ঢাকা ০৯:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ৪ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

দেশকে কঠিন চক্রান্তের জালে আবদ্ধ করার চেস্টা করা হচ্ছে-শিমুল বিশ্বাস

পাবনা প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:২৩:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪ ১২০ বার পঠিত

জিয়া পরিষদ পাবনা জেলা শাখার ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখছেন বেগম খালেদাজিয়ার বিশেষ সহকারী এড.শামসুর রহমান শিমুল বিশ্বাস

বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদাজিয়ার বিশেষ সহকারী এড. শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, এই মূহুর্তে আমাদের দেশকে একটা কঠিন চক্রান্তের জালে আবদ্ধ করার চেস্টা করা হচ্ছে।বাংলার আকাশে নতুন শকুনের আনাগোনা শুরু হয়েছে। আমাদের সার্বভোমত্বর যে লড়াই আমরা নিজেদের ভাগ্য নিজেরাই গড়ার জন্য লড়াই করছি সেই দেশের সার্বভৌমত্ব বিনাশ করতে প্রথম তারা যে পরিকল্পনা করছে সাংস্কৃতিকভাবে , অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, আদর্শিকভাবে আমাদেরকে পরাভূত করা, বিভক্তকরা,

আমাদের আলেম সমাজকে নৈতি শক্তির উপর আঘাত করা , আমাদের শিক্ষকদের নৈতিক মনোবল ভেঙ্গে দেয়া, রাজনীতির মধ্যে বিশৃংখলা ও বিভেদ তৈরি করা। এ কাজগুলো যারা পরিকল্পিতভাবে করছে, তাদের লক্ষ্য বাংলাদেশকে একটি পরাধীন কলোনী রাষ্ট্র করা।  এই কলোনী রাষ্ট্র কেউ করতে পারবে না। তারা বৃথা চেস্টা করছে। কিন্তু এই বৃথা চেস্টার মাঝে আমরা অনেক কিছুই হারিয়ে ফেলেছি। আমাদের যদি দেশত্ববোধ না থাকে, নীতিবোধ না থাকে, ধর্মীয়বোধ না থাকে এক ঝাঁক জনগোষ্টি নিয়েও মাঠে দাড়াতে পারবো না। তাই আজ দেশপ্রেমকে জাগ্রত করে দেশত্ববোধ, নীতিবোধ , ধর্মীয়বোধ এ সব কিছু আমাদের ফিরিয়ে আনতে হবে।

রোববার বিকেলে শহরের পিসিসিএস রেষ্ট্রুরেন্টে জিয়া পরিষদ পাবনা জেলা শাখার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল পূর্ব এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি বলেন, ওয়ান ইলেভেনের সরকার আমাদের আধিপত্যবাদ ভারতের একাহীন পরিকল্পনায় যারা বহুবার এই মারাঠি শক্তি বাংলা লুন্ঠন করে এখানে থাকতে পারেনি। ফিরে গেছে। শুধু মারাঠারা নয় অন্য কোন শক্তি আমাদের দেশকে দখল করে রাখতে পারেনি। কিন্তু আমাদের যা কিছু সঞ্চিত থাকে, আদর্শবোধ থাকে যা কিছু সম্পদ লুঠে নেয়। আমাদেরকে রাজনৈতিকভাবে বিপর্যয়ে ফেলে দেয়। আমরা আজ এক অদৃশ্য আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করছি। এই লড়াইয়ে আমাদের শক্তিযোগাবে, আদর্শযোগাবে আমাদের দেশপ্রেম, আমাদের জাতীয়তাবোধ, আমাদের ধর্মীয়মুল্যেবোধ, আমাদের সততা, আমাদের সর্বোপরি দেশপ্রেম।

তিনি আরও বলেন, এই দেশপ্রেমকে জাগ্রত করার জন্য এই বাংলার রাখালরাজা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের রাজনীতিতে এক অনূকরনীয় দৃষ্টান্ত স্থাপন করে গেছে। ক্ষমতার মসনদে বসে সকল প্রকার লোভ লালসা, পক্ষপাতিত্ব সকল ধরণের  অন্যায়ের বিরুদ্ধে রুখে দাড়িয়েছিলেন জিহাদের মনোবল নিয়ে মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করা জন্য। মাত্র সাড়ে তিন বছরে বাংলাদেশকে বিশ্বদরবারে দেশপ্রেমিক হিসেবে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছিলেন।  তারই দলের অনুসারী এই জিয়া পরিষদ। পাবনার শিক্ষিত বিরাট একটা জনগোষ্টি। যারা নিজের খেয়ে সমাজের কল্যাণ করে।

পাবনা জেলা পরিষদের সভাপতি প্রফেসর ড. জাকির হুসাইনের সভাপতিত্বে ও  এড. নাজমুল হোসেন শাহিনের পরিচালনায় স্বাগত বক্তব্য দেন ইন্জি. আহসান জান চৌধুরি। এ সময় আরও বক্তব্য দেন, পাবনা জেলাবিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আব্দুস সামাদ খান মন্টু, সদস্য সচিব এড. মাকসুদুর রহমান মাসুদ খন্দকার, উপদেষ্টা এড. শাহআজিজুর রহমান, এড. শাজাহান,  যুগ্ন আহবায়ক শেখ তুহিন, রেহানুল ইসলাম বুলাল প্রমূখ

