ঢাকা ০২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

নিখোঁজের ছয়দিন পর বৈষম্যবিরোধী শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:০৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪ ৭ বার পঠিত

নিখোঁজ হওয়ার ছয়দিন পর খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া কলেজ শিক্ষার্থী কদরুল হাসানকে অচেতন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

বুধবার ভোরে খুলনা নগরের দারোগার লেনে সুলতানিয়া আহম্মেদ জামে মসজিদ এলাকা থেকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘বাংলাদেশ সংবাদ সংস্থা’ (বাসস)।

পরে মি. হাসানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও তার সাথে ঠিক কী হয়েছিল বা এতদিন কোথায় ছিলেন, সেটি এখনও জানা যায়নি বলে জানিয়েছেন লবণচরা থানার এসআই অনুপ কুমার।

কদরুল হাসানকে গত বৃহস্পতিবার থেকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না বলে জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতারা। পরে তার সন্ধান চেয়ে সোমবার সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেন স্বজন ও সহপাঠীরা।

Facebook Comments Box
ট্যাগস :

নিখোঁজের ছয়দিন পর বৈষম্যবিরোধী শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার

আপডেট সময় : ১০:০৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪

নিখোঁজ হওয়ার ছয়দিন পর খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া কলেজ শিক্ষার্থী কদরুল হাসানকে অচেতন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

বুধবার ভোরে খুলনা নগরের দারোগার লেনে সুলতানিয়া আহম্মেদ জামে মসজিদ এলাকা থেকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘বাংলাদেশ সংবাদ সংস্থা’ (বাসস)।

পরে মি. হাসানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও তার সাথে ঠিক কী হয়েছিল বা এতদিন কোথায় ছিলেন, সেটি এখনও জানা যায়নি বলে জানিয়েছেন লবণচরা থানার এসআই অনুপ কুমার।

কদরুল হাসানকে গত বৃহস্পতিবার থেকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না বলে জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতারা। পরে তার সন্ধান চেয়ে সোমবার সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেন স্বজন ও সহপাঠীরা।

Facebook Comments Box