ঢাকা ১২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

ছাত্রলীগের হামলা

দিনভর সংঘর্ষের ঘটনায় রাতে বিবৃতি দিয়ে নিন্দা জানাল ছাত্রদল

সারাবেলা সংবাদ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:২৫:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪ ১৫ বার পঠিত

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ছাত্রদলের নেতারা। আজ সোমবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই নিন্দা জানান।

বিবৃতি ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, শিক্ষার্থীদের ওপর হামলা করা, তাদেরকে জিম্মি করাই আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনৈতিক ইতিহাস। কিন্তু বাংলাদেশের ছাত্রসমাজ কখনোই এই মাফিয়া অপশক্তির হাতে দেশ, ক্যাম্পাস, হলগুলোকে ছেড়ে দিতে পারে না। যৌক্তিক দাবিতে বাংলাদেশ ছাত্রদল অতীতে শিক্ষার্থীদের পাশে ছিল। ছাত্রলীগের হেলমেটবাহিনীকে প্রতিরোধ-প্রতিহতে ও সাধারণ ছাত্রছাত্রীদের নিরাপত্তায় সর্বতোভাবে শিক্ষার্থীদের পাশে থাকবে ছাত্রদল।

বিবৃতিতে বলা হয়, স্বৈরাচার শেখ হাসিনার সন্ত্রাসী বাহিনী ছাত্রলীগের সশস্ত্র ক্যাডাররা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল, ক্যাম্পাসের মলচত্বর, হলপাড়াসহ বিভিন্ন জায়গায় সাধারণ শিক্ষার্থীদের ওপর হায়েনার মতো বর্বর হামলা চালাচ্ছে। যৌক্তিক দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদেরকে রক্তাক্ত করছে। ছাত্রলীগের এমন বর্বরোচিত সন্ত্রাসী হামলার তীব্র ক্ষোভ প্রকাশ করছে ছাত্রদল।

তারা বিবৃতিতে বলেন, ওবায়দুল কাদেরের পক্ষ থেকে হামলার সরাসরি নির্দেশনা পেয়ে আজ রড, চাপাতি, পিস্তল, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল, শহীদুল্লাহ হল, মলচত্বর, ভিসি চত্বর, হলপাড়াসহ বিভিন্ন স্থানে নিরস্ত্র সাধারণ শিক্ষার্থীদের ওপর হায়েনার মতো ঝাঁপিয়ে পড়ে ছাত্রলীগের হেলমেটবাহিনী। এমনকি এরা ঢাকা মেডিকেল কলেজের ভেতরে ঢুকেও আহত শিক্ষার্থী ও তাদের সাথে চিকিৎসার প্রয়োজনে আসা সঙ্গীয় শিক্ষার্থীদের ওপর নজিরবিহীন হামলা চালায়। হাইকমান্ডের কাছ থেকে নির্দেশনা পেয়ে এই হেলমেটবাহিনী আজ আরও বহু শিক্ষাঙ্গনে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে। এতে আহত হয়েছে অগণিত শিক্ষার্থীরা। এদের মাঝে অনেকের অবস্থাই আশঙ্কাজনক।

Facebook Comments Box
ট্যাগস :

ছাত্রলীগের হামলা

দিনভর সংঘর্ষের ঘটনায় রাতে বিবৃতি দিয়ে নিন্দা জানাল ছাত্রদল

আপডেট সময় : ১২:২৫:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ছাত্রদলের নেতারা। আজ সোমবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই নিন্দা জানান।

বিবৃতি ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, শিক্ষার্থীদের ওপর হামলা করা, তাদেরকে জিম্মি করাই আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনৈতিক ইতিহাস। কিন্তু বাংলাদেশের ছাত্রসমাজ কখনোই এই মাফিয়া অপশক্তির হাতে দেশ, ক্যাম্পাস, হলগুলোকে ছেড়ে দিতে পারে না। যৌক্তিক দাবিতে বাংলাদেশ ছাত্রদল অতীতে শিক্ষার্থীদের পাশে ছিল। ছাত্রলীগের হেলমেটবাহিনীকে প্রতিরোধ-প্রতিহতে ও সাধারণ ছাত্রছাত্রীদের নিরাপত্তায় সর্বতোভাবে শিক্ষার্থীদের পাশে থাকবে ছাত্রদল।

বিবৃতিতে বলা হয়, স্বৈরাচার শেখ হাসিনার সন্ত্রাসী বাহিনী ছাত্রলীগের সশস্ত্র ক্যাডাররা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল, ক্যাম্পাসের মলচত্বর, হলপাড়াসহ বিভিন্ন জায়গায় সাধারণ শিক্ষার্থীদের ওপর হায়েনার মতো বর্বর হামলা চালাচ্ছে। যৌক্তিক দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদেরকে রক্তাক্ত করছে। ছাত্রলীগের এমন বর্বরোচিত সন্ত্রাসী হামলার তীব্র ক্ষোভ প্রকাশ করছে ছাত্রদল।

তারা বিবৃতিতে বলেন, ওবায়দুল কাদেরের পক্ষ থেকে হামলার সরাসরি নির্দেশনা পেয়ে আজ রড, চাপাতি, পিস্তল, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল, শহীদুল্লাহ হল, মলচত্বর, ভিসি চত্বর, হলপাড়াসহ বিভিন্ন স্থানে নিরস্ত্র সাধারণ শিক্ষার্থীদের ওপর হায়েনার মতো ঝাঁপিয়ে পড়ে ছাত্রলীগের হেলমেটবাহিনী। এমনকি এরা ঢাকা মেডিকেল কলেজের ভেতরে ঢুকেও আহত শিক্ষার্থী ও তাদের সাথে চিকিৎসার প্রয়োজনে আসা সঙ্গীয় শিক্ষার্থীদের ওপর নজিরবিহীন হামলা চালায়। হাইকমান্ডের কাছ থেকে নির্দেশনা পেয়ে এই হেলমেটবাহিনী আজ আরও বহু শিক্ষাঙ্গনে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে। এতে আহত হয়েছে অগণিত শিক্ষার্থীরা। এদের মাঝে অনেকের অবস্থাই আশঙ্কাজনক।

Facebook Comments Box