পাবনায় আরও ১৭ ছাত্রলীগ নেতাকে বহিষ্কার
- আপডেট সময় : ০৫:২৩:২৪ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩ ৫১ বার পঠিত
একাত্তরে দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত থাকার অপরাধে কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করে ফেসবুকে পোস্ট দেওয়ায় পাবনায় ছাত্রলীগের আবারও ১৭ জন নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করেছে জেলা ছাত্রলীগ।
গতকাল রোববার (২০ আগস্ট) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ তাদের সাময়িক বহিষ্কার করেন।
এর আগে বৃহস্পতিবার (১৭ আগস্ট) এক বিজ্ঞপ্তির মাধ্যমে ১১ নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়। একই সঙ্গে তাদের বিরুদ্ধে চূড়ান্তভাবে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য সুপারিশ করা হয়।
গত ১০ তারিখ থেকে বাবা অসুস্থ থাকায় তাকে নিয়ে ভাঙ্গুড়ার একটি হাসপাতালে ছিলাম। গতকাল বাবাকে নিয়ে বাড়িতে আসছি। আমি সাঈদীকে নিয়ে কোনো ধরনের পোস্ট করি নাই।
তিনি বলেন, আমি এসব পোস্টের বিষয়ে মোটেও অবগত নয়। আমি রাজনৈতিক যড়যন্ত্রের শিকার। আমাকে হেয় প্রতিপন্ন করতে এমন কাজ করা হয়েছে।আমি যদি দোষ করতাম তাহলে আমি মাথা পেতে নিতাম। আমি নিজেই ফেসবুকে পোস্ট করে পদত্যাগ করতাম।
পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ বলেন, দেলাওয়ার হোসাইন সাঈদী একজন চিহ্নিত যুদ্ধাপরাধী ছিলেন। একাত্তরে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। তার মৃত্যুতে ছাত্রলীগের কিছু নেতাকর্মী শোক জানিয়ে ফেসবুকে পোস্ট করেন। যেটা সম্পূর্ণ নিয়মবহির্ভূত কাজ করেছে।
বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন ছাত্রলীগের কর্মীদের একজন যুদ্ধাপরাধীর পক্ষে শোক জানানো খুবই দুঃখজনক। কেন্দ্রীয় ছাত্রলীগের পরামর্শে প্রথমে ১১ জন এবং পরে ১৭ জনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি স্থায়ী বহিষ্কারের জন্য সুপারিশ করা হয়েছে।
সারাবেলার সংবাদ/ এমকেজেড/২১ আগস্ট/২০২৩