ঢাকা ০৪:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

না ফেরার দেশে আহমেদ রুবেল

আনন্দলোক প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:৩০:৪৫ অপরাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪ ৬৬ বার পঠিত

অভিনেতা আহমেদ রুবেল

জনপ্রিয় অভিনেতা আহমেদ রুবেল আর নেই। বুধবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
অভিনেতার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন পরিচালক নুরুল আলম আতিক।
অভিনয়শিল্পী সংঘের সূত্রে জানা গেছে, হৃদরোগে আক্রান্ত হলে দ্রুত তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক অভিনেতাকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৫৫ বছর।

এদিন সন্ধ্যায় বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে নতুন সিনেমা ‘পেয়ারার সুবাস’র প্রিমিয়ারে অংশ নেওয়ার কথা ছিল তার। সেই লক্ষ্যে বাসা থেকে রওনাও দিয়েছিলেন। শপিং মলের পার্কিংয়ে তিনি মাথা ঘুরে পড়ে যান। এরপর তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। কিন্তু ততক্ষণে তিনি আর পৃথিবীতে নেই।

তার পুরো নাম আহমেদ রেজা রুবেল। ১৯৬৮ সালের ৩ মে চাঁপাইনবাবগঞ্জ শহরের রাজারামপুর গ্রামে তার জন্ম। মঞ্চনাটক দিয়েই তার উঠে আসা। নন্দিত নাট্যকার সেলিম আল দীনের ‘ঢাকা থিয়েটার’-এ কাজের মাধ্যমেই তার পথচলার সূচনা। এরপর টেলিভিশন নাটক ও সিনেমায় অভিনয় করে নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন।

বলা হয়, দেশের অন্যতম আন্ডাররেটেড অভিনেতা আহমেদ রুবেল। যাকে শোবিজ অঙ্গন যথার্থ ব্যবহার করতে পারেনি। তার অভিনীত সিনেমার মধ্যে রয়েছে চন্দ্রকথা, ব্যাচেলর, শ্যামল ছায়া, গেরিলা, জোনাকির আলো, লাল মোরগের ঝুঁটি, চিরঞ্জীব মুজিব ইত্যাদি। হুমায়ূন আহমেদের ঈদ নাটক পোকা, যেখানে তার অভিনীত ঘোড়া মজিদ চরিত্রটি জনপ্রিয়তা অর্জন করে। তারপর তিনি একুশে টেলিভিশনের ধারবাহিক নাটক প্রেত-এ অভিনয় করেন। প্রেত নাটকটি মুহম্মদ জাফর ইকবালের একই নামের উপন্যাস হতে নির্মিত এবং এর পরিচালক আহির আলম। এই ধারাবাহিক নাটকটি অনেক জনপ্রিয় ছিল এবং এই নাটকে তার অভিনয় জাফর ইকবাল দ্বারা প্রশংসিত হয়।

নতুন ছবি ‘পেয়ারার সুবাস’র কাজ অনেক আগেই সম্পন্ন হয়েছিল। নানা কারণে মুক্তির আলোয় আসতে বিলম্ব। আগামী ৯ ফেব্রুয়ারি ছবিটি মুক্তির কথা রয়েছে। এতে তিনি ছাড়াও অভিনয় করেছেন জয়া আহসান, তারিক আনাম খান প্রমুখ।

Facebook Comments Box
ট্যাগস :

না ফেরার দেশে আহমেদ রুবেল

আপডেট সময় : ০৭:৩০:৪৫ অপরাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪
জনপ্রিয় অভিনেতা আহমেদ রুবেল আর নেই। বুধবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
অভিনেতার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন পরিচালক নুরুল আলম আতিক।
অভিনয়শিল্পী সংঘের সূত্রে জানা গেছে, হৃদরোগে আক্রান্ত হলে দ্রুত তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক অভিনেতাকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৫৫ বছর।

এদিন সন্ধ্যায় বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে নতুন সিনেমা ‘পেয়ারার সুবাস’র প্রিমিয়ারে অংশ নেওয়ার কথা ছিল তার। সেই লক্ষ্যে বাসা থেকে রওনাও দিয়েছিলেন। শপিং মলের পার্কিংয়ে তিনি মাথা ঘুরে পড়ে যান। এরপর তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। কিন্তু ততক্ষণে তিনি আর পৃথিবীতে নেই।

তার পুরো নাম আহমেদ রেজা রুবেল। ১৯৬৮ সালের ৩ মে চাঁপাইনবাবগঞ্জ শহরের রাজারামপুর গ্রামে তার জন্ম। মঞ্চনাটক দিয়েই তার উঠে আসা। নন্দিত নাট্যকার সেলিম আল দীনের ‘ঢাকা থিয়েটার’-এ কাজের মাধ্যমেই তার পথচলার সূচনা। এরপর টেলিভিশন নাটক ও সিনেমায় অভিনয় করে নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন।

বলা হয়, দেশের অন্যতম আন্ডাররেটেড অভিনেতা আহমেদ রুবেল। যাকে শোবিজ অঙ্গন যথার্থ ব্যবহার করতে পারেনি। তার অভিনীত সিনেমার মধ্যে রয়েছে চন্দ্রকথা, ব্যাচেলর, শ্যামল ছায়া, গেরিলা, জোনাকির আলো, লাল মোরগের ঝুঁটি, চিরঞ্জীব মুজিব ইত্যাদি। হুমায়ূন আহমেদের ঈদ নাটক পোকা, যেখানে তার অভিনীত ঘোড়া মজিদ চরিত্রটি জনপ্রিয়তা অর্জন করে। তারপর তিনি একুশে টেলিভিশনের ধারবাহিক নাটক প্রেত-এ অভিনয় করেন। প্রেত নাটকটি মুহম্মদ জাফর ইকবালের একই নামের উপন্যাস হতে নির্মিত এবং এর পরিচালক আহির আলম। এই ধারাবাহিক নাটকটি অনেক জনপ্রিয় ছিল এবং এই নাটকে তার অভিনয় জাফর ইকবাল দ্বারা প্রশংসিত হয়।

নতুন ছবি ‘পেয়ারার সুবাস’র কাজ অনেক আগেই সম্পন্ন হয়েছিল। নানা কারণে মুক্তির আলোয় আসতে বিলম্ব। আগামী ৯ ফেব্রুয়ারি ছবিটি মুক্তির কথা রয়েছে। এতে তিনি ছাড়াও অভিনয় করেছেন জয়া আহসান, তারিক আনাম খান প্রমুখ।

Facebook Comments Box