Facebook Comments Box
ট্যাগস :

দেশকে কঠিন চক্রান্তের জালে আবদ্ধ করার চেস্টা করা হচ্ছে-শিমুল বিশ্বাস

আপডেট সময় : ০১:২৩:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪

বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদাজিয়ার বিশেষ সহকারী এড. শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, এই মূহুর্তে আমাদের দেশকে একটা কঠিন চক্রান্তের জালে আবদ্ধ করার চেস্টা করা হচ্ছে।বাংলার আকাশে নতুন শকুনের আনাগোনা শুরু হয়েছে। আমাদের সার্বভোমত্বর যে লড়াই আমরা নিজেদের ভাগ্য নিজেরাই গড়ার জন্য লড়াই করছি সেই দেশের সার্বভৌমত্ব বিনাশ করতে প্রথম তারা যে পরিকল্পনা করছে সাংস্কৃতিকভাবে , অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, আদর্শিকভাবে আমাদেরকে পরাভূত করা, বিভক্তকরা,

আমাদের আলেম সমাজকে নৈতি শক্তির উপর আঘাত করা , আমাদের শিক্ষকদের নৈতিক মনোবল ভেঙ্গে দেয়া, রাজনীতির মধ্যে বিশৃংখলা ও বিভেদ তৈরি করা। এ কাজগুলো যারা পরিকল্পিতভাবে করছে, তাদের লক্ষ্য বাংলাদেশকে একটি পরাধীন কলোনী রাষ্ট্র করা।  এই কলোনী রাষ্ট্র কেউ করতে পারবে না। তারা বৃথা চেস্টা করছে। কিন্তু এই বৃথা চেস্টার মাঝে আমরা অনেক কিছুই হারিয়ে ফেলেছি। আমাদের যদি দেশত্ববোধ না থাকে, নীতিবোধ না থাকে, ধর্মীয়বোধ না থাকে এক ঝাঁক জনগোষ্টি নিয়েও মাঠে দাড়াতে পারবো না। তাই আজ দেশপ্রেমকে জাগ্রত করে দেশত্ববোধ, নীতিবোধ , ধর্মীয়বোধ এ সব কিছু আমাদের ফিরিয়ে আনতে হবে।

রোববার বিকেলে শহরের পিসিসিএস রেষ্ট্রুরেন্টে জিয়া পরিষদ পাবনা জেলা শাখার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল পূর্ব এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি বলেন, ওয়ান ইলেভেনের সরকার আমাদের আধিপত্যবাদ ভারতের একাহীন পরিকল্পনায় যারা বহুবার এই মারাঠি শক্তি বাংলা লুন্ঠন করে এখানে থাকতে পারেনি। ফিরে গেছে। শুধু মারাঠারা নয় অন্য কোন শক্তি আমাদের দেশকে দখল করে রাখতে পারেনি। কিন্তু আমাদের যা কিছু সঞ্চিত থাকে, আদর্শবোধ থাকে যা কিছু সম্পদ লুঠে নেয়। আমাদেরকে রাজনৈতিকভাবে বিপর্যয়ে ফেলে দেয়। আমরা আজ এক অদৃশ্য আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করছি। এই লড়াইয়ে আমাদের শক্তিযোগাবে, আদর্শযোগাবে আমাদের দেশপ্রেম, আমাদের জাতীয়তাবোধ, আমাদের ধর্মীয়মুল্যেবোধ, আমাদের সততা, আমাদের সর্বোপরি দেশপ্রেম।

তিনি আরও বলেন, এই দেশপ্রেমকে জাগ্রত করার জন্য এই বাংলার রাখালরাজা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের রাজনীতিতে এক অনূকরনীয় দৃষ্টান্ত স্থাপন করে গেছে। ক্ষমতার মসনদে বসে সকল প্রকার লোভ লালসা, পক্ষপাতিত্ব সকল ধরণের  অন্যায়ের বিরুদ্ধে রুখে দাড়িয়েছিলেন জিহাদের মনোবল নিয়ে মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করা জন্য। মাত্র সাড়ে তিন বছরে বাংলাদেশকে বিশ্বদরবারে দেশপ্রেমিক হিসেবে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছিলেন।  তারই দলের অনুসারী এই জিয়া পরিষদ। পাবনার শিক্ষিত বিরাট একটা জনগোষ্টি। যারা নিজের খেয়ে সমাজের কল্যাণ করে।

পাবনা জেলা পরিষদের সভাপতি প্রফেসর ড. জাকির হুসাইনের সভাপতিত্বে ও  এড. নাজমুল হোসেন শাহিনের পরিচালনায় স্বাগত বক্তব্য দেন ইন্জি. আহসান জান চৌধুরি। এ সময় আরও বক্তব্য দেন, পাবনা জেলাবিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আব্দুস সামাদ খান মন্টু, সদস্য সচিব এড. মাকসুদুর রহমান মাসুদ খন্দকার, উপদেষ্টা এড. শাহআজিজুর রহমান, এড. শাজাহান,  যুগ্ন আহবায়ক শেখ তুহিন, রেহানুল ইসলাম বুলাল প্রমূখ

Facebook Comments Box