ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

নৌকার প্রচার শেষে বাড়ি ফেরার পথে দুই ভাই খুন

পটুয়াখালি প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:৩০:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩ ৩২ বার পঠিত

পটুয়াখালীতে নৌকা মার্কার প্রচার চালিয়ে বাড়ি ফেরার সময় হামলায় সেলিম মুন্সী (৪৫) ও তার চাচাতো ভাই আলাউদ্দিন মুন্সী (৫০) ‘খুন’ হয়েছেন।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ১০টায় পটুয়াখালীর বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের আতশখালি গ্রামে ৮নং ওয়ার্ডে এ ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে সেলিম মুন্সী ও তার লোকজনদের সঙ্গে চাচাতো ভাই আলাউদ্দিনের বিরোধ চলে আসছিল। ঘটনার দিন রাত সাড়ে ১০টার দিকে সেলিম মুন্সী নৌকার প্রচার চালিয়ে বাড়ি ফিরছিলেন। বাড়ির অদূরে আলাউদ্দিন মুন্সী ও তার লোকজন তার ওপর হামলা চালিয়ে কুপিয়ে হত্যা করে। এসময় আলাউদ্দিন মুন্সীও মারা যান। তবে, তিনি মারামারির মধ্যে পড়ে নাকি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন, তা জানা যায়নি।
৮নং ওয়ার্ডের ইউপি সদস্য সাহাবুদ্দিন সাবু বলেন, ‘সেলিম মুন্সী ও আলাউদ্দিন মুন্সী আপন চাচাতো ভাই। শুনেছি তাদের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। আর এ বিরোধের জের ধরে সেলিম মুন্সীর ওপর হামলা করে। ঘটনাস্থলে তিনি মারা যান। ঠিক একই সময় আলাউদ্দিন মুন্সীও মারা গেছেন। তবে, তিনি কীভাবে মারা গেছেন তা বলতে পারব না।
খবর পেয়ে বাউফল থানার ওসি শোনিত কুমারের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। তবে এ ব্যাপারে ওসির কোনো বক্তব্য পাওয়া যায়নি।
Facebook Comments Box
ট্যাগস :

নৌকার প্রচার শেষে বাড়ি ফেরার পথে দুই ভাই খুন

আপডেট সময় : ০৮:৩০:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩

পটুয়াখালীতে নৌকা মার্কার প্রচার চালিয়ে বাড়ি ফেরার সময় হামলায় সেলিম মুন্সী (৪৫) ও তার চাচাতো ভাই আলাউদ্দিন মুন্সী (৫০) ‘খুন’ হয়েছেন।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ১০টায় পটুয়াখালীর বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের আতশখালি গ্রামে ৮নং ওয়ার্ডে এ ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে সেলিম মুন্সী ও তার লোকজনদের সঙ্গে চাচাতো ভাই আলাউদ্দিনের বিরোধ চলে আসছিল। ঘটনার দিন রাত সাড়ে ১০টার দিকে সেলিম মুন্সী নৌকার প্রচার চালিয়ে বাড়ি ফিরছিলেন। বাড়ির অদূরে আলাউদ্দিন মুন্সী ও তার লোকজন তার ওপর হামলা চালিয়ে কুপিয়ে হত্যা করে। এসময় আলাউদ্দিন মুন্সীও মারা যান। তবে, তিনি মারামারির মধ্যে পড়ে নাকি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন, তা জানা যায়নি।
৮নং ওয়ার্ডের ইউপি সদস্য সাহাবুদ্দিন সাবু বলেন, ‘সেলিম মুন্সী ও আলাউদ্দিন মুন্সী আপন চাচাতো ভাই। শুনেছি তাদের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। আর এ বিরোধের জের ধরে সেলিম মুন্সীর ওপর হামলা করে। ঘটনাস্থলে তিনি মারা যান। ঠিক একই সময় আলাউদ্দিন মুন্সীও মারা গেছেন। তবে, তিনি কীভাবে মারা গেছেন তা বলতে পারব না।
খবর পেয়ে বাউফল থানার ওসি শোনিত কুমারের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। তবে এ ব্যাপারে ওসির কোনো বক্তব্য পাওয়া যায়নি।
Facebook Comments Box