পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও হাত বোমাসহ তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছেন র্যাবের সদস্যরা। শনিবার (২০ এপ্রিল) সকালে উপজেলার হাদল ইউনিয়নের মঙ্গলগ্রামের মহল বিল এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।
গ্রেপ্তারকৃতরা হলেন- মঙ্গলগ্রামের মহল বিল এলাকার বক্কার প্রামাণিকের ছেলে মো. শাকিল ও শামীম হোসেন এবং মো. হামিদ প্রামাণিকের ছেলে সাদেক হোসেন। উভয়ের নামে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
এ বিষয়ে র্যাব-১২ সিপিবি-২ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান বলেন, হাদল ইউনিয়নের মহল বিল এলাকায় একটি বাড়িতে কিছু সন্ত্রাসী ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন এ সংবাদের ভিত্তিতে মহল বিল এলাকার ওই বাড়িতে অভিযান চালিয়ে ৩জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ধারালো দেশীয় অস্ত্র ও তিনটি হাত বোমা উদ্ধার করা হয়েছে। বোমা তিনটি চেক করতে রাজশাহী থেকে বোম্ব ডিসপোজাল টিম এসেছেন। আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে ফরিদপুর থানায় উদ্ধারকৃত আলামতসহ হস্তান্তর করা হয়েছে ।
সম্পাদক : মাহমুদ আনোয়ার হোসেন
নির্বাহী সম্পাদক : জুবায়ের রহমান চৌধুরী
বার্তা সম্পাদক : খালেকুজ্জামান পান্নু
বার্তা ও সম্পাদকীয় কার্যালয় : বাড়ি # ৬৩, সড়ক # ২১,
রূপনগর আ/এ, মিরপুর, ঢাকা-১২১৬।
বাণিজ্যিক কার্যালয় : গুলশান-বাড্ডা লিংক রোড, ঢাকা-১২১২।
ফোন : 01731-488397,01552381515, 01751345643
হোয়াটসএ্যাপ : 01826567123
Copyright © 2024 সারাবেলার সংবাদ. All rights reserved.