ঢাকা ১১:২৯ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ৪ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আওয়ামী দোসরদের গুরুত্বপূর্ণ পদে রেখে সরকার সফল হবে না: তারেক Logo স্বৈরাচারের হিংস্র থাবা থেকে দেশ এখনও মুক্ত নয়: রিজভী Logo হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারকে যেভাবে ইসরায়েল খুঁজে বের করে হত্যা করেছে Logo সোনারগাঁওয়ে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু Logo সংবাদ প্রকাশের পর বৃদ্ধা মহিলার ঠাই হলো স্বামীর বসত ভিটায় Logo সোনারগাঁয়ে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সরকারি হালট দখল করে বালু ভরাট Logo ‘সংস্কারের ধীর গতি’ ও কাজের গুরুত্ব নির্ধারণ নিয়ে সমালোচনা, কী বলছেন উপদেষ্টারা? Logo আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার বিচার কার্যক্রম শুরু আজ Logo বাড়তে পারে ঈদ ও পূজার সরকারি ছুটি Logo আগামী বছর থেকে আবারও মাধ্যমিকে বিভাগ বিভাজন শুরু

দ্বিতীয় ধাপে ১৬১ উপজেলায় ভোট ২১ মে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
  • আপডেট সময় : ০৪:৩০:৩৯ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪ ৩০ বার পঠিত

ঢাকা : স্থানীয় সরকারের উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে আগামী ২১ মে দেশের ১৬১টি উপজেলায় ভোটগ্রহণ করা হবে। সোমবার (১ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত কমিশন সভায় উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের এই তফসিল ঘোষণা করা হয়।

সভা শেষে ইসি সচিব জাহাংগীর আলম সাংবাদিকদের বলেন, “তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২১ এপ্রিল। মনোনয়ন বাছাই ২৩ এপ্রিল। মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল ২৪ থেকে ২৬ এপ্রিল। আপিল নিষ্পত্তি হবে ২৭ থেকে ২৯ এপ্রিল। মনোনয়পত্র প্রত্যাহারের তারিখ ৩০ এপ্রিল। প্রতীক বরাদ্দ ২ মে। ভোট হবে ২১ মে।”

এর আগে গত ২১ মার্চ উপজেলা নির্বাচনের প্রথম ধাপের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী, প্রথম ধাপে আগামী ৮ মে ১৫২ উপজেলায় ভোট হবে। জানান, আগামী ২১ মে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দেশের ১৬১ উপজেলায় ভোটগ্রহণ হবে। কিছু উপজেলায়

দ্বিতীয় ধাপে ব্যালটের পাশাপাশি ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হবে জানিয়ে ইসি সচিব বলেন, ভোটগ্রহণ সকাল ৮টায় শুরু হয়ে একটানা বিকাল ৪টা পর্যন্ত চলবে। শরীয়তপুর, চাঁদপুর, জামালপুর, পাবনা, সিরাজগঞ্জ, যশোর, পিরোজপুর, মানিকগঞ্জ ও কক্সবাজার– এই ৯ জেলার উপজেলাগুলোতে ভোট হবে ইভিএমে হবে।

যেসব উপজেলায় ভোটারের সংখ্যা বেশি সেসব উপজেলার প্রসঙ্গ টেনে জাহাংগীর আলম বলেন, “যেখানে ভোটার পাঁচ লক্ষাধিক, সেখানে একাধিক সহকারী রিটার্নিং কর্মকর্তা থাকবেন।”

উপজেলা পরিষদ নির্বাচনে অনলাইনে মনোনয়ন বাধ্যতামূলক জানিয়ে তিনি বলেন, “সম্পূর্ণ কাজটা অনলাইনে করতে হবে। জামানতের টাকা অনলাইন ব্যাংকিয়ের মাধ্যমে জমা দিতে হবে।”

ইসি সচিব আরও জানান, অতিরিক্ত জেলা প্রশাসকরা নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।

উপজেলা ভোটে এমপিদের প্রভাব বিস্তারের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ইসি সচিব বলেন, প্রত্যেকটা নির্বাচন বিধি অনুযায়ী পরিচালিত হয়। আচরণ বিধিমালা আছে, সেটা কঠোরভাবে প্রয়োগ করা হবে।

