ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:৩২:৪৯ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩ ১৭০ বার পঠিত

বক্তব্য দিচ্ছেন খালেদা জিয়ার বিশেষ সহকারী এ্যাড.শামসুর রহমান শিমুল বিশ্বাস

পাবনাঃ জমকালো আয়োজনে পাবনায় বিএনপি’র ৪৫তম প্রতিষ্ঠাবার্ষীকী পালিত হয়েছে । এ উপলক্ষে শনিবার সকাল থেকে বিভিন্ন ইউনিটের ঢোল-ডগর বাদ্যযন্ত্র বাজিয়ে আনন্দমূখর পরিবেশে খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সম্বিলিত ব্যানার ফেসটুনসহ বর্ণাঢ্য র‌্যালী  নিয়ে শহরের জেলা কার‌্যালয়ে এসে জমায়েত হতে থাকে। এর পর দুপুর ১টার দিকে একটি বিশাল বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কারর‌্যলয়ে এসে শেষ হয়। এর আগে র‌্যালী পূর্ব এক সংক্ষিপ্ত আলোচনা সভায় জেলা বিএনপি’র আহবায়ক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে ও জেলা বিএনপি’র সদস্য সচিব এ্যাড. মাকসুদুর রহমান মাসুদ খন্দকারের সঞ্চালনায়  প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী এ্যাড. শামসুর রহমান শিমুল বিশ্বাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন।

পাবনায় বিএনপি’র ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালী

খালেদাজিয়ার বিশেষ সহকারী এ্যাড. শামসুরহমান শিমুল বিশ্বাস বলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে দেশের মানুষ যখন দিধাবিভক্ত; তখনই প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপির প্রতিষ্ঠিত করেছিলেন। বিএনপি প্রতিষ্ঠিত হয়েছিল বলেই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষিত হয়েছিল। বিএনপি ও জিয়াউর রহমানের হাত ধরেই বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু আজ সেই গণতন্ত্র  স্বৈরাচারি সরকারের কবলে পড়েছে। এজন্য শহীদ জিয়ার সৈনিকদের এগিয়ে আসতে হবে। বেগম খালেদা জিয়ার  নেতৃত্বে নব্বইয়ের গণআন্দোলনে যেভাবে সরকারের পতন হয়েছিল; ঠিক একইভাবে শহীদ জিয়ার উত্তরসূরি দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আবারও স্বৈরাচারি সরকারের পতন হবে এবং আগামী বছর স্বৈরাচারি সরকারমুক্ত বাংলাদেশে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে। সভায় বক্তারা অবিলম্বে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও দেশে নির্বাচনী পরিবেশ ফিরিয়ে আনার জোর দাবি জানান।অনুষ্ঠানে বিএনপি,যুবদল, ছাত্রদল সেচ্ছাসেবকদলসহ সকল অঙ্গসহযোগী দলের হাজার হাজার নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

সারাবেলার সংবাদ/ এমকেজেড/ ২সেপ্টম্বর ২০২৩

Facebook Comments Box
ট্যাগস :

বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট সময় : ০৬:৩২:৪৯ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩

পাবনাঃ জমকালো আয়োজনে পাবনায় বিএনপি’র ৪৫তম প্রতিষ্ঠাবার্ষীকী পালিত হয়েছে । এ উপলক্ষে শনিবার সকাল থেকে বিভিন্ন ইউনিটের ঢোল-ডগর বাদ্যযন্ত্র বাজিয়ে আনন্দমূখর পরিবেশে খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সম্বিলিত ব্যানার ফেসটুনসহ বর্ণাঢ্য র‌্যালী  নিয়ে শহরের জেলা কার‌্যালয়ে এসে জমায়েত হতে থাকে। এর পর দুপুর ১টার দিকে একটি বিশাল বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কারর‌্যলয়ে এসে শেষ হয়। এর আগে র‌্যালী পূর্ব এক সংক্ষিপ্ত আলোচনা সভায় জেলা বিএনপি’র আহবায়ক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে ও জেলা বিএনপি’র সদস্য সচিব এ্যাড. মাকসুদুর রহমান মাসুদ খন্দকারের সঞ্চালনায়  প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী এ্যাড. শামসুর রহমান শিমুল বিশ্বাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন।

পাবনায় বিএনপি’র ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালী

খালেদাজিয়ার বিশেষ সহকারী এ্যাড. শামসুরহমান শিমুল বিশ্বাস বলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে দেশের মানুষ যখন দিধাবিভক্ত; তখনই প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপির প্রতিষ্ঠিত করেছিলেন। বিএনপি প্রতিষ্ঠিত হয়েছিল বলেই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষিত হয়েছিল। বিএনপি ও জিয়াউর রহমানের হাত ধরেই বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু আজ সেই গণতন্ত্র  স্বৈরাচারি সরকারের কবলে পড়েছে। এজন্য শহীদ জিয়ার সৈনিকদের এগিয়ে আসতে হবে। বেগম খালেদা জিয়ার  নেতৃত্বে নব্বইয়ের গণআন্দোলনে যেভাবে সরকারের পতন হয়েছিল; ঠিক একইভাবে শহীদ জিয়ার উত্তরসূরি দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আবারও স্বৈরাচারি সরকারের পতন হবে এবং আগামী বছর স্বৈরাচারি সরকারমুক্ত বাংলাদেশে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে। সভায় বক্তারা অবিলম্বে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও দেশে নির্বাচনী পরিবেশ ফিরিয়ে আনার জোর দাবি জানান।অনুষ্ঠানে বিএনপি,যুবদল, ছাত্রদল সেচ্ছাসেবকদলসহ সকল অঙ্গসহযোগী দলের হাজার হাজার নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

সারাবেলার সংবাদ/ এমকেজেড/ ২সেপ্টম্বর ২০২৩

Facebook Comments Box