ঢাকা ০৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

পাবনায় সড়কে শৃঙ্খলা রক্ষায় ট্রাফিকের দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা

পাবনা প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:৪৫:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪ ৪৮ বার পঠিত

ছবিটি- বৃহস্পতিবার দুপুরে পাবনা বাইপাস টারমিনাল থেকে তোলা

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পরে সারা দেশের মতো পাবনাতেও ট্রাফিক ব্যবস্থাপনা ভেঙে যায় । ফলে সড়কে চলাচল করা পরিবহনগুলো চরম বিশৃঙ্খলার মধ্য দিয়ে চলছে।এতে সড়কের যানজটে জনজীবন দুর্ভোগে পড়ে। এজন্য সড়কে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে এগিয়ে এসেছে পাবনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা। তারা পাবনা শহরের বিভিন্ন পয়েন্টে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন।

গত তিন দিন ধরে সড়ক ও মহাসড়কসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ট্রাফিক ব্যবস্থাপনায় নিয়োজিত ট্রাফিক পুলিশ তাদের কর্ম বিরতি পালন করছে। এমন পরিস্থিতিতে পাবনা শহর ও আশপাশের বিভিন্ন মোড়ে ট্রাফিকের দায়িত্ব পালন করছে তারা।

৮ আগস্ট (বৃহস্পতিবার) দুপুরে পাবনায় বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে এমন চিত্র দেখা গেছে। এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে সচেতন মহলসহ সাধারণ মানুষ।

শিক্ষার্থীরা জানান,আমাদের একটু শ্রমে যদি শহর যানজটমুক্ত হয়। যান চলাচলে শৃঙ্খলা ফিরে আসে তাহলে এই শ্রম দিতেই পারি। যতক্ষণ পর্যন্ত সরকারি ট্রাফিক সিস্টেম সক্রিয় না হয় ততক্ষণ পর্যন্ত আমরা এ কাজ করে যাবো। তবে সবাইকে সচেতন হওয়ার আহবান করেন তারা।

 

Facebook Comments Box
ট্যাগস :

পাবনায় সড়কে শৃঙ্খলা রক্ষায় ট্রাফিকের দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা

আপডেট সময় : ০১:৪৫:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পরে সারা দেশের মতো পাবনাতেও ট্রাফিক ব্যবস্থাপনা ভেঙে যায় । ফলে সড়কে চলাচল করা পরিবহনগুলো চরম বিশৃঙ্খলার মধ্য দিয়ে চলছে।এতে সড়কের যানজটে জনজীবন দুর্ভোগে পড়ে। এজন্য সড়কে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে এগিয়ে এসেছে পাবনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা। তারা পাবনা শহরের বিভিন্ন পয়েন্টে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন।

গত তিন দিন ধরে সড়ক ও মহাসড়কসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ট্রাফিক ব্যবস্থাপনায় নিয়োজিত ট্রাফিক পুলিশ তাদের কর্ম বিরতি পালন করছে। এমন পরিস্থিতিতে পাবনা শহর ও আশপাশের বিভিন্ন মোড়ে ট্রাফিকের দায়িত্ব পালন করছে তারা।

৮ আগস্ট (বৃহস্পতিবার) দুপুরে পাবনায় বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে এমন চিত্র দেখা গেছে। এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে সচেতন মহলসহ সাধারণ মানুষ।

শিক্ষার্থীরা জানান,আমাদের একটু শ্রমে যদি শহর যানজটমুক্ত হয়। যান চলাচলে শৃঙ্খলা ফিরে আসে তাহলে এই শ্রম দিতেই পারি। যতক্ষণ পর্যন্ত সরকারি ট্রাফিক সিস্টেম সক্রিয় না হয় ততক্ষণ পর্যন্ত আমরা এ কাজ করে যাবো। তবে সবাইকে সচেতন হওয়ার আহবান করেন তারা।

 

Facebook Comments Box