ঝিনাইদহ-১ আসনে উপ-নির্বাচনের তফসিল নিয়ে কমিশনে আলোচনা হয়নি বলে জানিয়েছেন ইসি সচিব জাহাংগীর আলম। তিনি বলেন, “ঈদের পর এ বিষয়ে আলোচনা হবে। আমার জানা মতে, এ বিষয়ে কোর্টে একটি মামলা চলছে। আগে যিনি পরাজিত প্রার্থী, তিনি একটি মামলা করেছেন। সেই মামলার কাগজপত্র হাতে পেলে আমরা সিদ্ধান্ত নেব।”

Facebook Comments Box
ট্যাগস :

দ্বিতীয় ধাপে ১৬১ উপজেলায় ভোট ২১ মে

আপডেট সময় : ০৪:৩০:৩৯ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪

ঢাকা : স্থানীয় সরকারের উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে আগামী ২১ মে দেশের ১৬১টি উপজেলায় ভোটগ্রহণ করা হবে। সোমবার (১ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত কমিশন সভায় উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের এই তফসিল ঘোষণা করা হয়।

সভা শেষে ইসি সচিব জাহাংগীর আলম সাংবাদিকদের বলেন, “তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২১ এপ্রিল। মনোনয়ন বাছাই ২৩ এপ্রিল। মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল ২৪ থেকে ২৬ এপ্রিল। আপিল নিষ্পত্তি হবে ২৭ থেকে ২৯ এপ্রিল। মনোনয়পত্র প্রত্যাহারের তারিখ ৩০ এপ্রিল। প্রতীক বরাদ্দ ২ মে। ভোট হবে ২১ মে।”

এর আগে গত ২১ মার্চ উপজেলা নির্বাচনের প্রথম ধাপের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী, প্রথম ধাপে আগামী ৮ মে ১৫২ উপজেলায় ভোট হবে। জানান, আগামী ২১ মে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দেশের ১৬১ উপজেলায় ভোটগ্রহণ হবে। কিছু উপজেলায়

দ্বিতীয় ধাপে ব্যালটের পাশাপাশি ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হবে জানিয়ে ইসি সচিব বলেন, ভোটগ্রহণ সকাল ৮টায় শুরু হয়ে একটানা বিকাল ৪টা পর্যন্ত চলবে। শরীয়তপুর, চাঁদপুর, জামালপুর, পাবনা, সিরাজগঞ্জ, যশোর, পিরোজপুর, মানিকগঞ্জ ও কক্সবাজার– এই ৯ জেলার উপজেলাগুলোতে ভোট হবে ইভিএমে হবে।

যেসব উপজেলায় ভোটারের সংখ্যা বেশি সেসব উপজেলার প্রসঙ্গ টেনে জাহাংগীর আলম বলেন, “যেখানে ভোটার পাঁচ লক্ষাধিক, সেখানে একাধিক সহকারী রিটার্নিং কর্মকর্তা থাকবেন।”

উপজেলা পরিষদ নির্বাচনে অনলাইনে মনোনয়ন বাধ্যতামূলক জানিয়ে তিনি বলেন, “সম্পূর্ণ কাজটা অনলাইনে করতে হবে। জামানতের টাকা অনলাইন ব্যাংকিয়ের মাধ্যমে জমা দিতে হবে।”

ইসি সচিব আরও জানান, অতিরিক্ত জেলা প্রশাসকরা নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।

উপজেলা ভোটে এমপিদের প্রভাব বিস্তারের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ইসি সচিব বলেন, প্রত্যেকটা নির্বাচন বিধি অনুযায়ী পরিচালিত হয়। আচরণ বিধিমালা আছে, সেটা কঠোরভাবে প্রয়োগ করা হবে।

ঝিনাইদহ-১ আসনে উপ-নির্বাচনের তফসিল নিয়ে কমিশনে আলোচনা হয়নি বলে জানিয়েছেন ইসি সচিব জাহাংগীর আলম। তিনি বলেন, “ঈদের পর এ বিষয়ে আলোচনা হবে। আমার জানা মতে, এ বিষয়ে কোর্টে একটি মামলা চলছে। আগে যিনি পরাজিত প্রার্থী, তিনি একটি মামলা করেছেন। সেই মামলার কাগজপত্র হাতে পেলে আমরা সিদ্ধান্ত নেব।”

Facebook Comments Box