পাবনার ৩ উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী যারা
- আপডেট সময় : ১২:৫২:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪ ১০৩ বার পঠিত
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথমধাপে পাবনার তিন উপজেলায় ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষে হয়েছে । বুধবার (৮ মে) সকাল ৮টা থেকে শুরু হয়ে একটানা বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। প্রথমদিকে ভোটারের উপস্থিতি কম দেখা গেলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারের উপস্থিতি কিছুটা বাড়তে থাকে।
সাঁথিয়া উপজেলায় সোহেল রানা খোকন (কাপ পিরিচ) ৩৮ হাজার ৫ শ’ ২৬ ভোট পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দি উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুজ্জামান টুটুল (আনারস) পেয়েছেন ৩৪ হাজার ৭ শ’ ১২।
সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল ওহাব মোটরসাইকেল প্রতীক নিয়ে ৬২ হাজার ৭ শ’ ৫২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন আনারস মার্কা প্রতিক নিয়ে পেয়েছেন ৫৮ হাজার ৪ শ’ ৪১ ভোট।
বেড়া উপজেলায় রেজাউল হক বাবু (উড়োজাহাজ) প্রতিক নিয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দি আব্দুল বাতেন (ঘোড়া)।
সাঁথিয়া উপজেলা মোট ভোটার সংখ্যা – ৩লাখ ২১ হাজার ২৬১ টি।। পুরুষ – ১ লাখ ৬৪ হাজার ৮৫৬ জন। মহিলা – ১ লাখ ৫৬ হাজার ৪০৪ জন। তৃতীয় লিঙ্গ – ০১ জন। ভোট কেন্দ্র সংখ্যা – ৯৩ টি।
বেড়া উপজেলা মোট ভোটার সংখ্যা – ২২৬১৫২ জন। পুরুষ – ১১৫৪১৮ জন। মহিলা ১১০৭৩৪ জন।
ভোট কেন্দ্র সংখ্যা – ৬৮ টি।।
সুজানগর উপজেলা মোট ভোটার সংখ্যা – ২৪৪১১৯ জন। পুরুষ – ১লাখ ২৬ হাজার ০০৫ জন। মহিলা – ১১৮১১৩ জন। তৃতীয় লিঙ্গ – ০১ জন। ভোটের কেন্দ্র সংখ্যা – ৭২ টি।