬:২৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩

পাবনার সাঁথিয়ায় সেলন্দা বাজারে স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আবু সাইয়িদ এর ট্রাক মার্কার প্রচারণায় বাধা, হামলা ও মারপিটের অভিযোগ। আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ও সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার জানান, দুপুরে সাঁথিয়া উপজেলার কয়েকটি গ্রামে গণসংযোগের উদ্দেশ্যে স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আবু সাইয়িদসহ নেতাকর্মীরা গাড়ি বহর নিয়ে যাচ্ছিলেন।

এ সময় সেলন্দা বাজারে নৌকা প্রতীকের সমর্থক নাগডেমরা ইউনিয়ন ছাত্রলীগ নেতা রুবেলের নেতৃত্বে একদল সন্ত্রাসী লাঠিসোটা নিয়ে পথরোধ করে। তারা আমাদের উপর ইট পাটকেল ছোড়ে ও কয়েকজনকে মারপিট করে প্রচারণা বন্ধ করতে হুমকি দেয়। পরে পুলিশ এসে স্বতন্ত্র প্রার্থী সমর্থকদের উদ্ধার করে।

পাবনা ১ আসনে নৌকার প্রার্থীর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের ডিপুটি স্পিকার এ্যাড, শামসুল হক টুকু এমপি’র মোবাইলে যোগাযোগ করলে তার একান্ত সচিব মামুন জানান, স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা নৌকার সমর্থকদের ওপর হামলা করেছে বলে শুনেছি ।

পাবনা ১ আসনে স্বতন্ত্র প্রার্থী ড. আবু সাইয়িদ অভিযোগ করে বলেন, তার গাড়ী বহরে হামলা চালিয়েছে । এ ঘটনার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সাঁথিয়া থানা পুলিশকে জানিয়েছি।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আনোয়ার হোসেন বলেন, দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ঝামেলা হয়েছিলো। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

Facebook Comments Box