ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ৪ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

টুকুকে সাঁথিয়া-বেড়ার মানুষ প্রত্যাখান করেছে: বললেন উপজেলা চেয়ারম্যান দেলোয়ার

পাবনা প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:৩১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩ ১০৪ বার পঠিত

পাবনা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক ড. আবু সাইয়িদের নির্বাচনী সভায় বক্তব্য দিচ্ছেন সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান দেলোয়ার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৬৮, পাবনা-১ (সাঁথিয়া-বেড়া আংশিক) নির্বাচনী এলাকায় আ’লীগ দলীয় প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এ্যাড. শামসুল হক টুকুর নৌকা প্রতীকে নির্বাচন না করার ঘোষণা দিয়ে স্বতন্ত্র প্রার্থী সাবেক তথ্য প্রতিমন্ত্রী ড. অধ্যাপক আবু সাইয়িদ এর ট্রাক মার্কার পক্ষে কাজ করার ঘোষণা দিলেন সাঁথিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার,  সাবেক বেড়া পৌর মেয়র ও সাবেক উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল বাতেন, সাঁথিয়া পৌরসভার সাবেক মেয়র মিরাজুল ইসলাম ,বেড়া উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ দুলালসহ সাঁথিয়া-বেড়ার  শত,শত আ’লীগ নেতা-কর্মী।

এ সময় উপজেলা চেয়ারম্যান বলেন, টুকু ও তাঁর ছেলে রঞ্জণকে সাঁথিয়া বেড়া মানুষ প্রত্যাখান করেছে। তাঁরা সাঁথিয়া বেড়ায় বাপ-বেটা মিলে অন্যায় অত্যাচার, শোষণ ও লুটপাট  করেছে।

বুধবার (২৭ ডিসেম্বর)  বিকেলে অধ্যাপক আবু সাইয়িদের বাসভবনে এক উঠোন বৈঠকে এমপি ও তাঁর ছেলে রঞ্জনকে ইঙ্গিত করে উপজেলা চেয়ারম্যান দেলোয়ার বলেন,  আমার উপজেলার হাট-ঘাট, জাল-জলা যত কিছু আছে সব কিছু শোষণ ও লুটপাট শুরু করেছে আমাদের এমপি সাহেবের ছেলে।

তিনি বলেন, হাট সাঁথিয়ার, নিয়ন্ত্রণ করে বেড়া থেকে। কোন লোককে হাটে টেন্ডার জমা দিতে দেয় না।  উপজেলা পরিষদ চলেই হাটের টাকা আর বছরে এডিবি’র একটা ফান্ড আসে সোয়া এক কোটি আর এই হাটের টাকা দিয়ে পরিষদ চলে। অথচ ওইসব হাটের টেন্ডার দিতে দেয় না। মেওয়াপুর/বনগ্রাম হাটের সিডিউল কাটার অপরাধে বর্তমান চেয়ারম্যান পিন্চুর মামা আব্দুল হামিদ শেখের ছেলে তসলিমকে ধরে নিয়ে আসে থানায় আটকে রাখে।

তাকে টেন্ডার ড্রপ করতে দেয় নাই। সেই হাট এবার টেন্ডার হয়েছে এক কোটি ৬ লক্ষ টাকা। অথচ সেই হাট থেকে খাস তুলে এমপি’র ছেলে  সরকারী ঘরে জমা দিয়েছে মাত্র ২৫ লক্ষ টাকা। আতাইকুলা হাট এবার টেন্ডার হয়েছে ১ কোটি ৬৫ লক্ষ টাকা। অথচ সেই হাটের খাস আদায় করে সরকারী ঘরে জমা দিয়েছে ২৭ লক্ষ টাকা। কাশিনাথপুর হাটের সিডিউলের দরবার হয় ওনার বাড়িতে।

আমি আব্দুস সালাম নামে একজনকে দিয়ে কাশিনাথপুর হাটের সিডিউল কেনা হল। সেই সালামের নামে হাটের সমস্ত টাকা দেয়ার পরেও তাকে না দিয়ে এমপির ছেলে ৮০ লক্ষ টাকার হাট ১ কোটি ২৫ লক্ষ টাকা বিক্রি করে সমস্ত টাকা নিয়েছে।েএমন কি সালামের যে ২২ লক্ষ টাকা সরকারের ঘরে  জমা দেয়া ছিল সে আসল টাকাও ফেরত দেয়নি।

 এসব বিষয়ে নৌকার প্রার্থী এড.শামসুল হক টুকু ও তাঁর ছেলের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেস্টা করেও কোন উত্তর পাওয়া যায়নী।

আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার আরও বলেন, এবারের নির্বাচনে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা ফ্রি করে দিয়েছেন। যা অতীতে কোন দিন ছিল না। নির্বাচনে যদি স্বতন্ত্র প্রার্থী হয় আর যদি স্বতন্ত্রের সাথে কেউ কাজ করে তবে তাকে দল হতে বহিষ্কার করা হবে না। নাম না উল্লেখ করে বলেন, উনি (ড. অধ্যাপক আবু সাইয়িদ) সাঁথিয়া আ’লীগকে প্রতিষ্ঠিত করেছেন। আমরা যদি স্বতন্ত্র কোন প্রার্থীর নির্বাচনও কেউ করি, তাহলে প্রধান মন্ত্রীর ঘোষণা তাদেরকে দল হতে বহিষ্কার বা তিরষ্কার করবেন না। তিনি আরও বলেন, আমাদের মত শতশত আওয়ামীলীগের ত্যাগী নেতা-কর্মী আমাদের সাথে কাজ করবেন।

এর আগে গত ২৬ ডিসেম্বর মঙ্গলবার দিবাগত রাতে সাঁথিয়া পৌরসভার সাবেক মেয়র মিরাজুল ইসলামের বাড়ির উঠানে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদের সভাপতিত্বে (ড. অধ্যাপক আবু সাইয়িদ) ট্রাক মার্কায় ভোট করার একাত্ব অনুষ্ঠানে অন্যান্যদের মাধ্যে উপস্থিত ছিলেন, সাবেক তথ্য প্রতিমন্ত্রী ড. অধ্যাপক আবু সাইয়িদ, আ’লীগ দলীয় প্রার্থী এ্যাড. শামসুল হক টুকুর আপন ভাই বেড়া আ’লীগের সাবেক সভাপতি ও বেড়া পৌরসভার সাবেক মেয়র আব্দুল বাতেন,

জেলা আ’লীগের উপদেষ্টা সদস্য মাসুদ হোসেন, বেড়া পৌরসভার সাবেক কাউন্সিলর এনামুল হক শামিম, আ’লীগ নেতা আল মাহমুদ চৌদ্দ, সাঁথিয়া পৌরসভার সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম শের আলী, ধোপাদহ ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম, আ’লীগ নেতা আবু সাইদ, সাঁথিয়া পৌরসভা ৪নং ওয়ার্ড সভাপতি বদিউজ্জামান আলমসহ কয়েক শতাধিক আ’লীগ ও তার অঙ্গসংগঠনের নেতা কর্মীগণ। অনুষ্ঠান উপস্থাপনা করেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বিন তৌফিক সবুজ।

Facebook Comments Box
ট্যাগস :

টুকুকে সাঁথিয়া-বেড়ার মানুষ প্রত্যাখান করেছে: বললেন উপজেলা চেয়ারম্যান দেলোয়ার

আপডেট সময় : ০৫:৩১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৬৮, পাবনা-১ (সাঁথিয়া-বেড়া আংশিক) নির্বাচনী এলাকায় আ’লীগ দলীয় প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এ্যাড. শামসুল হক টুকুর নৌকা প্রতীকে নির্বাচন না করার ঘোষণা দিয়ে স্বতন্ত্র প্রার্থী সাবেক তথ্য প্রতিমন্ত্রী ড. অধ্যাপক আবু সাইয়িদ এর ট্রাক মার্কার পক্ষে কাজ করার ঘোষণা দিলেন সাঁথিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার,  সাবেক বেড়া পৌর মেয়র ও সাবেক উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল বাতেন, সাঁথিয়া পৌরসভার সাবেক মেয়র মিরাজুল ইসলাম ,বেড়া উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ দুলালসহ সাঁথিয়া-বেড়ার  শত,শত আ’লীগ নেতা-কর্মী।

এ সময় উপজেলা চেয়ারম্যান বলেন, টুকু ও তাঁর ছেলে রঞ্জণকে সাঁথিয়া বেড়া মানুষ প্রত্যাখান করেছে। তাঁরা সাঁথিয়া বেড়ায় বাপ-বেটা মিলে অন্যায় অত্যাচার, শোষণ ও লুটপাট  করেছে।

বুধবার (২৭ ডিসেম্বর)  বিকেলে অধ্যাপক আবু সাইয়িদের বাসভবনে এক উঠোন বৈঠকে এমপি ও তাঁর ছেলে রঞ্জনকে ইঙ্গিত করে উপজেলা চেয়ারম্যান দেলোয়ার বলেন,  আমার উপজেলার হাট-ঘাট, জাল-জলা যত কিছু আছে সব কিছু শোষণ ও লুটপাট শুরু করেছে আমাদের এমপি সাহেবের ছেলে।

