ঢাকা ০৯:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪, ৬ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, একজন আটক

নারায়ণগঞ্জ প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:৫৫:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪ ৬৫ বার পঠিত

শহরের পাইকপাড়া শাহ সুজা রোড এলাকায় একটি বাড়িতে কবুতর পালনের আড়ালে অস্ত্র তৈরির কার্যক্রম পরিচালিত হত

নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্র তৈরির কারখানার সন্ধান পাওয়ার পর সেখানে অভিযান চালিয়ে দুইটি দেশীয় রিভলভার, অস্ত্র তৈরির সরঞ্জাম ও কার্তুজসহ একজনকে আটক করেছে জেলা গো‌য়েন্দা পুলিশ।

বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের পাইকপাড়া শাহ সুজা রোড এলাকায় একটি বাড়িতে অভিযান চলে। সেখানে কবুতর পালনের আড়ালে অস্ত্র তৈরির কার্যক্রম পরিচালিত হত।

সেখান থেকে আটক মো. করিম মিয়া চাঁদপুরের হাইমচরের মহেশপুরের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে। ৯০ দশকের দিকে তিনি এখানে আসেন এবং বোনের বাসায় থাকতে শুরু করেন। তিনি কবুতর পালন করতেন।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা জানান, প্রায় একমাস আগে থেকে আমরা এটা নজরদারিতে রাখছিলাম। বিকেলে অভিযান পরিচালনা করে এগুলো উদ্ধার ও একজনকে আটক করা হয়েছে। এর সাথে আর কারা জড়িত, এর ক্রেতা কারা, তা খুঁজে বের করতে কাজ চলছে।

দীর্ঘদিন ধরে তিনি হাতে তৈরি পিস্তল রিভলভার যখন যেমন চাহিদা তৈরি করে সাপ্লাই দিয়ে আসছিলেন এবং এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

Facebook Comments Box
ট্যাগস :

নারায়ণগঞ্জে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, একজন আটক

আপডেট সময় : ০৭:৫৫:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪

নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্র তৈরির কারখানার সন্ধান পাওয়ার পর সেখানে অভিযান চালিয়ে দুইটি দেশীয় রিভলভার, অস্ত্র তৈরির সরঞ্জাম ও কার্তুজসহ একজনকে আটক করেছে জেলা গো‌য়েন্দা পুলিশ।

বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের পাইকপাড়া শাহ সুজা রোড এলাকায় একটি বাড়িতে অভিযান চলে। সেখানে কবুতর পালনের আড়ালে অস্ত্র তৈরির কার্যক্রম পরিচালিত হত।

সেখান থেকে আটক মো. করিম মিয়া চাঁদপুরের হাইমচরের মহেশপুরের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে। ৯০ দশকের দিকে তিনি এখানে আসেন এবং বোনের বাসায় থাকতে শুরু করেন। তিনি কবুতর পালন করতেন।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা জানান, প্রায় একমাস আগে থেকে আমরা এটা নজরদারিতে রাখছিলাম। বিকেলে অভিযান পরিচালনা করে এগুলো উদ্ধার ও একজনকে আটক করা হয়েছে। এর সাথে আর কারা জড়িত, এর ক্রেতা কারা, তা খুঁজে বের করতে কাজ চলছে।

দীর্ঘদিন ধরে তিনি হাতে তৈরি পিস্তল রিভলভার যখন যেমন চাহিদা তৈরি করে সাপ্লাই দিয়ে আসছিলেন এবং এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

Facebook Comments Box