পাবনায় বেশীরভাগ কেন্দ্রে ইভিএম বিকল হওয়ার অভিযোগ: ভোট গ্রহণে ধীর গতি
- আপডেট সময় : ০৮:২৩:২৬ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪ ৪৫ বার পঠিত
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে পাবনা সদর উপজেলায় ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চললেও ৯৫ শতাংশ ভোটকেন্দ্রের ইভিএম মেশিন বিকল বলে অভিযোগ করেছেন নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।
বুধবার (২৯ মে) দুপুর দেড়টার দিকে পাবনা জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক ও কাপ-পিরিচ প্রতীকের চেয়ারম্যানপ্রার্থী আলহাজ্ব কামিল হোসেন অভিযোগ করে বলেন, আমার নির্বাচনী এলাকা পাবনার পশ্চিমাঞ্চলে প্রায় ৯৫ শতাংশ ভোটকেন্দ্রের ইভিএম মেশিন বিকল হয়ে আছে। কেন্দ্রে শতশত নারী-পুরুষ সকাল থেকে অবস্থান করে ভোট দিতে না পেরে বাড়ি ফিরে গেছেন। বাড়িতে যাওয়া ভোটারদের ফিরিয়ে আনা খুবই কঠিন। অন্য প্রার্থী পশ্চিমাঞ্চলে ভোট ব্যাংক দেখে ষড়যন্ত্র করে আমার ভোটের এলাকায় ইভিএম মেশিন বিকল করে দিয়েছে। সূক্ষ্ম ষড়যন্ত্র হয়েছে বলে মনে করছি। অবশ্যই আমি কয়েকটি কেন্দ্রের ভোট পুনরায় গ্রহণের আবেদন জানাই।
এদিকে আনারস প্রতীকের প্রার্থী রফিকুল ইসলাম রুমন বলেন, সকাল থেকে প্রায় ৩০টি সেন্টার পরিদর্শন করেছি। সব কেন্দ্রের অধিকাংশ ইভিএম মেশিনে ত্রুটি। ভোটগ্রহণে ধীরগতি দেখা দিয়েছে। কেন্দ্রে প্রচুর ভোটার দাঁড়িয়ে আছে। অনেকে ভোট না দিয়ে বাড়িতে ফিরে যাচ্ছে।
হেলিকপ্টার প্রতীকের প্রার্থী আবু সাঈন খান বলেন, আমার অঞ্চলের ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে। জনগণ নাকি ভোট বিমুখ? আমার এলাকায় হাজার হাজার মানুষ সকাল থেকে ভোট দিতে আসছে। তারপরও ইভিএম জটিলতায় সকালে ভোটগ্রহণে ধীরগতি দেখা দিয়েছিল। পরে ঠিক হয়েছে।
মোটরসাইকেল প্রতীকের প্রার্থী সোহেল হাসান শাহীন বলেন, সকাল থেকে যত ভোটকেন্দ্রে গিয়েছি সব জায়গায় ইভিএম মেশিন বিকল। এ ছাড়া কিছু কেন্দ্র থেকে আমার নির্বাচনী এজেন্টকে বের করে দেওয়া হয়েছ। প্রশাসনকে বিষয়টি জানিয়েছি।
সকাল থেকে পাবনা সদরের সেন্ট্রাল গার্লস স্কুল, ফজলুৃল হক উচ্চ বিদ্যালয়, পিটিআই, আরিফপুর জেউএস ফাজিল মাদরাসা, দুবলিয়া, শ্রীকোল, ফারাদপুর, চরপাড়া, নলদহ, ঘোড়াদহ উচ্চ বিদ্যালয়, শহীদ শাত্তার, পাবনা সরকার টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, ভাঁরাড়াসহ বেশ কয়েকটি কেন্দ্রের সামনে ভোটারের দীর্ঘ সারি দেখা গেছে। অনেকে ভোট দিতে না পেরে বাড়ি ফিরে যাচ্ছে। অনেকে অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে পড়ছে। ইভিএম মেশিন সকাল ৯টা পর্যন্ত নষ্ট ছিল। কোন কোন জায়গায় ১০টার দিকে ভাল হয়। এরপর মেশিন ঠিক হলেও বারবার ত্রুটি দেখা দেওয়ায় ভোটগ্রহণে ধীরগতি লক্ষ্য করা গেছে।
সদরের ভাঁড়ারা ইউনিয়নের নলদহ সেন্টারের প্রিসাইডিং অফিসার সুমন রানা বলেন, এই সেন্টারে ৬ হাজার ৪০০ ভোট আছে। সকালে এক ঘণ্টা ইভিএম মেশিনে জটিলতা ছিল। এরপর সাড়ে ৯টার দিকে ঠিক করা হয়েছে। বর্তমানে মেশিন ঠিক থাকলেও বারবার সমস্যা দেখা দিচ্ছে।
পৌরসভার সেন্ট্রাল গার্লস স্কুলের প্রিসাইডিং অফিসার মাসুদুর রহমান বলেন, এই কেন্দ্রে নারী-পুরুষ মিলে মোট ভোটারের সংখ্যা ৫ হাজার হাজার ৮০০ জন। কেন্দ্রে ১৬টি বুথ বসানো হয়েছে। সকাল সাড়ে ১০টা পর্যন্ত প্রায় ১২০টি ভোট পড়েছে। নিরপেক্ষ ভোট হচ্ছে। কাউকে এখানে প্রভাব বিস্তার করতে দেওয়া হচ্ছে না।
পৌরসভার মোজাহিদ ক্লাব ফজলুল হক উচ্চ বিদ্যালেয়ের কেন্দ্রে ভোট দিতে আসা বাবুল বিশ্বাস ও তার পরিবার জানান, সকাল সকাল ভোট দিতে এসে ফিরে যেতে হচ্ছে। কখন ঠিক হবে তা আল্লাহ জানে। তারা বলেন, আমাদের মত অনেকেই ফিরে গেছে।
নলদাহ সেন্টারে ভোট দিয়ে বাড়ি ফিরছিলেন মোহাম্মদ সোহেল রানা। তিনি বলেন, সকাল থেকে ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছি। বারবার সমস্যা দেখা দেওয়ায় ভোট দিতে পারছি না। এদিকে সকাল থেকে থেকে কেন্দ্রে প্রচুর ভোটার জড়ো হয়েছে।
আশরাফুল ইসলাম বলেন, পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য অনেক আগ্রহ ছিল। সকাল ৭টার আগে ভোট দিতে এসেছি। ভোট দিতে এসে দেখি অনেক বড় লাইন। ১-২ ঘণ্টা দাঁড়িয়ে থেকেও ভোট দিতে পারিনি।