তিনি বলেন, হাট সাঁথিয়ার, নিয়ন্ত্রণ করে বেড়া থেকে। কোন লোককে হাটে টেন্ডার জমা দিতে দেয় না।  উপজেলা পরিষদ চলেই হাটের টাকা আর বছরে এডিবি’র একটা ফান্ড আসে সোয়া এক কোটি আর এই হাটের টাকা দিয়ে পরিষদ চলে। অথচ ওইসব হাটের টেন্ডার দিতে দেয় না। মেওয়াপুর/বনগ্রাম হাটের সিডিউল কাটার অপরাধে বর্তমান চেয়ারম্যান পিন্চুর মামা আব্দুল হামিদ শেখের ছেলে তসলিমকে ধরে নিয়ে আসে থানায় আটকে রাখে।

তাকে টেন্ডার ড্রপ করতে দেয় নাই। সেই হাট এবার টেন্ডার হয়েছে এক কোটি ৬ লক্ষ টাকা। অথচ সেই হাট থেকে খাস তুলে এমপি’র ছেলে  সরকারী ঘরে জমা দিয়েছে মাত্র ২৫ লক্ষ টাকা। আতাইকুলা হাট এবার টেন্ডার হয়েছে ১ কোটি ৬৫ লক্ষ টাকা। অথচ সেই হাটের খাস আদায় করে সরকারী ঘরে জমা দিয়েছে ২৭ লক্ষ টাকা। কাশিনাথপুর হাটের সিডিউলের দরবার হয় ওনার বাড়িতে।

আমি আব্দুস সালাম নামে একজনকে দিয়ে কাশিনাথপুর হাটের সিডিউল কেনা হল। সেই সালামের নামে হাটের সমস্ত টাকা দেয়ার পরেও তাকে না দিয়ে এমপির ছেলে ৮০ লক্ষ টাকার হাট ১ কোটি ২৫ লক্ষ টাকা বিক্রি করে সমস্ত টাকা নিয়েছে।েএমন কি সালামের যে ২২ লক্ষ টাকা সরকারের ঘরে  জমা দেয়া ছিল সে আসল টাকাও ফেরত দেয়নি।

 এসব বিষয়ে নৌকার প্রার্থী এড.শামসুল হক টুকু ও তাঁর ছেলের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেস্টা করেও কোন উত্তর পাওয়া যায়নী।

আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার আরও বলেন, এবারের নির্বাচনে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা ফ্রি করে দিয়েছেন। যা অতীতে কোন দিন ছিল না। নির্বাচনে যদি স্বতন্ত্র প্রার্থী হয় আর যদি স্বতন্ত্রের সাথে কেউ কাজ করে তবে তাকে দল হতে বহিষ্কার করা হবে না। নাম না উল্লেখ করে বলেন, উনি (ড. অধ্যাপক আবু সাইয়িদ) সাঁথিয়া আ’লীগকে প্রতিষ্ঠিত করেছেন। আমরা যদি স্বতন্ত্র কোন প্রার্থীর নির্বাচনও কেউ করি, তাহলে প্রধান মন্ত্রীর ঘোষণা তাদেরকে দল হতে বহিষ্কার বা তিরষ্কার করবেন না। তিনি আরও বলেন, আমাদের মত শতশত আওয়ামীলীগের ত্যাগী নেতা-কর্মী আমাদের সাথে কাজ করবেন।

এর আগে গত ২৬ ডিসেম্বর মঙ্গলবার দিবাগত রাতে সাঁথিয়া পৌরসভার সাবেক মেয়র মিরাজুল ইসলামের বাড়ির উঠানে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদের সভাপতিত্বে (ড. অধ্যাপক আবু সাইয়িদ) ট্রাক মার্কায় ভোট করার একাত্ব অনুষ্ঠানে অন্যান্যদের মাধ্যে উপস্থিত ছিলেন, সাবেক তথ্য প্রতিমন্ত্রী ড. অধ্যাপক আবু সাইয়িদ, আ’লীগ দলীয় প্রার্থী এ্যাড. শামসুল হক টুকুর আপন ভাই বেড়া আ’লীগের সাবেক সভাপতি ও বেড়া পৌরসভার সাবেক মেয়র আব্দুল বাতেন,

জেলা আ’লীগের উপদেষ্টা সদস্য মাসুদ হোসেন, বেড়া পৌরসভার সাবেক কাউন্সিলর এনামুল হক শামিম, আ’লীগ নেতা আল মাহমুদ চৌদ্দ, সাঁথিয়া পৌরসভার সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম শের আলী, ধোপাদহ ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম, আ’লীগ নেতা আবু সাইদ, সাঁথিয়া পৌরসভা ৪নং ওয়ার্ড সভাপতি বদিউজ্জামান আলমসহ কয়েক শতাধিক আ’লীগ ও তার অঙ্গসংগঠনের নেতা কর্মীগণ। অনুষ্ঠান উপস্থাপনা করেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বিন তৌফিক সবুজ।

Facebook Comments Box