ঢাকা ০৪:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

নেতানিয়াহুকে ইরানে হামলা চালাতে নিষেধ করলেন বাইডেন

সারাবেলার সংবাদ ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৫৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০২৪ ১৭ বার পঠিত

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাব না দিতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন বলে একটি ইসরাইলি পত্রিকা খবর দিয়েছে।

ইসরাইলের হিব্রু ভাষার পত্রিকা ইসরাইল আল-ইয়াওমের বরাত দিয়ে ফিলিস্তিনি বার্তা সংস্থা সামা এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু হওয়ার পর ইসরাইলি ওয়ার কেবিনেটের বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ওই বৈঠকে ইরানের বিরুদ্ধে পাল্টা হামলা চালানোর সিদ্ধান্ত নেয়া হয়।

অন্যদিকে একই সময়ে ওয়াশিংটন ডিসিতে নিজের জাতীয় প্রতিরক্ষা টিমকে নিয়ে প্রায় দুই ঘণ্টা বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দুই রাজধানীতে দুই বৈঠকের পর বাইডেন টেলিফোনে নেতানিয়াহুর সঙ্গে কথা বলেন।

ফোনালাপে কী কথা হয়েছে তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি তবে একটি মার্কিন সূত্র বলেছে, বাইডেন নেতানিয়াহুকে বলেছেন, ইসরাইল যেন ইরানে পাল্টা হামলা না চালায়। এমনকি মার্কিন প্রেসিডেন্ট এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন যে, নেতানিয়াহু ওয়াশিংটনকে মধ্যপ্রাচ্যে একটি বৃহত্তর যুদ্ধে জড়াতে চান। তিনি এ ধরনের প্রচেষ্টা থেকে বিরত থাকতে নেতানিয়াহুর প্রতি আহ্বান জানান।

গত ১ এপ্রিল দামেস্কের ইরানি কনস্যুলেটে ইসরাইলি বিমান হামলার পর তেহরান ওই হামলার জন্য সরাসরি ওয়াশিংটনকে দায়ী করেছিল। এরপর ইরান ইসরাইলে হামলা চালাবে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে জল্পনা শুরু হওয়ার পর ওয়াশিংটন বলে আসছিল যে, দামেস্কের হামলা সম্পর্কে ইসরাইল আগেভাগে আমেরিকাকে কিছু জানায়নি; কাজেই ইরান যেন মধ্যপ্রাচ্যে মার্কিন অবস্থানে কোনো হামলা না চালায়।

এদিকে, মার্কিন জাতীয় নিরাপত্তা টিমের সদস্যদেরকে এই দায়িত্ব দেয়া হয়েছে যে, তারা যেন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে তাদের সমকক্ষদের সঙ্গে যোগাযোগ করে সবাইকে এই বার্তা দেন যে, মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ এখানেই নিয়ন্ত্রণ করতে হবে।

জো বাইডেনের জাতীয় নিরাপত্তা টিমের সদস্যদের অন্যতম হলেন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন, মার্কিন সেনাপ্রধান জেনারেল চার্লস ব্রাউন, গোয়েন্দা সংস্থা সিআইএ’র প্রধান উইলিয়াম বার্নস, ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক এপ্রিল হেইনস, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান, উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন ফেইনার, প্রেসিডেন্টের উপদেষ্টা স্টিভ রিকিটি, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা বিষয়ক জাতীয় নিরাপত্তা পরিষদের সমন্বয়ক ব্রেট ম্যাকগার্ক এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

Facebook Comments Box
ট্যাগস :

নেতানিয়াহুকে ইরানে হামলা চালাতে নিষেধ করলেন বাইডেন

আপডেট সময় : ০৬:৫৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০২৪

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাব না দিতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন বলে একটি ইসরাইলি পত্রিকা খবর দিয়েছে।

ইসরাইলের হিব্রু ভাষার পত্রিকা ইসরাইল আল-ইয়াওমের বরাত দিয়ে ফিলিস্তিনি বার্তা সংস্থা সামা এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু হওয়ার পর ইসরাইলি ওয়ার কেবিনেটের বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ওই বৈঠকে ইরানের বিরুদ্ধে পাল্টা হামলা চালানোর সিদ্ধান্ত নেয়া হয়।

অন্যদিকে একই সময়ে ওয়াশিংটন ডিসিতে নিজের জাতীয় প্রতিরক্ষা টিমকে নিয়ে প্রায় দুই ঘণ্টা বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দুই রাজধানীতে দুই বৈঠকের পর বাইডেন টেলিফোনে নেতানিয়াহুর সঙ্গে কথা বলেন।

ফোনালাপে কী কথা হয়েছে তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি তবে একটি মার্কিন সূত্র বলেছে, বাইডেন নেতানিয়াহুকে বলেছেন, ইসরাইল যেন ইরানে পাল্টা হামলা না চালায়। এমনকি মার্কিন প্রেসিডেন্ট এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন যে, নেতানিয়াহু ওয়াশিংটনকে মধ্যপ্রাচ্যে একটি বৃহত্তর যুদ্ধে জড়াতে চান। তিনি এ ধরনের প্রচেষ্টা থেকে বিরত থাকতে নেতানিয়াহুর প্রতি আহ্বান জানান।

গত ১ এপ্রিল দামেস্কের ইরানি কনস্যুলেটে ইসরাইলি বিমান হামলার পর তেহরান ওই হামলার জন্য সরাসরি ওয়াশিংটনকে দায়ী করেছিল। এরপর ইরান ইসরাইলে হামলা চালাবে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে জল্পনা শুরু হওয়ার পর ওয়াশিংটন বলে আসছিল যে, দামেস্কের হামলা সম্পর্কে ইসরাইল আগেভাগে আমেরিকাকে কিছু জানায়নি; কাজেই ইরান যেন মধ্যপ্রাচ্যে মার্কিন অবস্থানে কোনো হামলা না চালায়।

এদিকে, মার্কিন জাতীয় নিরাপত্তা টিমের সদস্যদেরকে এই দায়িত্ব দেয়া হয়েছে যে, তারা যেন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে তাদের সমকক্ষদের সঙ্গে যোগাযোগ করে সবাইকে এই বার্তা দেন যে, মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ এখানেই নিয়ন্ত্রণ করতে হবে।

জো বাইডেনের জাতীয় নিরাপত্তা টিমের সদস্যদের অন্যতম হলেন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন, মার্কিন সেনাপ্রধান জেনারেল চার্লস ব্রাউন, গোয়েন্দা সংস্থা সিআইএ’র প্রধান উইলিয়াম বার্নস, ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক এপ্রিল হেইনস, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান, উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন ফেইনার, প্রেসিডেন্টের উপদেষ্টা স্টিভ রিকিটি, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা বিষয়ক জাতীয় নিরাপত্তা পরিষদের সমন্বয়ক ব্রেট ম্যাকগার্ক এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

Facebook Comments Box