ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

তৃণমূল বিএনপিকে তলাবিহীন ঝুড়ি বলে সরে গেলেন প্রার্থী

যশোর প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:১০:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪ ৪৫ বার পঠিত

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন যশোর-৫ মণিরামপুর আসনের তৃণমূল বিএনপির প্রার্থী মেজর (অবসরপ্রাপ্ত) আ. ন. ম. মোস্তফা বনি

দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন যশোর-৫ মণিরামপুর আসনের তৃণমূল বিএনপির প্রার্থী মেজর (অবসরপ্রাপ্ত) আ. ন. ম. মোস্তফা বনি।

শুক্রবার (৫ জানুয়ারি) দুপুরে প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

সংবাদ সম্মেলনে বনি বলেন, `তৃণমূল বিএনপি থেকে মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার শুরু থেকেই অত্যন্ত হীনমন্যতায় ভুগছি এবং আত্মদহনে দগ্ধ হচ্ছি। প্রকৃতপক্ষে তৃণমূল বিএনপি একটি অত্যন্ত কৃষকায়, তলাবিহীন ঝুড়ির মতো দল। একজন সাবেক সেনা কর্মকর্তার জন্য সংসদ নির্বাচনে প্রার্থী হয়ে এমন একটি দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করা অত্যন্ত বেমানান এবং অমর্যাদাকর। এই দল আমার জন্য মানানসই নয় এবং সংসদ সদস্য পদে প্রার্থিতা করার জন্য উপযুক্ত প্লাটফর্ম নয়।’

তিনি আরও বলেন, ‘দেশের বিরাজমান প্রতিকূল পরিস্থিতিতে নির্বাচনে অংশ নেয়াটা কতটুকু সমীচীন হবে, একজন বিবেকবান মানুষ হিসেবে সে বিষয়ে আমি যথেষ্ট সন্দিহান। দেরিতে হলেও এ বিষয়টি উপলব্ধি করতে পেরে দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে তৃণমূল বিএনপির সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন ও যশোর-৫ মনিরামপুর আসনের প্রার্থিতা প্রত্যাহার করে নিচ্ছি।’

সংবাদ সম্মেলনে তার সঙ্গে আবদুল্লাহ ইয়াসিন, মেহেদী ইমরান নামে তার ব্যক্তিগত সহকারী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
ট্যাগস :

তৃণমূল বিএনপিকে তলাবিহীন ঝুড়ি বলে সরে গেলেন প্রার্থী

আপডেট সময় : ০৭:১০:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪

দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন যশোর-৫ মণিরামপুর আসনের তৃণমূল বিএনপির প্রার্থী মেজর (অবসরপ্রাপ্ত) আ. ন. ম. মোস্তফা বনি।

শুক্রবার (৫ জানুয়ারি) দুপুরে প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

সংবাদ সম্মেলনে বনি বলেন, `তৃণমূল বিএনপি থেকে মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার শুরু থেকেই অত্যন্ত হীনমন্যতায় ভুগছি এবং আত্মদহনে দগ্ধ হচ্ছি। প্রকৃতপক্ষে তৃণমূল বিএনপি একটি অত্যন্ত কৃষকায়, তলাবিহীন ঝুড়ির মতো দল। একজন সাবেক সেনা কর্মকর্তার জন্য সংসদ নির্বাচনে প্রার্থী হয়ে এমন একটি দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করা অত্যন্ত বেমানান এবং অমর্যাদাকর। এই দল আমার জন্য মানানসই নয় এবং সংসদ সদস্য পদে প্রার্থিতা করার জন্য উপযুক্ত প্লাটফর্ম নয়।’

তিনি আরও বলেন, ‘দেশের বিরাজমান প্রতিকূল পরিস্থিতিতে নির্বাচনে অংশ নেয়াটা কতটুকু সমীচীন হবে, একজন বিবেকবান মানুষ হিসেবে সে বিষয়ে আমি যথেষ্ট সন্দিহান। দেরিতে হলেও এ বিষয়টি উপলব্ধি করতে পেরে দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে তৃণমূল বিএনপির সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন ও যশোর-৫ মনিরামপুর আসনের প্রার্থিতা প্রত্যাহার করে নিচ্ছি।’

সংবাদ সম্মেলনে তার সঙ্গে আবদুল্লাহ ইয়াসিন, মেহেদী ইমরান নামে তার ব্যক্তিগত সহকারী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box