ঢাকা ১২:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

পর্দা উঠছে নারী টি-২০ বিশ্বকাপের, প্রথমদিনেই মাঠে নামছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:৪১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪ ২ বার পঠিত

সংযুক্ত আরব আমিরাতে বৃহস্পতিবার পর্দা উঠছে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের। উদ্বোধনী ম্যাচেই মাঠে নামছে বাংলাদেশ, প্রতিপক্ষ স্কটল্যান্ড। শারজায় বিকাল চারটায় শুরু হবে উদ্বোধনী ম্যাচটি। একই মাঠে রাত আটটায় প্রথম দিনের অন্য ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলংকা।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে দুটি গ্রুপে অংশ নিচ্ছে ১০টি দল। গ্রুপ ‘বি’তে বাংলাদেশ খেলবে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, এবং স্কটল্যান্ডের বিপক্ষে।গ্রুপ এ’তে আছে পাকিস্তান, ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং শ্রীলংকা নারী দল। ২০১৪ সাল থেকে শুরু করে এ পর্যন্ত পাঁচটি আসরে খেলেছে বাংলাদেশ।

প্রতিবারই বিদায় নিয়েছে প্রথম রাউন্ড থেকে। এবার ভালো স্কোর গড়ার লক্ষ্য বাঘিনীদের। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ স্বাগতিক দেশ হওয়ার কথা থাকলেও রাজনৈতিক পটপরিবর্তনের কারণে নিরাপত্তা ইস্যুতে আইসিসি তা আমিরাতে সরিয়ে নেয়।

Facebook Comments Box
ট্যাগস :

পর্দা উঠছে নারী টি-২০ বিশ্বকাপের, প্রথমদিনেই মাঠে নামছে বাংলাদেশ

আপডেট সময় : ০৬:৪১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪

সংযুক্ত আরব আমিরাতে বৃহস্পতিবার পর্দা উঠছে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের। উদ্বোধনী ম্যাচেই মাঠে নামছে বাংলাদেশ, প্রতিপক্ষ স্কটল্যান্ড। শারজায় বিকাল চারটায় শুরু হবে উদ্বোধনী ম্যাচটি। একই মাঠে রাত আটটায় প্রথম দিনের অন্য ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলংকা।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে দুটি গ্রুপে অংশ নিচ্ছে ১০টি দল। গ্রুপ ‘বি’তে বাংলাদেশ খেলবে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, এবং স্কটল্যান্ডের বিপক্ষে।গ্রুপ এ’তে আছে পাকিস্তান, ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং শ্রীলংকা নারী দল। ২০১৪ সাল থেকে শুরু করে এ পর্যন্ত পাঁচটি আসরে খেলেছে বাংলাদেশ।

প্রতিবারই বিদায় নিয়েছে প্রথম রাউন্ড থেকে। এবার ভালো স্কোর গড়ার লক্ষ্য বাঘিনীদের। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ স্বাগতিক দেশ হওয়ার কথা থাকলেও রাজনৈতিক পটপরিবর্তনের কারণে নিরাপত্তা ইস্যুতে আইসিসি তা আমিরাতে সরিয়ে নেয়।

Facebook Comments Box