পাবনায় হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু
- আপডেট সময় : ০৩:২৫:২৩ অপরাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪ ৭৩ বার পঠিত
পাবনার চাটমোহরে মাঠে কাজ করতে গিয়ে হিট স্ট্রোকে আলাউদ্দিন আলী আলাল (৪৩) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (২১ এপ্রিল) দুপুরে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধী অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে তীব্র তাপপ্রবাহের মৌসুমে পাবনায় হিট স্ট্রোকে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো দুইজনে। সে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের নেউতিগাছা এলাকার মো. ইউসুফ আলীর ছেলে।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রোববার সকালের দিকে চাটমোহরে ভূট্টা ক্ষেতে কাজ করতে গিয়ে হিট স্ট্রোকে আলাউদ্দিন আলী আলাল অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাকে উদ্ধার করে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরপর দুপুরে উন্নত চিকিৎসার জন্য পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কামরুজ্জামান বলেন, আমাদের এখানে সকালে তিনি ভর্তি হয়েছিলেন। পরে দুপুরে তাকে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
আলাউদ্দিন আলী হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে নিশ্চিত করেছেন পাবনা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আয়েশা সিদ্দিকা। তিনি বলেন, প্রচণ্ড গরমে প্রতিদিনই মানুষ হিট স্ট্রোকে আক্রান্ত হচ্ছেন। অনেক রোগী হাসপাতালে আসছে। চাটমোহরের আলাউদ্দিন হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে এসেছিলেন বলে আমাদের প্রাথমিক ধারণা।
এর আগে শনিবার (২০ এপ্রিল) দুপুরে পাবনা শহরে হিট স্ট্রোক করে শহরের শালগাড়িয়ার জাকিরের মোড়ের বাসিন্দা সুকুমার দাস (৬০) নামে এক ব্যক্তি মারা যান।